Advertisment

Lok Sabha Polls 2024: চার দশক বঙ্গ রাজনীতিতে, পাঁচবারের সাংসদ, শিক্ষা থেকে রোজগার, দাপুটে অধীর সম্পর্কে জানুন বিশদে

Lok-Sabha Polls 2024: বঙ্গ রাজনীতিতে দাপিয়ে রাজনীতি করছেন দশকের পর দশক ধরে। বাংলার গণ্ডি ছাড়িয়ে দিল্লিতেও তাঁর কদর রয়েছে।

author-image
Joyprakash Das
New Update
Congress may nominate Adhir Chowdhury to the Rajya Sabha, অধীর চৌধুরীকে রাজ্যসভার নির্বাচনে প্রার্থী করতে পারে কংগ্রেস

Adhir Ranjan Chowdhury: প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

Lok Sabha Election 2024: বহরমপুর লোকসভা (Berhampore) কেন্দ্রের টানা ৫ বারের সাংসদ অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তার আগে তিনি নবগ্রামের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। নির্বাচনী হলফনামা অনুযায়ী দাপুটে এই কংগ্রেস সাংসদের স্থাবর কোনও সম্পত্তি নেই। রোজগার বলতে মাত্র সাংসদ ভাতা। শুধু পুঁথিগত বিদ্যা যে কোনও বাধা নয়, তাও প্রমাণ করেছেন অধীর চৌধুরী। তাঁর একটা ফোর্ড ইকো স্পোর্টস গাড়ি আছে। তবে কয়েক কোটি টাকার সম্পত্তি আছে তাঁর স্ত্রী অতসী চট্টোপাধ্যায় চৌধুরীর।

Advertisment

৬৮ বছরের অধীর চৌধুরীর সঙ্গে এবার টক্কর তৃণমূল কংগ্রেসের প্রার্থী ক্রিকেটার ইউসুফ পাঠানের (Yusuf Pathan)। ভোটের ময়দানে রয়েছেন BJP প্রার্থী চিকিৎসক নির্মল কুমার সাহা (Nirmal Kumar Saha)। রাজনীতিতে পরিপক্ক অধীরকে টেক্কা দেওয়া তাঁদের কাছে বিরাট চ্যালেঞ্জ। প্রয়াত নিরঞ্জন চৌধুরীর ছেলে ১৯৯৬ সালে নবগ্রাম বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। সেই সংসদীয় রাজনীতিতে জয় শুরু।

এহেন ডাকাবুকো নেতার নির্বাচনী হলফনামায় নগদ দেখানো হয়েছে ২,১১,০০০টাকা। তাঁর স্ত্রী অতসীদেবীর হাতে নগদ ৫,৪৯,০০০ টাকা। অধীরের একটি ফোর্ড ইকো স্পোর্টস চারচাকা গাড়ি আছে। স্ত্রীর আছে ট্রাভেরা। অধীরের সোনার গয়না রয়েছে ২০০ গ্রাম, যাঁর আর্থিক মূল্য ১৪ লক্ষ ৩৮ হাজার টাকা। স্ত্রীর সোনার গয়নার পরিমাণ ৫৮৫ গ্রাম। দাম ৪২,০৬,১৫০টাকা। অধীরের ৩৯,৩৫,৫৭১.০৬ টাকার অস্থাবর সম্পত্তি আছে। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তি আছে ৬৪,৪১,১৪৪.৫২টাকার।

অধীর চৌধুরীর কোনও স্থাবর সম্পত্তি নেই। স্থাবর সম্পত্তি রয়েছে তাঁর স্ত্রী অতসী চট্টোপাধ্যায় চৌধুরী ও এক নির্ভরশীলের। দু'জনের অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ ১০ কোটি ৫২ লক্ষ ৮০ হাজার টাকা। তার মধ্যে অতসীদেবীর নামে রয়েছে ৬,৪১,১০,০০০ টাকার স্থাবর সম্পত্তি। অধীরের আয় বলতে শুধু সাংসদ ভাতা দেখানো আছে হলফনামায়। আয়কর রিটার্ন (Income Tax Return) অনুযায়ী তাঁর আয় গত ৫ বছরে কমেছে। ২০১৯-২০ আর্থিক বছরে অধীরের আয় ছিল ১৫,২৩,৮৮৫ টাকা। ১৪,৪৭,৮৩০ টাকা আয় ছিল ২০২০-২১ সালে।

আরও পড়ুন- Adhir Chowdhury: ভোট-বঙ্গে তুমুল বিতর্কিত মন্তব্য অধীরের, লাভের গুড় খেতে একসঙ্গে ঝাঁপাল তৃণমূল-বিজেপি

এভাবেই কমতে কমতে ২০২৩-২৪ আর্থিক বছরে অধীরের বার্ষিক আয় দাঁড়িয়েছে ৯,৫৭,২০০ টাকা। পাঁচ বছরে স্ত্রীর আয়ও কমে গিয়েছে মাঝে-মধ্যে। ২০১৯-২০ আর্থিক বছরে তাঁর স্ত্রীর আয় ছিল ১৫,৩৭,৬১৫টাকা। ২০২০-২১ আর্থিক বছরে তাঁর আয় কমে দাঁড়ায় ৩,৩৯,৩৫০ টাকা। ফের ২০২৩-২৪ আর্থিক বছরে আয় বেড়ে দাঁড়ায় ১১,৫৬,১১০ টাকা। অতসীদেবীর আয়ের উৎস বলা হয়েছে ব্যবসা ও কনসাল্টেন্সি। তাঁর স্ত্রীর ২৪,৬২,৬৩২ টাকা বাড়ির ঋণ আছে।

আরও পড়ুন- Action against Kunal Ghosh: দেবের কায়দায় দরাজ ‘সৌজন্য’ই কাল হল কুণালের? কড়া পদক্ষেপ তৃণমূলের

হলফনামা অনুযায়ী অধীর চৌধুরী পড়াশোনা করেছেন বহরমপুরের গোরাবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশনে। ওই স্কুল থেকে নবম শ্রেণি পাশ করেছেন অধীর চৌধুরী। এই দোর্দণ্ডপ্রতাপ সাংসদের বিরুদ্ধে বহরমপুর, হরিশ্চন্দ্রপুর থানায় কয়েকটি FIR রয়েছে। সেই মামলা চলছে মুর্শিদাবাদের বহরমপুর ও চাঁচোল আদালতে। বহরমপুরের ভোটার অধীর চৌধুরী। ১৯৯৯ সাল থেকে টানা বহরমপুরের সাংসদ অধীর। মালদার প্রয়াত কংগ্রেস নেতা গণিখান চৌধুরীর (Ghani Khan Choudhury) মতো অধীরও কি বহরমপুরের মিথ? ৪ জুন মিলবে সেই জবাব।

CONGRESS adhir choudhury loksabha election 2024
Advertisment