/indian-express-bangla/media/media_files/2024/11/10/pih5HkJ5txXbBnTQAPNQ.jpg)
ভয়াবহ বিস্ফোরণ! মুহূর্তে গুঁড়িয়ে গেল আস্ত ভবন, বুক কাঁপানো মৃত্যু
Lucknow Firecracker Factory Explosion: লখনউতে আতশ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ২ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন বলেই খবর। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যে বিস্ফোরণের শব্দ ১ কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়, যার ফলে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।
'দুর্নীতির ৮০ শতাংশ টাকা গিয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে', বোমা ফাটালেন শুভেন্দু, উত্তাল রাজ্য-রাজনীতি
রবিবার ( ৩১ আগস্ট) সকালে উত্তর প্রদেশের রাজধানী লখনউতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল দুজনের। অনেকে গুরুতর আহত অবস্থায় হাপাতালের ভরতি রয়েছেন বলেই খবর। দুর্ঘটনার বিষয়ে লখনউয়ের ডিএম বিশাখ জি বলেন, "পুলিশ, এসডিআরএফ দল ঘটনাস্থলে পৌঁছেছে। বিস্ফোরণের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। পাঁচজন আহত হয়েছেন। ঠিক কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ"।
মাঝ আকাশে ভয়ঙ্কর কাণ্ড! দিল্লি বিমানবন্দরে হুলস্থূল, চূড়ান্ত চাঞ্চল্য
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে ভবনটিতে বিস্ফোরণ ঘটেছে সেটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং আশেপাশের ভবনগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এদিকে মর্মান্তিক দুর্ঘটনায়, শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি তিনি কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধার অভিযানের কাজ ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন।