London Plane Crashes: ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা! আগুনের গোলা, কালো ধোঁয়ার কুণ্ডলী, হাহাকার-আর্তনাদ!

London Plane Crashes: এখনও পর্যন্ত নিশ্চিত নয়, বিমানে কতজন আরোহী ছিলেন বা কেউ আহত হয়েছেন কিনা। জানা গেছে, এই ধরনের বিমান সর্বাধিক ১২ জন যাত্রী বহন করতে সক্ষম। তবে দুর্ঘটনার সময় কতজন যাত্রী ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।

London Plane Crashes: এখনও পর্যন্ত নিশ্চিত নয়, বিমানে কতজন আরোহী ছিলেন বা কেউ আহত হয়েছেন কিনা। জানা গেছে, এই ধরনের বিমান সর্বাধিক ১২ জন যাত্রী বহন করতে সক্ষম। তবে দুর্ঘটনার সময় কতজন যাত্রী ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।

author-image
IE Bangla Web Desk
New Update
London Plane crash,plane crash accident,London Southend Airport

ভয়াবহ বিমান দুর্ঘটনা

London Plane Crashes: ভয়াবহ বিমান দুর্ঘটনা! টেক অফের কয়েক মিনিটের মধ্যেই 'ভেঙে পড়ল' বিমান। রুদ্ধশ্বাস সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে শিউরে উঠেছেন গোটা বিশ্বের মানুষ। অনেকেই এই ঘটনার সঙ্গে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার মিল খুঁজে পেয়েছেন। 

Advertisment

রবিবার ব্রিটেনের সাউথেন্ড বিমানবন্দরে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। টেক অফের কিছু সময়ের মধ্যেই ভেঙে পড়ল একটি বিমান। মুহূর্তে আকাশ ঢেকে গেল জ্বলন্ত আগুনের গোলা ও কালো ধোঁয়ার মেঘে। ঘটনাস্থল থেকে প্রকাশিত ছবি ও ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন- ফের উত্তাল হতে পারে শহর, চাকরি ফেরতের দাবিতে নবান্ন অভিযানে 'যোগ্য' শিক্ষক-শিক্ষিকারা

Advertisment

জানা গিয়েছে Beech B200 Super King Air-বিমানটি  লন্ডনের সাউথেন্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের লেলিস্টাড শহরের দিকে রওনা হয়েছিল। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি টেক অফের মাত্র কয়েক মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। এখনও পর্যন্ত নিশ্চিত নয়, বিমানে কতজন আরোহী ছিলেন বা কেউ আহত হয়েছেন কিনা। জানা গেছে, এই ধরনের বিমান সর্বাধিক ১২ জন যাত্রী বহন করতে সক্ষম। তবে দুর্ঘটনার সময় কতজন যাত্রী ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। 

প্রত্যক্ষদর্শী জন জনসন জানিয়েছেন, বিমানটি মাটিতে সোজা  আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে দেখা যায় এক বিশাল আগুনের গোলা। চারপাশে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া। তিনি বলেন, “আমার চোখের সামনেই বিমানটি ভেঙে পড়ে হয়। এটা ছিল এক ভয়াবহ দৃশ্য।”

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, বিমানে থাকা পাইলটরা উড়ানের ঠিক আগে উপস্থিত শিশুদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। সেই মর্মস্পর্শী মুহূর্তের কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।

কী ঘটেছিল সেই দিন?
লন্ডনের এসেক্স পুলিশ জানিয়েছে, রবিবার স্থানীয় সময় বিকেল ৩:৫৮ মিনিট নাগাদ একটি ১২-মিটার দীর্ঘ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় এসেক্স পুলিশ, ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস এবং দমকল বাহিনী। বিমানবন্দর সংলগ্ন Rochford Hundred Golf Club ও Westcliff Rugby Club খালি করে দেওয়া হয় সুরক্ষার কারণে।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, ভেঙে পড়া বিমানের ধ্বংসাবশেষ থেকে  আগুনের গোলা ও কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি রানওয়ে ছেড়ে কিছুটা উড়ে যাওয়ার পর হঠাৎ বাঁ দিকে কাত হয়ে যায় এবং প্রায় উল্টে গিয়ে সোজা মাটিতে আছড়ে পড়ে। 

বিমানটি কোন কোম্পানির?
ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস Flightradar24 অনুসারে, বিমানটি ছিল একটি Beech B200 Super King Air, যা একটি মেডিক্যাল ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। এটি পরিচালনা করছিল ডাচ সংস্থা Zeusch Aviation, যারা মূলত চিকিৎসা পরিবহন, অঙ্গ প্রতিস্থাপন ও প্রাইভেট চার্টার্ড ফ্লাইট পরিষেবা প্রদান করে। 

এখনও পর্যন্ত, বিমানটিতে কতজন যাত্রী বা ক্রু ছিলেন, বা কেউ আহত বা নিহত হয়েছেন কি না—তা নিশ্চিত করা যায়নি। এসেক্স পুলিশ জানিয়েছে, উদ্ধারকাজ ও তদন্ত এখনও। এই মুহূর্তে সাউথেন্ড বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে এবং সমস্ত নির্ধারিত উড়ান বাতিল করা হয়েছে।

আরও পড়ুন-  মোদীর মন পেতে চেষ্টায় খামতি রাখছেন না ইউনূস, এবার যা করলেন তা জানলে...!

plane crash