Lok Sabha Election 2024 Phse 6-Nandigram: গ্রামের আলপথই একসময় যাতায়াতের পাকা ঢালাই রাস্তায় পরিণত হয়। শনিবার নন্দনায়কে সরু আঁকাবাঁকা রাস্তায় টোটোতে চড়ে ভোট দিতে গেলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের নন্দনায়ক বাড় প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন স্থানীয় BJP বিধায়ক। আবার প্রায় এক কিলোমিটার রাস্তা টোটোতে চেপে ফিরেও গেলেন বিরোধী দলনেতা।
ভোট দিয়ে বিরোধী দলনেতা বলেন, "আমি পদ্মফুলে টিপলাম বটমটা দেবে গিয়েছে। ৩ ঘন্টা হয়ে গিয়েছে সব পদ্মে মারছে। পদ্মের বাইরে কোনও কথা নেই। ওদের ক্যাম্পে ৪টে লোক আছে চোখ মারছে। ভোটের পরে আমরা আনন্দে বোমা ফাটাব। নিহত রথিবালা আড়ির ছেলে সঞ্জয় আড়ি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আবার একটা তপসিলি পরিবারের সদস্যকে খুন করেছে। খুনিকে আদালতে নিয়ে যাব। ওদের জেলে যাওয়ার ইচ্ছা হয়েছে। চোরদের পক্ষে কেউ নেই। ভোট সরাসরি হচ্ছে।"
নন্দীগ্রামে ভোট মানে শুভেন্দু অধিকারীর কাছে মর্যাদার লড়াই। লিড বাড়াতে না পারলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠবে। শুভেন্দুর দাবি, "নন্দীগ্রামে ২০০ বুথে এজেন্ট দিতে পারেনি তৃণমূল। ৬৩ টা মুসলিম অধ্যুষিত বেশিরভাগ বুথে এবার বিজেপি এজেন্ট দিয়েছে। যা আমি ২০২১-এও পারিনি। কমপক্ষে ৩০ হাজার ভোটে আমরা নন্দীগ্রাম থেকে লিড পাব।"
তমলুক লোকসভার মধ্যে পড়ে নন্দীগ্রাম বিধানসভা। ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ১৯৫৬ ভোটে পরাজিত করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুভেন্দু অধিকারীর জয় নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল। শুভেন্দুর জয়কে পাল্টা চ্যালেঞ্জ করে আদালতে মামলা করে জোড়াফুল। এবার তমলুক থেকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আড়াই লক্ষ ভোটে জেতাবেন বলে আগেই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তবে নন্দীগ্রামের লিড শুভেন্দুর কাছে প্রেস্টিজ ফাইট বলে মনে করে রাজনৈতিক মহল। লিড না হলেই প্রশ্ন উঠবে।