Latest West Bengal News Updates: বাংলাদেশে (Bangladesh) দিকে দিকে মন্দির, হিন্দু মহল্লায় আক্রমণ-হামলা এখনও জারি রয়েছে। ফের চট্টগ্রামে ইসকনের (ISKCON) মন্দিরে হামলা চালায় দুষ্কৃতীরা। পটিয়া উপজেলার ইসকনের মন্দিরের ফটকের তালা ভেঙে ঢুকে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। সংবাদপত্র 'প্রথম আলো' সূত্র এমনই খবর। এদিকে বাংলাদেশের অশান্ত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত। লোকসভায় বাংলাদেশ ইস্যুতে বিবৃতি দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। বিদেশ মন্ত্রকের তরফে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে সেদেশের অন্তর্বর্তী সরকারকে এ ব্যাপারে দায়িত্ব পালন করতে পরামর্শ দিয়েছে ভারত। চিন্ময়কৃষ্ণ দাস (Chinmoykrishna Das)-এর বিচার ন্যায়সঙ্গতভাবে করানোর দাবি তুলেছে নয়াদিল্লি। এদিকে ভারতের এই বিবৃতির পাল্টা জবাব দিয়েছে বাংলাদেশও। কটাক্ষের সুরে ঢাকা পাল্টা বিবৃতিতে বলেছে, "ভারতে সংখ্যালঘু মুসলিমদের উপরে অত্যাচারের অসংখ্য ঘটনা ঘটছে। তা নিয়ে ভারত সরকারের কোনও অনুশোচনা বা লজ্জাবোধ নেই। উল্টে তারা বাংলাদেশকে সংখ্যালঘুদের অবস্থা নিয়ে অযাচিত পরামর্শ দিচ্ছে।"
অন্যদিকে, আরজি কর (RG Kar) হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় চার্জশিট জমা দিয়েছে CBI। সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) গ্রেপ্তারের ৮৭ দিনের মাথায় আলিপুর বিশেষ আদালতে চার্জশিট জমা কেন্দ্রীয় তদন্ত সংস্থার। চার্জশিটে সিবিআই উল্লেখ করেছে, আরজি করের আর্থিক দুর্নীতির মূল চক্রী ছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষই। নিম্নমানের ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে গত চার বছরে কয়েক কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে আরজি করে, প্রাথমিক তদন্তের ভিত্তিতে জমা করা চার্জশিটে এমনই উল্লেখ করেছে CBI। সন্দীপ ঘোষ তার ক্ষমতাবলে ঘনিষ্ঠ কয়েকজনের মাধ্যমে এই দুর্নীতি চালাতেন বলে দাবি করেছেন তদন্তকারীরা। আর্থিক দুর্নীতির অভিযোগে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার ঘনিষ্ঠ ব্যবসায়ী সুমন হাজরা, বিপ্লব সিনহা এবং দেহরক্ষী আশরফ আলি খানকে গ্রেপ্তার করা হয়। সন্দীপ ঘনিষ্ঠ আর এক জুনিয়র চিকিৎসক আশিস পাণ্ডেকেও সিবিআই গ্রেফতার করে। এদের মাধ্যমেই সন্দীপ ঘোষ দুর্নীতির পুরো চক্রটি চালাতেন বলে দাবি তদন্তকারীদের।
এবার রাজ্যকে সহযোগিতার বার্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের প্রাপ্য আদায়ে সরকারকে তিনি সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। এমনকী প্রয়োজনে এ ব্যাপারে রাজ্যের সঙ্গে যৌথভাবে কাজেও তাঁর আপত্তি নেই। যদিও তৃণমূল শিবির এখনই শুভেন্দু অধিকারীর এই বার্তাকে গুরুত্ব দিতে নারাজ। বিধানসভার শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সোচ্চার হয়েছিলেন শাসকদলের বিধায়করা। বিরোধী BJP-র বিধায়কদের সঙ্গে তৃণমূল বিধায়কদের তর্কাতর্কি বেধে যায়। শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, UPA আমলের তুলনায় রাজ্যের জন্য অনেক বেশি বরাদ্দ করছে বর্তমান কেন্দ্রের NDA সরকার। শুভেন্দু অধিকারীর অভিযোগ, কেন্দ্রের পাঠানো টাকার সদ্ব্যবহার করতে পারেনি তৃণমূল নেতৃত্বাধীন সরকার।
-
Nov 30, 2024 16:00 ISTWest Bengal News Live:বাংলাদেশকে বেনজির কটাক্ষ!
বাংলাদেশের দিকে দিকে হিন্দুদের উপর নির্যাতন চলছে। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ মহম্মদ ইউনুস নেতৃত্বাধীন সেদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে এবার সেদেশের সরকারকে তীব্র আক্রমণ শানালেন BJP নেতা দিলীপ ঘোষ। "আমরা চাল-ডাল না পাঠালে তো খাওয়া বন্ধ হয়ে যাবে!" বাংলাদেশ সরকারকে এভাবেই আক্রমণ প্রাক্তন সাংসদের।
বিস্তারিত পড়ুন- Dilip Ghosh: 'আমরা চাল-ডাল না পাঠালে খাওয়া বন্ধ হবে', বাংলাদেশকে বেনজির কটাক্ষ দিলীপ ঘোষের!
-
Nov 30, 2024 14:43 ISTWest Bengal News Live:বাংলাদেশিদের চিকিৎসা বন্ধের বিরোধিতায় ফিরহাদ
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অবর্ণনীয় অত্যাচার চলছে। দিকে দিকে হিন্দু মহল্লায় বেছে বেছে আক্রমণ শানাচ্ছে দুষ্কৃতীরা। এই পরিস্থিতিতে কলকাতার চিকিৎসকদের একাংশ বাংলাদেশীদের চিকিৎসা করতে উৎসাহ দেখাচ্ছেন না। একটি বেসরকারি হাসপাতাল রীতিমতো বিবৃতি দিয়ে জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির দিকে তাকিয়ে তারা বাংলাদেশী রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে রাজি নন। চিকিৎসকদের একাংশের এই প্রবণতার তুমুল বিরোধিতায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, " কেউ অসুস্থ হলে তাঁকে সুস্থ করব না? চিকিৎসক বা চিকিৎসা কেন্দ্রের ধর্মই তো তাঁকে সুস্থ করে তোলা।"
-
Nov 30, 2024 14:36 ISTWest Bengal News Live:আবাসের টাকা হাতাতে দম্পতির নিখুঁত অভিনয়
সরকারি আবাস যোজনায় (Aeas Yojana) পাকা বাড়ি পাওয়ার জন্য গরিব পরিবারের কেউ-কেউ রাজনৈতিক নেতাদের কাছে গিয়ে হাতে পায়ে ধরছেন। আবার কেউ চোখের জলও ফেলছেন। তবে আবাসের ঘরের টাকা হাতানোর জন্য ফিল্মি কায়দায় 'গরিবের অভিনয়' করার স্পর্ধা কেই বা দেখাতে পারে! এমনই কাণ্ড ঘটিয়ে প্রশাসনের কার্তাদেরও কার্যত ঘোল খাইয়ে দিয়েছেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর এক দম্পতি। নিখুঁত চিত্রনাট্য তৈরি করে দম্পতি যে অভিনয়টা প্রশাসনের কর্তাদের সামনে করেছেন তা জানলে দেশের ফিল্মি দুনিয়ার তাবড় অভিনেতা অভিনেত্রীরাও হয়তো মুখ লুকোবেন। তবে অভিনয় ভালো করলেও দম্পতি 'সাকসেস' হতে পারেননি।
বিস্তারিত পড়ুন- Awas Yojana: পড়শির মাটির বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি, ভাঙা উনুনে রান্না, আবাসের টাকা হাতাতে 'মাস্টারপ্ল্যান' দম্পতির
-
Nov 30, 2024 12:45 ISTWest Bengal News Live:আজ থেকেই বাতিল গুচ্ছ গুচ্ছ লোকাল ট্রেন
আজ থেকে শুরু করে আগামীকাল পর্যন্ত একগুচ্ছ লোকাল ট্রেন (Local Train) বাতিল থাকবে বলে জানানো হয়েছে। বাহিরখণ্ড-তারকেশ্বর রুটে একটি ব্রিজ মেরামতির কাজের জন্যই লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। আজ ৩০ নভেম্বর এবং আগামীকাল ১ ডিসেম্বর অর্থাৎ শনি এবং রবিবার বেশ কিছু লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখা হচ্ছে।
বিস্তারিত পড়ুন- Local Train: আজ থেকেই বাতিল গুচ্ছ গুচ্ছ লোকাল ট্রেন, কোন শাখায়? দুর্ভোগ এড়াতে আগে জানুন
-
Nov 30, 2024 11:50 ISTWest Bengal News Live:গ্রেফতার বাংলাদেশি
অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে কলকাতায় বসবাস। পার্ক স্ট্রিট এলাকার একটি হোটেলে চাকরি জুটিয়ে নিয়েছিলেন বাংলাদেশি যুবক। ভুয়ো নথি দেখিয়ে সেই চাকরি জোগাড় করেছিলেন আদতে বাংলাদেশী যুবক সেলিম মাতব্বর। তবে শেষ রক্ষা হলো না। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ভারতীয় পাসপোর্ট। মনে করা হচ্ছে সেই পাসপোর্টটি জাল। ধৃতকে দফায় দফায় জেরা পুলিশের।
Under Mamata Banerjee's leadership, West Bengal has become a haven for illegal infiltrators, driven by her appeasement politics. Neighboring citizens infiltrate India effortlessly, securing IDs, while her government obstructs central efforts to establish Border Outposts (BOPs)… pic.twitter.com/70X1Cb91a0
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) November 30, 2024 -
Nov 30, 2024 11:42 ISTWest Bengal News Live:বাংলাদেশের রোগী দেখবে না কলকাতার হাসপাতাল
অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের (Bangladesh) রোগী দেখা এবং তাঁদের ভর্তি করা বন্ধ করে দিল কলকাতার মানিকতলা এলাকার জে এন রায় হাসপাতাল। বেসরকারি এই হাসপাতালের তরফে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের রোগী তাঁরা দেখবেনও না ও তাঁদের ভর্তি ও করবেন না। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর চলা অবর্ণনীয় নির্যাতনের প্রতিবাদ এবং সে দেশে ভারতের জাতীয় পতাকার অবমাননার কারণেই এই সিদ্ধান্ত বলে বেসরকারি ওই হাসপাতালের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে।
বিস্তারিত পড়ুন- Attacks on Hindus in Bangladesh: ওপার বাংলায় আক্রান্ত হিন্দুরা, জাতীয় পতাকার অসম্মান, বাংলাদেশের রোগী দেখবে না কলকাতার হাসপাতালে
-
Nov 30, 2024 11:00 ISTWest Bengal News Live:রাষ্ট্রসংঘে অভিযোগ ওড়ালেন ইউনুসের প্রতিনিধি
অশান্ত বাংলাদেশ, দিকে দিকে আক্রান্ত হিন্দুরা। ভাঙা হচ্ছে একের পর এক মন্দির। তবে এত কিছুর পরেও রাষ্ট্রসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মহম্মদ আরিফুল ইসলাম বলেন, "বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে।" এমনকী বাংলাদেশে ধর্মীয় পরিচয় নির্বিশেষে প্রত্যেক মানুষের স্বাধীনভাবে ধর্মচর্চা এবং মত প্রকাশের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে বলেও দাবি করেছেন রাষ্ট্রসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আরিফুল ইসলাম, এমনই খবর প্রকাশিত হয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যম 'প্রথম আলো'-র প্রতিবেদনে।
বিস্তারিত পড়ুন- Attacks on Hindu in Bangladesh: বাংলাদেশে অবর্ণনীয় অত্যাচারের শিকার হিন্দুরা, রাষ্ট্রসংঘে অভিযোগ ওড়ালেন ইউনুসের প্রতিনিধি
-
Nov 30, 2024 09:37 ISTWest Bengal News Live:ভারতে 'বিরক্ত' বাংলাদেশ!
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানো উচিত নয়। বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারত সহ একাধিক দেশের উদ্বেগের মাঝেই মহম্মদ ইউনুসের সংবাদ সচিব শফিকুল ইসলাম এই মন্তব্য করেছেন। সিএনএন নিউজ ১৮-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বাংলাদেশে সংখ্যালঘুরা সুরক্ষিত রয়েছেন। তাদের সুরক্ষার জন্য সব রকমের বন্দোবস্ত রয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
-
Nov 30, 2024 09:14 ISTWest Bengal News Live:বেলা গড়ালেই ঝেঁপে বৃষ্টি?
পূর্বাভাস মতোই বদলে গেল আবহাওয়া। শনিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ। ঘূর্ণিঝড় 'ফেনজল' (Fengal) শনিবার দুপুরে আছড়ে পড়তে পারে তামিলনাড়ুর উপকূলে। তারই পরোক্ষ প্রভাবে রাজ্যের আবহাওয়ায় এই বদল। বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ উপকূলের জেলাগুলিতে বৃষ্টি (Rain) হবে। শনি এবং রবিবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সহ দুই ২৪ পরগনা বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি চলবে।
বিস্তারিত পড়ুন- West Bengal Weather Update: বঙ্গের শীতে কোপ ঘূর্ণিঝড় ফেনজলের! বেলা গড়ালেই ঝেঁপে বৃষ্টি কোথায়? ঠান্ডা ফিরছে কবে?
-
Nov 30, 2024 08:48 ISTWest Bengal News Live:অভিষেকের উদ্যোগে চিকিৎসা শিবির
আজ শনিবার থেকেই ডায়মন্ড হারবারে একমাস ব্যাপী স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত শিবির শুরু হতে চলেছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভা কেন্দ্র এলাকায় এই চিকিৎসা শিবিরের মূল উদ্যোক্তা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জায়গায় চিকিৎসা শিবিরে হাজারেরও বেশি চিকিৎসক থাকবেন। জানা গিয়েছে, প্রতিটি বিধানসভা এলাকায় কমপক্ষে ১০টি করে স্বাস্থ্য শিবির করা হবে।
-
Nov 30, 2024 08:45 ISTWest Bengal News Live: তৃণমূলের সংখ্যালঘু সেলের সমাবেশ
ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ নিয়ে প্রতিবাদ জানাতে আজ সমবেশ করবে তৃণমূলের সংখ্যালঘু সেল। কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ে সমাবেশের আয়োজন করেছেন তৃণমূল সংখ্যালঘু সেলের চেয়ারম্যান তথা ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। এই সমাবেশে উপস্থিত থাকতে পারেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের আরও নেতৃত্ব।
-
Nov 30, 2024 08:43 ISTWest Bengal News Live:নেশামুক্তি কেন্দ্রে মৃত্যু ঘিরে উত্তেজনা
নেশামুক্তি কেন্দ্রে রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা বারুইপুরের ১৫ নম্বর ওয়ার্ডে। সৌরভ মণ্ডল সাউথ গড়িয়া এলাকার বাসিন্দা। বছর দেড়েক ধরে এই বারুইপুরের এই নেশামুক্তি কেন্দ্রে তিনি চিকিৎসাধীন ছিলেন। গতকাল সন্ধ্যা থেকেই ওই নেশামুক্তি কেন্দ্রে তাকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ, অসুস্থ হয়ে পড়ায় পাশেই বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার খবর পেয়ে মৃতের পরিবার ও তার আত্মীয়-স্বজন ওই নেশা মুক্তি কেন্দ্রে ব্যাপক ভাঙচুর চালায়।