'SIR হলে ১ কোটি ২০ লক্ষ নাম বাদ', দাবি শান্তনুর, 'ক্ষতি মতুয়া উদ্বাস্তুদেরই' পাল্টা মমতাবালার

SIR-illegal voters: পশ্চিমবঙ্গেও SIR বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে চর্চা বাড়ছে।

SIR-illegal voters: পশ্চিমবঙ্গেও SIR বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে চর্চা বাড়ছে।

author-image
Utsab Mondal
New Update
SIR  ,voter list  ,illegal voters,  Rohingya voters,  phantom voters,  Shantanu Thakur,  Mamata Thakur  ,clean voter list,  citizenship & voting,  vote rights  ,West Bengal election,  electoral controversy,  citizenship claim,SIR,  ভোটার তালিকা  ,অবৈধ ভোটার,  রোহিঙ্গা,  মতুয়া উদবাস্তু,  শান্তনু ঠাকুর,  মমতা ঠাকুর,  স্বচ্ছ ভোট  ,নাগরিকত্ব  ,পশ্চিমবঙ্গ ভোট

Shantanu Thakur & Mamatabala Thakur: শান্তনু ঠাকুর ও মমতাবালা ঠাকুর।

SIR: উত্তর ২৪ পরগনার গাইঘাটার পাঁচপোতায় দলের বিজয়া সম্মালনী অনুষ্ঠানে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তবে শান্তনু ঠাকুরকেও জবাব দিয়েছেন ঠাকুরবাড়ির আর এক সদস্যা তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। তাঁর মতে, SIR-এ সবচেয়ে ক্ষতির মুখে পড়বেন মতুয়া উদ্বাস্তুরাই।

Advertisment

গতকাল দলের বিজয়া সম্মীলনীতে বক্তব্য রাখতে গিয়ে বনগাঁর BJP সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, "এস আই আর যদি বাস্তবে কার্যকরী হয় তাহলে এই সরকারের কোনও নিস্তার নেই। এস আই আর-এ কমপক্ষে ১ থেকে ১ কোটি ২০ লক্ষ মানুষ যারা অবৈধভাবে ভোটার হয়ে পশ্চিমবঙ্গের মাটিতে বসে আছে তারা বাদ যাবে। সেখানে রোহিঙ্গা, অনুপ্রবেশকারী এবং ভূতুড়ে ভোটাররা কোনওভাবে পশ্চিমবঙ্গে ভোট দিতে পারবে না। সাধারণ মানুষ যারা পরিবর্তন চায়, যারা বাংলায় শিল্প আনতে চায়, বাংলায় শিক্ষা আনতে চায়, বাংলায় যারা স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি আনতে চায় তারা ভোট দিতে পারবে। তাদের ভোটে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে সরকার গঠন করবে।"  

আরও পড়ুন- West Bengal News Live Updates: প্রাথমিকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ, কলকাতা হাইকোর্টের মামলা দায়ের

Advertisment

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর আরও বলেন, "স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে। আমরা দেখতে চাই কত রোহিঙ্গা ভোটার বাদ যায়, কত বাংলাদেশি ভোটার বাদ যায়, কত ভূতুড়ে ভোটার এবং শরণার্থী ভোটার বাদ যায়। একই সঙ্গে তার সংযোজন, শরণার্থীরা বাংলাদেশে পুশব্যাক হবে না। সিটিজেনশিপ পেলে তারা আবার ভোটার হয়ে যাবে।" 

আরও পড়ুন- হাসপাতাল থেকে ছাড়া পেয়েই হুঙ্কার, কী বললেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ?

এই বিষয়ে তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, "এস আই আর এ সব থেকে বেশি ক্ষতি হবে মতুয়া উদবাস্তুদের। বিজেপিতে যারা ভোট দেয় তাদের নাম বাদ যাবে। তাতে তৃণমূল কোন ক্ষতি হবে না। বরং আসন বাড়বে।"
 তাঁর কথায়, "রাজ্য বিজেপি নেতৃত্ব এবং স্বরাষ্ট্রমন্ত্রী বসে ঠিক করুক তারা কী চায়। এরা মানুষকে বিভ্রান্ত করে রেখেছে।"

bjp Matua Mamatabala thakur Shantanu SIR