/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/tmc-33.jpg)
Lok Sabha Election Results 2024: উচ্ছ্বাসের স্রোতে ভাসছেন তৃণমূলকর্মীরা। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
Lok Sabha Election Results 2024: প্রথমত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেই যে বাজিমাত করা যাবে তা ২০২১ সালের বিধানসভা নির্বাচনে টের পেয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন প্রতিশ্রুতি ছিল। '২১ বিধানসভা নির্বাচনের পর তা বাস্তবায়ন হয়। এবার আবার লক্ষ্নীর ভাণ্ডারের ৫০০ টাকা বেড়ে হয়েছে ১ হাজার। এসসি ও এসটিদের ক্ষেত্রে সেই টাকার পরিমাণ বেড়ে হয়েছে ১২০০ টাকা। মহিলাদের ভোটই তৃণমূলের জয় আরও বেশি নিশ্চিত করেছে।
দ্বিতীয়ত, সংখ্যালঘু ভোট এবারও ধরে রাখতে পেরেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের সংখ্যালঘুদের সমর্থন অটুট থাকাও ঘাসফুল শিবিরের জয়ের অন্যতম বড় কারণ।
তৃতীয়ত, বিজেপির পুরনো লড়াকু কর্মীদের বসিয়ে দেওয়ায় ফলত লাভ পেয়েছে তৃণমূল। আদি বিজেপি নেতা ও কর্মীরা অধিকাংশই নির্বাচনের কাজ অংশ নেননি। তাঁদের কোনও কাজে লাগানো হয়নি।
চতুর্থত, ১০০ দিনের প্রকল্প, আবাস যোজনাসহ একাধিক প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা। সেই বিষয়ে সাধারণ মানুষকে অবগত করা।
পঞ্চম কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের জবরদস্ত সংগঠন। বিজেপি ও বাম-কংগ্রেস তৃণমূলের থেকে সাংগঠনিকভাবে কয়েক যোজন পিছিয়ে।