Advertisment

Bhangar: ভাঙড়ে ভোটের দিনে চরম অশান্তির আশঙ্কা! মারাত্মক এই কাণ্ডে তারই ইঙ্গিত?

Bhangar Chaos: আগামী শনিবার সপ্তম তথা শেষ পর্বের লোকসভা নির্বাচন। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড়। নির্বাচনের মাত্র দু'দিন আগে সেই ভাঙড়েই তুমুল অশান্তি। এই পরিস্থিতিতে আগামী শনিবার ভাঙড়ে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালান করা কমিশনের কাছেও একটা মস্ত চ্যালেঞ্জ।

author-image
IE Bangla Web Desk
New Update
lok sabha election 2024 jdavpur constituency bhangar

Bhangar: ভাঙড়ে উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে পুলিশ।

Lok Sabha Election 2024-Bhangar: ভোটের মাত্র দু'দিন আগে অশান্তির স্রোত বয়ে যাচ্ছে ভাঙড়ে। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড়ে ফের বোমা উদ্ধার, বাড়িতে হামলার অভিযোগ। ১ জুন ভাঙড়েও ভোট। নির্বাচনের দিনে দক্ষিণ ২৪ পরগনার এই এলাকায় অশান্তি চরম আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisment

ভাঙড়ে এক ISF কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ভাঙড়ের চকমরিচা এলাকায় হানা দেয় পুলিশ। সূত্রের খবর, চকমরিচা এলাকায় মেহের আলি মোল্লার বাড়িতে বোমা বাধার কাজ করছিল দুষ্কৃতীরা। অতর্কিতে সেখানে পুলিশ হানা দেয়। বোমা রেখেই পালিয়ে যায় দুষ্কৃতীরা।

ঘটনাস্থল থেকে পুলিশ মোট ৯টি বোমা উদ্ধার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বাড়িমালিক মেহের আলি মোল্লাকে গ্রেফতার করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তি আইএসএফ-এর সমর্থক বলে স্থানীয়দের একাংশের দাবি।

আরও পড়ুন- Rituparna Sengupta: টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ED-র তলব! হঠাৎ কেন এই ডাক জানেন?

অন্যদিকে, ভাঙড়ে এক তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়িতেও হামলার অভিযোগ উঠেছে ISF-এর বিরুদ্ধে। ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের কোচপুকুর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, মিছিলের নাম করে এসে ISF কর্মী-সমর্থকরা চালতাবেড়িয়া এলাকার তৃণমূল সমর্থক ইবাদুল্লা মোল্লার বাড়িতে হামলা চালায়। ভাতের হাঁড়ি ফেলে দেয়। এমনকী মহিলাদেরও মারধর করে বলে অভিযোগ। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ।

আরও পড়ুন- Digha: দিঘায় রচনার পথে সোনালী ইতিহাস! পর্যটকদের স্বার্থেই যুগান্তকারী এই সৃষ্টি আত্মপ্রকাশের পালা…

স্বাভাবিকভাবেই নির্বাচনের মাত্র দিন দু'য়েক আগে ভাঙড়ে নতুন করে উত্তেজনার পরিবেশ তৈরি হওয়ায় সতর্ক প্রশাসনও। ভাঙড়ের দিকে দিকে পুলিশি টহল চলছে। নির্বাচনের দিন ভাঙড়ে শান্তির পরিবেশ স্থাপনে ইতিমধ্যেই জোরদার তৎপরতা শুরু করে দিয়েছে পুলিশ।

আরও পড়ুন- Puri: বাঙালি পর্যটকে ঠাসা পুরীতে মর্মান্তিক ‘বিপর্যয়’! হাহাকার, চোখে জল, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

tmc Bhangar ISF loksabha election 2024
Advertisment