Lucknow Road Accident: সেতু থেকে পড়ে গেল যাত্রী বোঝাই বাস, মৃত্যুমিছিলে হাহাকার, কান্নার রোল, বুক ফাটা আর্তনাদ

আহত হয়েছেন ডজনখানেক মানুষ। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আহত হয়েছেন ডজনখানেক মানুষ। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

author-image
IE Bangla Web Desk
New Update
লখনউ, Lucknow, সড়ক দুর্ঘটনা, Road accident, কাকোরি, Kakori, রোডওয়েজ বাস, Roadways bus, ট্যাঙ্কারের সাথে সংঘর্ষ, Collision with tanker, খাদে পড়ে, Fell into ditch, নিহত, Dead, আহত, Injured, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, CM Yogi Adityanath, উদ্ধারকাজ, Rescue operation, হাসপাতাল, Hospital, ট্রমা সেন্টার, Trauma center

কান্নার রোল, আর্তনাদ, মৃত একাধিক

উত্তরপ্রদেশের লখনউয়ে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা। কাকোরি এলাকায় এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। আহত হয়েছেন ডজনখানেক মানুষ। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisment

আরও পড়ুন-'মা দুর্গার মূর্তির পায়ের নিচে প্রধানমন্ত্রীর ছবি রাখুন', দিল্লির মুখ্যমন্ত্রীর নিদানের সমালোচনায় মহুয়া

স্থানীয় সূত্রে খবর, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্যাঙ্কারকে পাশ কাটাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে পড়ে যায়। এই সময় বেশ কয়েকজন বাইক আরোহীও মারাত্মক আহত হয়েছেন বলে খবর।  দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে পাশাপাশি   ১২ জনেরও বেশি আহত হয়েছেন। পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

Advertisment

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি তৎক্ষণাৎ জেলা প্রশাসন ও পুলিশকে দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজ পরিচালনার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি দ্রুত আরোগ্য কামনা করেছেন।

দুর্ঘটনার খবর পেয়ে লখনউয়ের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকও ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধারকাজ তদারকি করেন। জানা গিয়েছে বাসটিতে মোট ৫৪ জন যাত্রী ছিলেন।  গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। এই ভয়াবহ দুর্ঘটনা লখনউ ও আশেপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আরও পড়ুন- পদত্যাগের ৫৩ দিন পর প্রকাশ্যে জগদীপ ধনখড়, বিশেষ এই অনুষ্ঠানে প্রাক্তন উপরাষ্ট্রপতি

Lucknow Road Accident