/indian-express-bangla/media/media_files/2025/01/09/CBF7JvTT9ozUtGIcku8h.jpg)
News in Bengal Updates: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News Highlights: SIR নিয়ে তোলপাড় বাংলা। একদিকে যখন তৃণমূক কংগ্রেসের তরফে কমিশন-বিজেপির আঁতাতের অভিযোগ তোলা হয়েছে পাশাপাশি SIR ইস্যুতে বৃহত্তর প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে দলের তরফে। এর মাঝেই SIR নিয়ে বিতর্কিত মন্তব্যে তোলপাড় ফেললেন দাপুটে তৃণমূল নেতা। এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে বিজেপি নেতাদের গাছে উল্টো করে ঝুলিয়ে মারার হুঁশিয়ারি দিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে বসিরহাটের হাড়োয়া ব্লকের তৃণমূল নেতা আবদুল খালেক মোল্লা। তাঁর এই মন্তব্য ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ভাইরাল হয়েছে ওই মন্তব্যের ভিডিওও।তবে বিতর্কিত তৃণমূল নেতার দাবি, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেন, “আমি কারও ক্ষতি করার কথা বলিনি, আমার বক্তব্য বিকৃতভাবে ছড়ানো হয়েছে।”
বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “জাতীয় নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে, আর তার ফলেই গর্তের ভেতরে থাকা সাপগুলো বেরিয়ে পড়েছে।” বিরোধী দলনেতার অভিযোগ, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই রাজ্যে বসবাসকারী অবৈধ বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তাঁর দাবি, “কার্বলিক অ্যাসিড ঢেলে দেওয়ার পর ইতিমধ্যেই ২০-২৫ শতাংশ বাংলাদেশি মুসলিম রাজ্য ছেড়ে পালিয়েছে।”
সামসেরগঞ্জে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিন কিশোরের। আরও এক কিশোর এখনও নিখোঁজ। এই ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া, তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা যায়, শিবনগর এলাকায় আন্ডারপাসটি দিন দুয়েক থেকে জল জমে বন্ধ হয়ে গিয়েছে। ফলে বাধ্য হয়েই রেললাইনের উপর দিয়েই যাতায়াত করছিলেন গ্রামবাসীরা। শনিবার দুপুরে তিন কিশোর ওই রেললাইন পার হওয়ার সময় হঠাৎ দুদিক থেকে একসঙ্গে দুটি ট্রেন চলে আসে। ফলে কিছুই বুঝে উঠতে পারেনি। মুহূর্তের মধ্যে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের, এবং এক কিশোর নিখোঁজ বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় রেল পুলিশ ও সামসেরগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে ট্রেনে ধাক্কায় তিনজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন ফরাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বেশ কয়েকদিন থেকে আন্ডারপাসটি জল জমে বন্ধ থাকায় রেললাইনের উপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এলাকাবাসীকে। ঘটনায় নতুন শিবনগর গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বঙ্গ রাজনীতির ছন্দপতন। না ফেরার দেশে বর্ষীয়ান রাজনীতিবিদ তথা ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক। বেশ কিছুদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। ভরতি ছিলেন কলকাতার এক বেসরকারি হাসপাতালে। রবিবার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে রাজ্য-রাজনীতিতে।
দীর্ঘদিন ধরে ফরাক্কা বিধানসভার প্রতিনিধি ছিলেন মইনুল হক। রাজনৈতিক জীবনে তিনি ছিলেন এলাকার পরিচিত মুখ ও জনপ্রিয় নেতা। সম্প্রতি তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতির দায়িত্ব পান। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফরাক্কা ও মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক মহলে। স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও গভীর শোক প্রকাশ করেছেন। মইনুল হক পাঁচবারের কংগ্রেস বিধায়ক ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ফরাক্কার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যখন জঙ্গিপুরে অধীর রঞ্জন চৌধুরীকে প্রার্থী করে আনেন, তখন সেই প্রচারের মূল দায়িত্বে ছিলেন মইনুল হক।
আরও পড়ুন- যাত্রী স্বার্থে ফের এক দুরন্ত তৎপরতা রেলের, অভাবনীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা
সামনেই বিধানসভা নির্বাচন তার আগে গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত ভাঙর। শওকত মোল্লাকে সরাতে এবার একজোট আরাবুল-কাইজার। প্রকাশ্যে বিদ্রোহের ঘোষণায় ভোটের আগে দলকে চাপে রাখলেন তারা।
"খুনি শওকতকে তাড়াব"। ভাঙর থেকে এবার চরম হুঁশিয়ারি আরাবুল-কাইজারের। "ওর কিছু যায় আসে না। না ওর ঘর এখানে, না ওর কোন আত্মীয় আছে এখানে। ও ভাঙরের মানুষের লাশ নিয়ে রাজনীতি করতে চাইছে এবং বিরোধীদের নামে মিথ্যা কেস দিয়ে জেলে পাঠাচ্ছে। এভাবে ভাঙর খালি করে দলকে জিতে ভাঙর উপহার দিতে চাইছে। ভাঙরের কয়েকটা চোর-চোরটা ছাড়া কেউ ওর সমর্থনে নেই।" এভাবেই শওকতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কাইজার আহমেদ।
আরও পড়ুন- ভোটের আগে ভোটার যাচাই! SIR-এ কোন কোন নথি লাগবে? জেনে নিন ঝটপট
আরও পড়ুন- SIR নিয়ে সরগরম রাজ্য! 'এবার রাস্তায় নামার সময়!', এই ভাবনায় পথে মমতা-অভিষেকরা
- Nov 02, 2025 13:30 IST
Bengali News Live Updates: পুলিশ অনুপ্রবেশকারীদের রক্ষা করছে মুখ্যমন্ত্রীর নির্দেশে, সরব সুকান্ত
দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার এলাকায় দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে বারবার লিখিত অভিযোগ দায়ের করা সত্ত্বেও পুলিশের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি— এমনই বিস্ফোরক অভিযোগ এনে তোলপাড় ফেললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, অভিযুক্ত দুই ব্যক্তির বাংলাদেশের সচিত্র পরিচয়পত্রসহ প্রামাণ্য নথি পুলিশকে জমা দেওয়ার পরও স্থানীয় থানার তরফে কোনও তদন্ত বা গ্রেফতারের মত পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশের এই নিষ্ক্রিয়তার পিছনে রাজনৈতিক প্রভাব কাজ করছে। তাঁর দাবি, রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পুলিশ কোনও অবৈধ অনুপ্রবেশকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।
তিনি অভিযোগ করেছেন, রাজ্যের প্রশাসন অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষায় সক্রিয়, অথচ প্রকৃত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অবৈধ অনুপ্রবেশকারীরা প্রিয় ভোটব্যাঙ্ক। তাই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্য পুলিশকে নীরব থাকতে বলা হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে রাজ্য পুলিশের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনও এখনো পর্যন্ত অভিযোগের সত্যতা নিয়ে মুখ খোলেনি।
দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত বংশীহারী থানায় দুইজন বাংলাদেশী অনুপ্রবেশকারীর বিরুদ্ধে বারবার লিখিত অভিযোগ পত্র দেওয়া সত্ত্বেও রাজ্য পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না!
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) November 2, 2025
অভিযোগকারী ব্যক্তি যথেষ্ট প্রামান্য নথি (অভিযুক্ত ব্যক্তিদের বাংলাদেশের সচিত্র পরিচয়পত্র) দিলেও… pic.twitter.com/mg9a7bWGys - Nov 02, 2025 12:25 IST
Bengali News Live Updates: পুলিশের বিরুদ্ধে হিন্দুদের ওপর অন্যায় নির্যাতন, ভিডিও পোস্ট করে দাবি শুভেন্দুর
জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জন শোভাযাত্রাকে কেন্দ্র করে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে সাধারণ মানুষের বচসা। লাঠি হাতে তেড়ে যেতে দেখা যাচ্ছে কোতোয়ালি থানার আইসিকে। পরিস্থিতি সামাল দিতে এক সময় পুলিশের বিরুদ্ধে লাঠিপেটার অভিযোগ। সেই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, "কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের মূহুর্তে হিন্দুদের ওপর অন্যায় নির্যাতন চালানোর সময় কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাসের মুখের ভাষা থেকেই বোঝা যায় যে হিন্দুদের কি চোখে দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন "!!!
তিনি আরও লিখেছেন, "কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোতে এ'বছর নবমীর সন্ধ্যা থেকেই বৃষ্টি উপেক্ষা করে বাঁধভাঙা জনতার ঢল কৃষ্ণনগরের বিভিন্ন মণ্ডপে জনপ্লাবনের পরিস্থিতি সৃষ্টি করে। কৃষ্ণনগরের উৎসবমুখর জনতার আবেগ দেখে পুলিশ প্রশাসনের বিসর্জনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল।
শুক্রবার সকাল থেকেই কৃষ্ণনগরে শুরু হয় বিসর্জনের উন্মাদনা। সকালে ঘট বিসর্জনের পর সন্ধ্যা থেকে শুরু হয় প্রতিমা নিরঞ্জন। ঐতিহ্যশালী সাং প্রথা ও কাঁধে করে প্রতিমা নিরঞ্জন করা দেখতে হাই স্ট্রীট চত্বর থেকে রাজবাড়ী পর্যন্ত ব্যাপক ভিড় হয়। যথারীতি পুলিশের ব্যবস্থায় খামতি ছিল যার ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।যাই হোক, মানুষের আবেগ কে সম্মান জানিয়ে তা নিয়ন্ত্রণ করা যেতো, কিন্তু মমতা পুলিশের প্রবণতা হয়ে দাঁড়িয়েছে হিন্দুদের ওপর অবাঞ্ছিত, বিবেচনাহীন ও অতিরিক্ত বল প্রয়োগ করা, বিশেষ করে হিন্দুদের পুজো, ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবের সময়। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার অমরনাথ কে. বিসর্জনের জন্যে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা ও নাগরিক সুরক্ষার আশ্বাস দিলেও পুলিশ ব্যর্থ। নিজেদের ব্যর্থতা ঢাকতে জনগণ কে লাঠি পেটা করেছে মমতা পুলিশ। অমরনাথ কে. ও অমলেন্দু বিশ্বাস দুজনেরই অদক্ষতা প্রমাণিত ও এদের রেকর্ড হলো প্রাতিষ্ঠানিক তোলাবাজি। জনগণের স্বার্থের থেকে নিজ স্বার্থ এদের কাছে অনেক বেশি অগ্রাধিকার পায়।এই ভাষায় মানুষ কে অপমান করার অধিকার এদের কে দিয়েছে"?কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের মূহুর্তে হিন্দুদের ওপর অন্যায় নির্যাতন চালানোর সময় কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাসের মুখের ভাষা থেকেই বোঝা যায় যে হিন্দুদের কি চোখে দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন !!!
— Suvendu Adhikari (@SuvenduWB) November 1, 2025
কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোতে এ'বছর নবমীর… pic.twitter.com/bozWWTwx6o - Nov 02, 2025 10:32 IST
Kolkata News Live Updates: বাংলা জুড়ে SIR -এর ঘোষণা হতেই দেশ ছাড়ার হিড়িক, আটক ৪৫ বাংলাদেশি
এস আই আর আতঙ্কে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে স্বরূপনগর থানার হাকিমপুরের তারালি সীমান্ত থেকে BSF -এর হাতে ধরা পরল ৪৫ জন বাংলাদেশী। ধৃতদের মধ্যে রয়েছে ১০ শিশুও। ১৫ জন মহিলা।
- Nov 02, 2025 10:10 IST
Kolkata News Live Updates: দিল্লিতে শ্বাস নিতে কষ্ট, ১৫টি স্থানে AQI ৪০০ ছাড়িয়ে গেছে
দিল্লিতে দূষণের মাত্রা এখনও "অত্যন্ত খারাপ" বিভাগে রয়েছে। সকাল ৭টায় বায়ু মানের সূচক (AQI) ৩৭৭ রেকর্ড করা হয়েছে। এটি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য উল্লেখযোগ্য অসুবিধার কারণ হচ্ছে। আরও উদ্বেগজনক বিষয় হল, ৩৯টি AQI পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ১৫টিতে AQI মাত্রা ৪০০-এর উপরে রেকর্ড করা হয়েছে, যা "গুরুতর" বিভাগে পড়ে।
#WATCH | Delhi: The AQI at the AIIMS and the surrounding areas is recorded at 421 in the 'Severe' category as per the CPCB. pic.twitter.com/dQYnRfR7jQ
— ANI (@ANI) November 2, 2025 - Nov 02, 2025 10:07 IST
Kolkata News Live Updates:কিং খানের জন্মদিনে মান্নাতের বাইরে ভক্তদের ভিড়
আজ, বলিউড সুপারস্টার শাহরুখ খানের ৬০তম জন্মদিন উপলক্ষে, তার বাড়ি 'মান্নাত'-এর বাইরে বিপুল সংখ্যক ভক্ত জড়ো হয়েছেন।
#WATCH | Mumbai, Maharashtra: Fans of Superstar Shah Rukh Khan gathered outside his residence 'Mannat' in large numbers.
— ANI (@ANI) November 2, 2025
Shah Rukh Khan is celebrating his 60th birthday today. pic.twitter.com/tdw8ji8rcB - Nov 02, 2025 10:05 IST
Kolkata News Live Updates: ফের বন্ধ হুগলি সেতু, চরম দুর্ভোগ
ফের রবিবার টানা ৮ঘন্টার জন্য বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু। হাওড়া সিটি পুলিশের তরফে জানানো হয়েছে, কেবল ও বিয়ারিংয়ের রক্ষণাবেক্ষণ কাজের জন্য রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। অর্থাৎ মোট আট ঘণ্টা ধরে কোনও গাড়ি চলাচল করতে পারবে না এই গুরুত্বপূর্ণ সেতুর উপর দিয়ে।
- Nov 02, 2025 10:02 IST
Bengali News Live Updates: বিমানে রয়েছে 'মানব বোমা', মাঝ আকাশে হঠাৎ হুমকি
মাঝ আকাশে 'মানব বোমা'র হুমকি! জেদ্দা-হায়দ্রাবাদ ইন্ডিগো ফ্লাইটের জরুরি অবতরণ মুম্বইয়ে। তুমুল চাঞ্চল্য।
মুম্বই বিমানবন্দরে তীব্র চাঞ্চল্য। ‘মানব বোমা’র হুমকি ইমেলকে কেন্দ্র করে ধুন্ধুমার। জেদ্দা থেকে হায়দ্রাবাদগামী ইন্ডিগো ফ্লাইটের জরুরি অবতরণ মুম্বইয়ে। শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দর জুড়ে। - Nov 02, 2025 09:10 IST
Bengali News Live Updates: বিহার নির্বাচনে মোদীর হাইভোল্টেজ প্রচার, পাটনায় রোড শো ঘিরে তুঙ্গে উন্মাদনা
বিহার বিধানসভা নির্বাচনের আগে তুঙ্গে নির্বাচনী প্রচার অভিযান। রবিবার রাজ্যে নির্বাচনী হাওয়া আরও উত্তপ্ত হতে চলেছে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএ প্রার্থীদের সমর্থনে একাধিক জেলা জুড়ে প্রচার অভিযান চালাবেন। দিন শেষে পাটনায় অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর বহু প্রতীক্ষিত রোড শো।
- Nov 02, 2025 08:37 IST
Kolkata Live News Updates: ভয়ঙ্কর প্রতারণার পর্দা ফাঁস খাস কলকাতায়
কলকাতায় চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা। সিবিআই অফিসার সেজে এক ব্যক্তি এক বৃদ্ধ দম্পতির কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা প্রতারণা করেছেন। ঘটনাটি ঘটেছে বেহালা পর্ণশ্রী এলাকায়, যেখানে সাইবার অপরাধীরা নিজেদের সিবিআই, ইডি ও অন্যান্য কেন্দ্রীয় সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে বৃদ্ধ দম্পতিকে ভয় দেখিয়ে টাকা আদায় করে। অভিযোগ, ডিজিটাল গ্রেপ্তারের হুমকি দিয়ে প্রায় দুই সপ্তাহ ধরে ওই দম্পতিকে 'মানসিকভাবে বন্দী' করে রাখে প্রতারকরা।
- Nov 02, 2025 08:25 IST
Bengal Live News Updates: ভোটের আগে চরমে TMC-এর গোষ্ঠীকোন্দল
ভোটের আগে চরমে দলের গোষ্ঠীকোন্দল। শওকত মোল্লার বিরুদ্ধে এবার তৃণমূলের ভিতরেই বিদ্বেষের বীজ দানা বাঁধতে শুরু করেছে? আরাবুল-কাইজারের 'নতুন জোটে' মিলেছে সেই ইঙ্গিতই। প্রকাশ্য সংবাদ সম্মেলনে ভাঙড় থেকে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে উৎখাতের ডাক আরাবুল-কাইজারের। আর তাই নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। এক সময় কাইজার ও আরাবুলের মধ্যে ছিল সাপে-নেউলের সম্পর্কে। দুই গোষ্ঠীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে ছিল দ্বন্দ্ব। এখন পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করেছে। ২৬-এর ভোটে দুজনের লক্ষ্য শওকত মোল্লাকে ভাঙর থেকে সরানো।
- Nov 02, 2025 08:12 IST
Bengal Live News Updates: ফের SIR আতঙ্কে মৃত্যুর ভয়ঙ্কর অভিযোগ
এসআইআর (Special Intensive Revision) নিয়ে যখন উত্তপ্ত বঙ্গের রাজনীতি, ঠিক তখনই নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এল পূর্ব বর্ধমানের পরিযায়ী শ্রমিক বিমল সাঁতরার মৃত্যু। তামিলনাড়ুতে কর্মরত অবস্থায় তাঁর অস্বাভাবিক মৃত্যুর খবর ছড়াতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র তরজা। তৃণমূল নেতাদের অভিযোগ—এসআইআর আতঙ্কেই মৃত্যু হয়েছে বিমলের। তবে সিপিএম ও বিজেপি এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us