/indian-express-bangla/media/media_files/2025/09/26/rajasthan-man-arrested-on-charges-of-espionage-for-pakistan-in-jaisalmer-2025-09-26-11-04-26.jpg)
গ্রেফতার পাক গুপ্তচর
পুজোর মুখেই গ্রেফতার পাকিস্তানি গুপ্তচর। অপারেশন সিন্দুর চলাকালীন সেনার গোপন তথ্য পাচারের বিরাট অভিযোগ।
রাজস্থানের জয়সলমের থেকে গ্রেফতার ভারতীয় নাগরিক। সেনাবাহিনীর গোপন তথ্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই–এর হাতে তুলে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল সিআইডি আধিকারিকরা। অভিযুক্তের নাম হানিফ খান, তিনি ভারত–পাক সীমান্ত লাগোয়া বাহলা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রাজস্থান সিআইডি ইন্টেলিজেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁকে স্টেট সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩–এর অধীনে গ্রেপ্তার করা হয়েছে।
আজও বৃষ্টির দাপট দেখবে বাংলা! ষষ্ঠী থেকে দশমী, কেমন থাকবে আবহাওয়া? জানুন লেটেস্ট আপডেট
সিআইডি সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই হানিফের গতিবিধি সন্দেহজনক মনে হচ্ছিল। গোপনে নজরদারি চালানোর পর উঠে আসে তাঁর পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগের প্রমাণ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি নিয়মিতভাবে পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ করতেন। সীমান্তবর্তী এলাকায় তিনি প্রায়ই যাতায়াত করতেন। এর ফলে সেনার নানা গুরুত্বপূর্ণ তৎপরতা ও ঘাঁটির খবর সহজেই তাঁর হাতে আসত।
চতুর্থীর সকালে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু, হাসপাতালে হাহাকার!
জেরায় হানিফ স্বীকার করেছে, সেনা ঘাঁটির অবস্থান ও সেনাদের গতিবিধি সম্পর্কিত তথ্য তাঁর কাছে ছিল। এমনকি সম্প্রতি অপারেশন সিন্দুর চলাকালীনও তিনি পাকিস্তানি হ্যান্ডলারের কাছে সেনার গতিবিধি সংক্রান্ত খবরও পাচার করেছিলেন। সিআইডি জানিয়েছে,ধৃতের মোবাইল ফোন থেকে মিলেছে একাধিক পাক যোগের প্রমাণ। যার মাধ্যমে নিশ্চিত হওয়া গিয়েছে যে হানিফ অর্থের বিনিময়ে সেনার গোপন তথ্য পাকিস্তানি আইএসআই–এর হাতে তুলে দিচ্ছিল।
'প্রকাশ্যে বন্দুক-কার্তুজ বিলি দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার!' ভিডিও পোস্ট করে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর
এই ঘটনায় রাজস্থান পুলিশের সিআইডি (সিকিউরিটি)–র আইজিপি বিষ্ণুকান্ত জানিয়েছেন, হানিফ খানের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং গোটা ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।এ নিয়ে চলতি বছরে জয়সালমিরে চার পাক গুপ্তচরকে গ্রেফতার করেছে পুলিশ।