Lord Canning House: 'লর্ড ক্যানিং হাউস', ব্রিটিশ আমলের ঐতিহাসিক ভবন ঘিরে নানা কাহিনী আজও চর্চায়!

British colonial architecture: ব্রিটিশ আমলে তৈরি এই স্থাপনা ঘিরে আজও এলাকায় নানা কথা লোকে মুখে ঘোরে ফেরে।

British colonial architecture: ব্রিটিশ আমলে তৈরি এই স্থাপনা ঘিরে আজও এলাকায় নানা কথা লোকে মুখে ঘোরে ফেরে।

author-image
Nilotpal Sil
New Update
Lord Canning House,  Canning South 24 Parganas  ,British colonial architecture,  Port Canning project  ,Canning heritage site  ,West Bengal Heritage Commission,  Lord Canning's residence,  Canning House restoration,  Historical buildings in Bengal,  Canning railway station  ,Sunderbans heritage sites  ,Canning House museum proposal,  Canning House heritage hotel  ,Canning House restoration plan  ,Canning House history,লর্ড ক্যানিং হাউস  ,ক্যানিং দক্ষিণ ২৪ পরগনা,  ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্য,  পোর্ট ক্যানিং প্রকল্প,  ক্যানিং ঐতিহ্যবাহী স্থান , পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন,  লর্ড ক্যানিংয়ের বাসভবন  ,ক্যানিং হাউস সংস্কার  ,বঙ্গের ঐতিহাসিক ভবন,  ক্যানিং রেলস্টেশন  ,সুন্দরবনের ঐতিহ্যবাহী স্থান  ,ক্যানিং হাউস যাদুঘর প্রস্তাব  ,ক্যানিং হাউস হেরিটেজ হোটেল  ,ক্যানিং হাউস সংস্কার পরিকল্পনা  ,ক্যানিং হাউস ইতিহাস

Lord Canning House:দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ে সেই 'লর্ড ক্যানিং হাউস'।

West Bengal Heritage Commission: ব্রিটিশ আমলে লর্ড ক্যানিং ছিলেন ভারতের গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম ভাইসরয়। তিনি ভারতের প্রথম ভাইসরয় হিসেবে ১৮৫৮ থেকে ১৮৬২ সাল পর্যন্ত দায়িত্বভার পালন করেছিলেন। দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ে রয়েছে এই লর্ড ক্যানিংয়ের নামাঙ্কিত বাড়ি। স্থানীয়ভাবে বহু পুরনো এই বাড়িটি “লর্ড ক্যানিং হাউস” নামেই পরিচিত। 

Advertisment

তবে বর্তমানে বাড়িটি একেবারে ভগ্নদশাপ্রাপ্ত। ভূতাত্ত্বিক ও নথিপত্র অনুসন্ধান থেকে উঠে এসেছে, এই ভবনটি হয়তো ক্যানিং বন্দরের অফিস হিসেবে ব্যবহৃত হয়েছিল। তৎকালীন ব্রিটিশ শাসক এই ক্যানিংয়েই “Port Canning” নামে এই প্রকল্প তৈরি করেছিল বলে জানা যায়। তবে এই ব্যাপারে স্পষ্ট কোনও প্রমাণ নেই যে লর্ড ক্যানিং নিজে কোনওদিন এখানে বসবাস করেছিলেন কিনা।

আরও পড়ুন- Chingrikhali Fort:ডায়মন্ড হারবারের পুরনো কেল্লা, নদীগর্ভে বিলীন হতে চলা ঐতিহাসিক দুর্গের নেপথ্যে রহস্যে ঘেরা কাহিনী

Advertisment

এই ভবনটি দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং রেলস্টেশন থেকে প্রায় ২ কিলোমিটার দূরে অবস্থিত। এটি ছিল দুই তলা বিশিষ্ট একটি ইটের নির্মাণ। যেখানে ২২টি ঘর ছিল। নানা তথ্য থেকে জানা গিয়েছে বন্দরের প্রশাসনিক কাজের জন্য এই ভবনটি তৈরি করেছিল তৎকালীন ব্রিটিশ সরকার। ১৮৭১-৭২ সালের দিকে এটি বন্ধ করে দেওয়া হয় ও এখান থেকে সরকারি কার্যক্রম সরিয়ে নেওয়া হয়।

এই ভবনটি এখন ভগ্নপ্রায় দশায় রয়েছে। অনেক অংশে দেওয়াল ধসে পড়েছে, ছাদ ও কাঠামোগত দুর্বলতা স্পষ্ট। ভবনের সামনের বোর্ডগুলোতে ইংরেজি ও বাংলা ভাষায় ঐতিহাসিক ব্যাখ্যা দেওয়া আছে, পরিকল্পনা রয়েছে ভবনটি সংস্কার ও পুনরুদ্ধার করারও। এই ভবন বর্তমানে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের অধীনে সুরক্ষাধীন। 

আরও পড়ুন- 'SIR হলে ১ কোটি ২০ লক্ষ নাম বাদ', দাবি শান্তনুর, 'ক্ষতি মতুয়া উদ্বাস্তুদেরই' পাল্টা মমতাবালার

২০২১ সালে হেরিটেজ কমিটি একটি বৈঠকে সাকারিনা থিয়েটার ও ক্যানিং হাউস উভয়ই সংস্কারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে এবং ক্যানিং হাউস পরিকল্পনাকারীকে একটি “পরিকল্পনা প্রস্তাব” জমা দিতে বলা হয়েছিল। 

ক্যানিংয়ের এই লর্ড ক্যানিং হাউস, যদিও এখন ধ্বংসপ্রবণ, কিন্তু এটি ব্রিটিশ যুগ ও “Port Canning” প্রকল্পের একমাত্র দৃশ্যমান স্মারক। ইতিহাস ও নথি অনুসন্ধানে এটি একটি গুরুত্বপূর্ণ সাক্ষর।

Bengali News Today heritage South 24 Pgs Lord Canning House