/indian-express-bangla/media/media_files/2025/07/28/ludhiana-naina-devi-pickup-accident-4-dead-3-missing-khanna-2025-2025-07-28-11-32-28.jpg)
বুক কাঁপানো দুর্ঘটনায় মৃত্যুমিছিল
Ludhiana Accident: ভয়াবহ দুর্ঘটনা, নৈনা দেবী থেকে ফেরার পথে ভক্তদের 'পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে ২ শিশুসহ ৪ জনের মৃত্যু হয়। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন- আচমকা বিদ্যুতের তার ছিঁড়ে পড়ল পুন্যার্থীদের ভিড়ে, উত্তর প্রদেশের মন্দিরে মর্মান্তিক মৃত্যু, হাহাকার!
লুধিয়ানায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। নৈনা দেবী থেকে তীর্থযাত্রা শেষ করে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ২ শিশু সহ ৪ জনের। রবিবার গভীর রাতে একটি মাহিন্দ্রা পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে পিকআপ ভ্যানটিকে ২৪-২৬ জন পূণ্যার্থী ছিলেন। দুর্ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে, এবং এখনও পর্যন্ত ৩ জন নিখোঁজ রয়েছেন বলে খবর।
পুলিশ সূত্রে খবর, তীর্থযাত্রীদের নিয়ে পিক আপ ভ্যানটি হিমাচল প্রদেশের মাতা নয়না দেবী মন্দির থেকে লুধিয়ানায় ফেরার পথেএকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে চালক ভারসাম্য হারিয়ে সোজা খালে গিয়ে পড়ে। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় রাতভর উদ্ধার অভিযান চলে। এখন পর্যন্ত ২২ জনকে উদ্ধার করা হয়েছে,৩ জন নিখোঁজ, আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন- বিহারের মতো পশ্চিমবঙ্গেও SIR চান শুভেন্দু, এবার তুললেন মারাত্মক অভিযোগ!
নিহতদের মধ্যে রয়েছেন জারনাইল সিং (৫২), মনজিৎ কৌর (৫৮), সুখমান কৌর (দেড় বছর), আকাশদীপ সিং (৮ বছর)। চারজনই লুধিয়ানার মানকওয়াল গ্রামের বাসিন্দা। রাত ২টা নাগাদ তাদের মৃতদেহ লুধিয়ানা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ডিএসপি পায়েল হেমন্ত মালহোত্রা জানিয়েছেন, “খান্নার কাছে প্রায় ২০ জন ভক্তকে নিয়ে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। আমরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালাচ্ছি। এখন পর্যন্ত এক মহিলা ও দুই শিশুর দেহ উদ্ধার করা হয়েছে। তিনজন এখনও নিখোঁজ।”