Durga Puja 2025:'মা দুর্গার মূর্তির পায়ের নিচে প্রধানমন্ত্রীর ছবি রাখুন', দিল্লির মুখ্যমন্ত্রীর নিদানের সমালোচনায় মহুয়া

Rekha Gupta-Mahua Moitra: এবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে কড়া ভাষায় আক্রমণ শানালেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

Rekha Gupta-Mahua Moitra: এবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে কড়া ভাষায় আক্রমণ শানালেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

author-image
IE Bangla Web Desk
New Update
Mahua Moitra criticizes Election Commission,  Mahua Moitra EC SIR petition  ,Mahua Moitra electoral roll challenge  ,EC discriminatory roll revision  ,Election Commission Bengal warning,মহুয়া মৈত্র নির্বাচন কমিশন সমালোচনা,  মহুয়া মৈত্র SIR চ্যালেঞ্জ  ,নির্বাচন কমিশনের ভোটার তালিকা বিতর্ক,  নাগরিকত্ব প্রমাণ ভোটার বাধ্যবাধকতা,  পশ্চিমবঙ্গে ইসি নির্দেশ বাতিল আবেদন

Mahua Moitra: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

এবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে একহাত তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রের। দুর্গাপুজোর মণ্ডপে মণ্ডপে দেবীমূর্তির পায়ের নিচে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি রাখার নিদান দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এই বিষয়টি নিয়েই দিল্লির BJP শাসিত সরকারের মুখ্যমন্ত্রীর রেখা গুপ্তকে তুলোধোনা মহুয়ার।

Advertisment

এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, "একটি পিআর কোম্পানি ভাড়া করো, যত খুশি প্রধানমন্ত্রীর ছবি আপলোড করো@gupta_rekha। বিনামূল্যে বিদ্যুতের লোভ দেখিয়ে মা দুর্গার পূজা মণ্ডপে মোদীর প্রচারের জন্য জায়গা কেনার চেষ্টা করো না। বাঙালির গর্ব বিক্রির জন্য নয়, ম্যাডাম সিএম।"

আরও পড়ুন- West Bengal News Live Updates:খাস কলকাতার বুকে বন্দুক উঁচিয়ে দুষ্কৃতী দৌরাত্ম্য! চলল গুলি, গ্রেফতার ৩

Advertisment

উল্লেখ্য, সম্প্রতি রাজধানী দিল্লিতে শতাধিক পুজো কমিটি এবং রামলীলার অনুষ্ঠানের আয়োজকদের নিয়ে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। বিভিন্ন পুজো কমিটির তোলা নানা দাবি-দাওয়া মেটানোরও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সামনেই আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন।

আরও পড়ুন-Durga Puja 2025: লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানেই মহামায়ার আরাধনা! মহিলাদের এই দুর্গাপুজো এবার পড়ল তিন বছরে

পুজো কমিটি ও রামলীলা অনুষ্ঠান আয়োজকদের সঙ্গে বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত সেবা-পক্ষ কর্মসূচি চালানো হবে। রাজধানী দিল্লি জুড়ে নানা রকম সেবামূলক কাজ করবে তাঁর সরকার।

এরপরেই মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলোকে আবেদন জানিয়ে বলেন, "প্রত্যেকটি মণ্ডপে মায়ের মূর্তির পায়ের কাছে প্রধানমন্ত্রীর ছবি রাখুন। এতে মায়ের আশীর্বাদ পেয়ে তিনি দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে পারেন।" এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী এহেন নিদান বা আবেদন নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

আরও পড়ুন-JU student mysterious death:ফের শিরোনামে যাদবপুর, বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যময় মৃত্যু! পুকুরে মিলল দেহ

modi Durga Puja Rekha Gupta Mahua Moitra