plane crash:ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানে আগুন, ঝলসে মৃত্যু, ভয়াবহ ঘটনার কারণ জানতে মরিয়া প্রশাসন

Southend Airport plane crash: ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানে আগুন ধরে গিয়েছিল। ভয়াবহ কাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে মরিয়া চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্ট বিভাগ।

Southend Airport plane crash: ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানে আগুন ধরে গিয়েছিল। ভয়াবহ কাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে মরিয়া চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্ট বিভাগ।

author-image
IE Bangla Web Desk
New Update
Southend Airport plane crash live, london plane crash, small aircraft accident, London Southend Airport, major emergency, 12-metre plane, airport,England’s southeast coast, Fire crews, ambulances,  Flights,সাউথএন্ড বিমান দুর্ঘটনা, লন্ডনে বিমান দুর্ঘটনা

Airport plane crash: ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানে আগুন ধরে যায়।

রবিবার লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হওয়ার পর, আরও তদন্তের জন্য বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জরুরি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। দুর্ঘটনার পর বিমানবন্দরের ওয়েবসাইটে দেখা গেছে যে কমপক্ষে পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান অব্যাহত থাকবে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। 

Advertisment

এদিকে, রবিবার লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরের কাছে একটি ছোট বিমান দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে এসেক্স পুলিশ। ডাচ সংস্থা জিউশ অ্যাভিয়েশন পরিচালিত বিচক্রাফ্ট বি২০০ সুপার কিং এয়ার ওড়ার কিছুক্ষণ পরেই আগুন ধরে যায়। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, নিহতরা ব্রিটিশ ছিলেন না এবং কর্তৃপক্ষ তাদের শনাক্ত করার জন্য কাজ করছে।

এসেক্স পুলিশ দুর্ঘটনা সম্পর্কে তথ্য পেতে যে কারও জন্য একটি পাবলিক পোর্টাল এবং ফোন লাইন চালু করেছে। দ্য ইন্ডিপেন্ডেন্টের খবর অনুযায়ী পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মরগান ক্রোনিন বলেছেন, "এই প্রাথমিক পর্যায়ে আমাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা এবং এসেক্সের জনগণকে সহায়তা অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: ছত্তিশগড়েও বাঙালি নিপীড়ন! পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের গ্রেফতারিতে সোচ্চার মহুয়া

তিনি আরও বলেন, "আমরা ঘটনাস্থলে উপস্থিত সকলের সাথে, সেই সঙ্গে বিমান দুর্ঘটনা তদন্ত শাখার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি। কী ঘটেছে এবং কেন ঘটেছে তা নির্ধারণ করার জন্য সবরমকমের প্রচেষ্টা চলছে ।"

আরও পড়ুন- Bridge Collapse:ফের বড়সড় সেতু বিপর্যয়, সংস্কারের কাজ চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত ব্রিজ

plane crash london Death