/indian-express-bangla/media/media_files/2025/11/02/london-train-stabbing-2025-11-02-11-04-04.jpg)
চলন্ত ট্রেনে রক্তারক্তি কাণ্ড
লন্ডনগামী একটি ট্রেনে ছুরিকাঘাতের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন, যার মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় ব্রিটেনের ডনকাস্টার থেকে লন্ডন কিংস ক্রসগামী একটি ট্রেনে আচমকাই এক ব্যক্তি ছুরি নিয়ে যাত্রীদের উপর হামলা চালায়। মুহূর্তের মধ্যেই গোটা ট্রেনে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, “ট্রেনের সর্বত্র রক্ত পড়ে ছিল, বহু যাত্রী ভয়ে ওয়াশরুমে লুকিয়ে পড়েন।”
আরও পড়ুন- বঙ্গ রাজনীতির ছন্দপতন, না ফেরার দেশে জনপ্রিয় দাপুটে নেতা
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, ট্রেনটি কেমব্রিজশায়ারের হান্টিংডন স্টেশনে থামানো হয় এবং সেখানে থেকেই দুই সন্দেহভাজনকে আটক করা হয়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, “এই ঘটনাকে আমরা একটি বড় অপরাধমূলক হামলা হিসেবে বিবেচনা করছি এবং সন্ত্রাস দমন ইউনিট তদন্তে সহযোগিতা করছে।”
ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ট্রেন থামার পর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে বড় ছুরি হাতে দেখা যায়। এরপর পুলিশ টেজার গান ব্যবহার করে তাকে নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন- সপ্তাহান্তে হুড়মুড়িয়ে কমল সোনার দাম, লাখ টাকার নিচে নামা স্রেফ সময়ের অপেক্ষা!
ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। এক বিবৃতিতে তিনি বলেন, “এই ঘটনাটি অত্যন্ত ভয়াবহ। আহতদের এবং তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ ও জরুরি পরিষেবাগুলিকে ধন্যবাদ জানাই।”
উল্লেখযোগ্যভাবে, গত কয়েক বছরে ব্রিটেনে ছুরিকাঘাতের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর ইংল্যান্ড ও ওয়েলসে ৫০,০০০-এরও বেশি ছুরি-সংক্রান্ত অপরাধের রিপোর্ট পাওয়া গেছে — যা ২০১৩ সালের তুলনায় প্রায় দ্বিগুণ। স্বরাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, প্রায় ৬০,০০০ ছুরি পুলিশ বাজেয়াপ্ত করেছে।
আরও পড়ুন- বিমানে রয়েছে 'মানব বোমা', মাঝ আকাশে হঠাৎ হুমকি, রুদ্ধশ্বাস মুহূর্তে টানটান উত্তেজনা
সরকারের লক্ষ্য আগামী ১০ বছরের মধ্যে ছুরি-সংক্রান্ত অপরাধ অর্ধেকে নামিয়ে আনা। বর্তমানে জনসমক্ষে ছুরি বহন করলে সর্বোচ্চ চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। যদিও সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, গত বছরে ছুরি হত্যার ঘটনা প্রায় ১৮ শতাংশ কমেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us