Advertisment

Arjun Singh: বারবার দল বদলই 'কাল' হল? লড়াকু অর্জুনের রাজনৈতিক ভবিষ্যৎ খাদের কিনারায়!

BJP-Arjun Singh: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল ব্যারাকপুর থেকে প্রার্থী করে পার্থ ভৌমিককে। ফের বাদ পড়েন অর্জুন। আবার শুরু দৌড়ঝাঁপ! ফের বিজেপিতে যোগ দেন অর্জুন। পদ্ম শিবিরের স্থানীয় নেতৃত্বের একাংশ অর্জুনের বিজেপি যোগের বিরোধিতা করেছিলেন। তবু বিজেপি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করেন অর্জুন সিংকে। তবে এবার অর্জুন লক্ষ্য পূরণে ব্যর্থ। পার্থ ভৌমিকের কাছে পরাজিত শিল্পাঞ্চলের একদা বেতাজ বাদশা।

author-image
Joyprakash Das
New Update
Lok Sabha Election Results 2024 Barrackpore Bjp Arjun Singh

Arjun Singh-BJP: বিজেপি নেতা অর্জুন সিং।

Lok Sabha Election Results 2024: ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ঘোষিত প্রার্থী তালিকায় নাম ছিল না তৎকালীন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংয়ের। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে নাম না শুনে দিল্লি ছুটেছিলেন অর্জুন সিং। দলবদল করে বিজেপির প্রার্থী হয়েছিলেন অর্জুন। সংসদে যাওয়ার ছাড়পত্র পেয়েছিলেন অর্জুন সিং। বিজেপির সাংসদ অর্জুন ২০২২-এ ফের যোগ দেন তৃণমূল কংগ্রেসে।

Advertisment

২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল ব্যারাকপুর থেকে প্রার্থী করে পার্থ ভৌমিককে। ফের বাদ পড়েন অর্জুন। আবার দৌড়ঝাঁপ! ফের বিজেপিতে যোগ। পদ্মশিবিরের স্থানীয় নেতৃত্বের একাংশ অর্জুনের বিজেপি যোগের বিরোধিতা করেছিলেন। তবু বিজেপি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করেন অর্জুন সিংকে। তবে এবার অর্জুন লক্ষ্য পূরণে ব্যর্থ। পার্থ ভৌমিকের কাছে পরাজিত শিল্পাঞ্চলের একদা বেতাজ বাদশা।

এদিন প্রথম রাউন্ড থেকেই তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের থেকে পিছিয়ে ছিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। সকালে হনুমান মন্দিরে পুজো দিয়ে গণনা কেন্দ্রে যান অর্জুন। শেষমেশ পার্থ ভৌমিকের কাছে পরাজিত হয়েছেন তিনি। তবে দলবদল হারের কারণ নয় বলে জানিয়েছেন অর্জুন সিং।

আরও পড়ুন- Adhir Ranjan Chowdhury: দিল্লি যাওয়া আর হল না অধীরের, গুজরাতি পাঠানের হাতেই কাত একদা বহরমপুরের ‘রবিনহুড’

মানুষ দুর্নীতি পছন্দ করছেন বলেও মন্তব্য শোনা যায় তাঁর মুখে। তৃণমূল প্রার্থী জয়ের পর জানিয়েছেন দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযান চলবে। মোদ্দা কথা এবার আর দলবদলের ফর্মুলা কাজে এল না অর্জুন সিংয়ের।

আরও পড়ুন- Dilip Ghosh: কেন্দ্র পাল্টাতেই ঘোল খেলেন, তর্জন গর্জনই সার! লোকসভায় আর পা রাখা হল না দিলীপের

আরও পড়ুন- Isha Khan Choudhury: বাম-কংগ্রেস জোটের মান রাখলেন গণিখানের ভাইপো ঈশা

রাজনৈতিক মহলের মতে, এবার ফের নতুন করে শুরু করতে হবে অর্জুন সিংকে। তৃণমূল কংগ্রেসে ফেরার রাস্তা এই মুহূর্তে নেই। বিজেপিতে থেকেই নিজের রাজনৈতিক কেরিয়ার টিকিয়ে রাখার দিতে জোর দিতে হবে অর্জুনকে।

tmc bjp West Bengal Arjun Singh Barrackpore Lok Sabha Election Result 2024
Advertisment