Local trains cancelled for repair of bridge on Bahirkhand-Tarakeshwar section: আজ থেকে শুরু করে আগামীকাল পর্যন্ত একগুচ্ছ লোকাল ট্রেন (Local Train) বাতিল থাকবে বলে জানানো হয়েছে। বাহিরখণ্ড-তারকেশ্বর রুটে একটি ব্রিজ মেরামতির কাজের জন্যই লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। আজ ৩০ নভেম্বর এবং আগামীকাল ১ ডিসেম্বর অর্থাৎ শনি এবং রবিবার বেশ কিছু লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখা হচ্ছে।
শনিবার বাতিল থাকছে হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার দুটি লোকাল ট্রেন। ৩৭৩৪৯ এবং ৩৭৩৫১ নম্বর লোকাল ট্রেন বাতিল থাকছে। ঠিক তেমনই তারকেশ্বর থেকে হাওড়া যাওয়ার ৩৭৩৫ নম্বর লোকাল ট্রেনও আজ বাতিল থাকছে।
রবিবার ট্রেন বাতিল
হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত ৩৭৩০৯, ৩৭৩১১, ৩৭৩১৫, ৩৭৩১৭ লোকাল ট্রেন আজ বাতিল থাকবে।
শেওড়াফুলি টু তারকেশ্বর - ৩৭৪১১ ৩৭৪১৫ নম্বর ট্রেন বাতিল থাকবে। বাতিল থাকবে হাওড়া থেকে আরামবাগ ৩৭৩৫৯ লোকাল ট্রেন, বাতিল হাওড়া-গোঘাট ৩৭৩৭১ নম্বর লেকাাল ট্রেন।
আরও পড়ুন- West Bengal News Live: বিরাট রহস্যের পর্দা ফাঁস! হল না শেষ রক্ষা, কলকাতায় গ্রেফতার বাংলাদেশী নাগরিক
আরও পড়ুন- Attacks on Hindus in Bangladesh: ওপার বাংলায় আক্রান্ত হিন্দুরা, জাতীয় পতাকার অসম্মান, বাংলাদেশের রোগী দেখবে না কলকাতার হাসপাতালে
একইভাবে ডাউন লাইনে বাতিল থাকবে তারকেশ্বর থেকে হাওড়া দুটি লোকাল ট্রেন। বাতিল থাকবে তারকেশ্বর থেকে শেওড়াফুলি দুটি লোকাল ট্রেন। আরামবাগ-হাওড়া ৩৭৩৬০ লোকাল ট্রেনও কাল বাতিল থাকবে। গোঘাট থেকে হাওড়া ৩৭৩৭২ নম্বর লোকাল ট্রেন বাতিল থাকবে।
আরও পড়ুন- Attacks on Hindu in Bangladesh: বাংলাদেশে অবর্ণনীয় অত্যাচারের শিকার হিন্দুরা, রাষ্ট্রসংঘে অভিযোগ ওড়ালেন ইউনুসের প্রতিনিধি
নিত্যদিন মফস্বল তথা গ্রামীণ এলাকার কাতারে-কাতারে মানুষ লোকাল ট্রেনে চেপে যাতায়াত করেন। নিত্যযাত্রী হোক বা স্কুল পড়ুয়া লোকাল ট্রেন একটা বড় অংশের মানুষের যাতায়াতের ক্ষেত্রে অন্যতম প্রধান লাইফলাইনও বলা চলে। সেই কারণেই লোকাল ট্রেন বন্ধ হলে স্বাভাবিকভাবেই চূড়ান্ত সমস্যায় পড়তে হয় বিশেষ করে মফস্বল কিংবা গ্রামীণ এলাকার বহু মানুষকে। তারই সুযোগ নিয়ে ট্রেন বন্ধ হলেই একশ্রেণীর ছোট গাড়ির চালকরা মুনাফা লোটার খোঁজে ব্যস্ত হয়ে পড়েন। কম সময়ের যাত্রাপথে চড়া ভাড়া দাবি করতে থাকেন অনেক গাড়িচালক। যার জেরে চূড়ান্ত দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। তাই লোকাল ট্রেন বাতিলের এই খবর দুর্ভোগ এড়াতে আগেভাগে জেনে নিন।