জেলে থাকলে সরকারের সমস্যা আরও বাড়বে, গ্রেফতার হতেই ভয়ঙ্কর হুঁশিয়ারি সোনম ওয়াংচুকর

লাদাখে হিংসাত্মক বিক্ষোভের মধ্যেই পরিস্থিতি জটিল হয়েছে। পূর্ণ রাজ্যের দাবিতে পড়ুয়াদের আন্দোলন বুধবার হঠাৎ করেই হিংসাত্মক আন্দোলনে পরিণত হয়।

লাদাখে হিংসাত্মক বিক্ষোভের মধ্যেই পরিস্থিতি জটিল হয়েছে। পূর্ণ রাজ্যের দাবিতে পড়ুয়াদের আন্দোলন বুধবার হঠাৎ করেই হিংসাত্মক আন্দোলনে পরিণত হয়।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
sonam-wangchuk-3

গ্রেফতার সোনম ওয়াংচুক

লাদাখে উত্তেজনার আবহে শুক্রবার লেহ-তে সাংবাদিক বৈঠকের ঠিক আগে আটক ওয়াংচুক। বুধবারের হিংসাত্মক বিক্ষোভকে উস্কে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ওইদিনের সংঘর্ষে চারজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। পুলিশের গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে বলে অভিযোগ।

Advertisment

পরের দিনই ওয়াংচুক প্রতিষ্ঠিত স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখের এফসিআরএ লাইসেন্স বাতিল করে কেন্দ্র। পাশাপাশি তাঁর হিমালয়ান ইনস্টিটিউট অব অল্টারনেটিভস লাদাখের বিরুদ্ধে এফসিআরএ লঙ্ঘনের অভিযোগে সিবিআই তদন্ত শুরু করেছে।

শুক্রবার লেহ শহরের হোটেলে সাংবাদিক বৈঠক করার কথা ছিল ওয়াংচুকের। তাঁর সচিব বৈঠক শুরু করলেও ওয়াংচুক আর হাজির হননি। পুলিশ সূত্রে খবর, সাংবাদিক বৈঠকের আগেই পথে আটক করা হয় তাঁকে। জানা গিয়েছে তিনি গ্রাম থেকে লেহ শহরে আসার সময় পুলিশ আটক করেছে। 

Advertisment

উল্লেখ্য, লেহ এপেক্স বডির সদস্য ওয়াংচুক দীর্ঘদিন ধরে কেন্দ্রশাসিত লাদাখে ষষ্ঠ তফসিল ও রাজ্যের মর্যাদার দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন। তিনি কয়েকদিনের অনশনও করেছিলেন, যদিও বুধবার হিংসা ছড়িয়ে পড়ার পর সেটি তুলে নেন। সেদিনের ঘটনায় বিজেপি দফতরে অগ্নিসংযোগও হয়। তখনই শান্তির আহ্বান জানিয়েছিলেন ওয়াংচুক।

কেন্দ্রের দাবি, ওয়াংচুক প্ররোচনামূলক বক্তব্য দিয়ে সেদিনের হিংসাকে উসকে দিয়েছিলেন। সরকারের সঙ্গে লাদাখের প্রতিনিধি দলের চলমান আলোচনাকে নষ্ট করার জন্যই “কিছু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তি” পরিস্থিতি অশান্ত করছে।

এরই মধ্যে ওয়াংচুক অভিযোগ করেছেন, কেন্দ্র সরকার তাঁকে পাবলিক সেফটি অ্যাক্টে গ্রেপ্তার করার পরিকল্পনা করছে, যাতে তাঁকে টানা দু’বছর জেলে রাখা যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি তার জন্য প্রস্তুত। তবে মনে রাখা উচিত, জেলে থাকা সোনম ওয়াংচুক হয়তো সরকারের জন্য আরও বড় সমস্যা হয়ে উঠবে, মুক্ত ওয়াংচুকের চেয়েও।”

লেহ-এর হিংসার পর সমাজকর্মী সোনম ওয়াংচুকের এনজিও SECMOL-এর লাইসেন্স বাতিল করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)। অভিযোগ, সংগঠনটি বিদেশী অনুদান ও তহবিল সম্পর্কিত সঠিক তথ্য প্রদান করতে ব্যর্থ হয়েছে এবং একাধিকবার FCRA (Foreign Contribution Regulation Act) লঙ্ঘন করেছে। তদন্তে অসংখ্য অনিয়ম ধরা পড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে SECMOL আর বিদেশি কোনও অনুদান গ্রহণ করতে পারবে না, শুধুমাত্র দেশীয় তহবিল ও ভারতীয় উৎস থেকে কার্যক্রম চালাতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, সংস্থার হিসাবে একাধিক গড়মিল পাওয়া গিয়েছে। বারবার FCRA-এর ধারা 8(1)(a), 17, 18 ও 19 লঙ্ঘন করা হয়েছে।

ট্রাম্পের 'ফার্মা ট্যারিফ বোমা'র বিরাট 'বিস্ফোরণ',ধস শেয়ার বাজারে, কয়েক মিনিটের মধ্যেই ৪ লক্ষ কোটি টাকার ক্ষতি

এদিকে, লাদাখে হিংসাত্মক বিক্ষোভের মধ্যেই পরিস্থিতি জটিল হয়েছে। পূর্ণ রাজ্যের দাবিতে পড়ুয়াদের আন্দোলন বুধবার হঠাৎ করেই হিংসাত্মক আন্দোলনে পরিণত হয়। সংঘর্ষে প্রাণ হারান চারজন এবং আহত হন ৭০ জনেরও বেশি মানুষ, যাদের মধ্যে প্রায় ৩০ জন পুলিশ ও সিআরপিএফ জওয়ান। সামাজিক কর্মী সোনম ওয়াংচুক ১০ সেপ্টেম্বর থেকে লাদাখকে ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করার দাবিতে অনশন করছিলেন। হিংসা বাড়তে থাকায় তিনি অনশন ভেঙে দেন।

সন্দেশখালির রিপ্লে চক্ষণজাদিতে? 'অত্যাচারী' তৃণমূল নেতাকে না পেয়ে ভাইকে মারধর, আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১৭

এই ঘটনার পর রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি অভিযোগ করেছে, কংগ্রেসের ষড়যন্ত্রেই লাদাখে হিংসা ছড়িয়েছে। দলের মুখপাত্র সম্বিত পাত্র দাবি করেন, “এই ঘটনা রাহুল গান্ধী ও জর্জ সোরোসের চক্রান্ত। কংগ্রেস দেশকে বাংলাদেশ, নেপাপের মতো পরিস্থিতির দিকে ঠেলে দিতে চাইছে।” তিনি আরও বলেন, রাহুল গান্ধী যুব সমাজকে উস্কানি দিয়ে 'দেশ ভাঙার' চেষ্টা করছেন। 

পুজোর মুখেই বিরাট অভিযান, গ্রেফতার পাক গুপ্তচর, কীভাবে তথ্য পাচার জানলে চমকে যাবেন

সম্বিত পাত্র প্রমাণ হিসেবে কিছু ছবি সামনে এনে দাবি করেন, কংগ্রেস কাউন্সিলর স্ট্যানজিং সেপাং যুবকদের অস্ত্র হাতে উসকে দিয়ে বিজেপি অফিস লক্ষ্য করে এগোচ্ছিলেন। বিজেপির মতে, তিনিই মূল ষড়যন্ত্রকারী এবং হিংসায় সরাসরি উস্কানি দিয়েছেন।

Ladakh Violence