/indian-express-bangla/media/media_files/2025/04/29/2rpSbKQRDTpRAGOoZhwr.jpg)
পহেলগাঁও কাণ্ডের সাতদিন পার! ক্ষোভে ফুঁসছে দেশবাসী, মোদীকে বিশেষ চিঠি রাহুলের
Pahalgam terror attack: পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় সংসদে বিশেষ অধিবেশনের আহ্বান জানিয়ে মোদীকে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। গত মঙ্গলবার পহেলগাঁওয়ে হামলার পর পর কেটে গিয়েছে সাতদিন। এখনও অধরা জঙ্গিরা। উপত্যকা জুড়ে জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি।
কীভাবে দেখবেন উচ্চমাধ্যমিকের ফল? মার্কশিট ও শংসাপত্রই বা মিলবে কবে থেকে?
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে আরজেডি এবং ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধের একদিন পর সংসদের উভয় কক্ষের বিরোধী দলনেতারা (এলওপি) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ অধিবেশন আহ্বানের জন্য চিঠি লিখেছেন।
My letter to PM Modi requesting a special session of both houses of Parliament to be convened at the earliest.
— Rahul Gandhi (@RahulGandhi) April 29, 2025
At this critical time, India must show that we always stand together against terrorism. pic.twitter.com/7AIXGqBqTl
মঙ্গলবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখে বলেন, "বিরোধীরা বিশ্বাস করে যে সংসদের উভয় কক্ষের একটি বিশেষ অধিবেশন ডাকা উচিত, যেখানে জনগণের প্রতিনিধিরা তাদের ঐক্য এবং দৃঢ়তা প্রদর্শন করতে পারেন"। তিনি আরও লিখেছেন, "পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনা প্রতিটি ভারতীয়কে আঘাত করেছে। এই সংকটময় সময়ে, ভারতকে দেখাতে হবে যে আমরা সর্বদা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসাথে রয়েছি। আমরা অনুরোধ করছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের একটি বিশেষ অধিবেশন ডাকা হোক,"।
My letter to @PMOIndia, Shri @narendramodi, on convening a special session of both houses of the Parliament at the earliest.
— Mallikarjun Kharge (@kharge) April 29, 2025
“At this moment, when unity and solidarity is essential, Opposition believes that it is important to convene a special session of both houses of… pic.twitter.com/DPsGhAPJhr
উল্লেখ্য বৈসরান ভ্যালিতে নিরীহ পর্যটকদের উপর হামলায় ২৬ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এরপর থেকে যৌথ বাহিনী পাহেলগাঁওয়ের আশেপাশের জঙ্গলে জঙ্গিদের ধরতে অভিযান চালাচ্ছে।