RSS Mohan Bhagwat: 'সোনার পাখি' নয়, 'সিংহ' হতে হবে, বিশ্ব কেবল 'ক্ষমতা' বোঝে', গর্জে উঠলেন সংঘ প্রধান মোহন ভাগবত

RSS Mohan Bhagwat: তিনি বলেন, ভারতীয় শিক্ষার মূল ভিত্তি হল ত্যাগ ও মানবতার জন্য বেঁচে থাকা। “বিশ্ব কেবল আদর্শকে নয়, শক্তিকেও সম্মান করে”—এই বার্তা দিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবত রবিবার এক জাতীয় শিক্ষা সম্মেলনে বলেন, “ভারতকে অতীতের সোনার পাখি হয়ে নয়, ভবিষ্যতের সিংহ হয়ে উঠতে হবে”।

RSS Mohan Bhagwat: তিনি বলেন, ভারতীয় শিক্ষার মূল ভিত্তি হল ত্যাগ ও মানবতার জন্য বেঁচে থাকা। “বিশ্ব কেবল আদর্শকে নয়, শক্তিকেও সম্মান করে”—এই বার্তা দিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবত রবিবার এক জাতীয় শিক্ষা সম্মেলনে বলেন, “ভারতকে অতীতের সোনার পাখি হয়ে নয়, ভবিষ্যতের সিংহ হয়ে উঠতে হবে”।

author-image
IE Bangla Web Desk
New Update
মোহন ভাগবতের বক্তব্য, আরএসএস শিক্ষা সম্মেলন, ভারতীয়তা, শিক্ষার উদ্দেশ্য, ভারত সিংহ হোক, ভারত বনাম ইন্ডিয়া, RSS Mohan Bhagwat, Gyan Sabha 2025, স্বাবলম্বী শিক্ষা, ভারতের জাতীয় পরিচয়

মোহন ভাগবত

RSS Mohan Bhagwat: “বিশ্ব কেবল আদর্শ নয়, ক্ষমতাকেও সম্মান করে। তাই ভারতকে শক্তিশালী হতে হবে”—রবিবার এক শিক্ষাসভায় এমনই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তাঁর মতে, ভারতকে অতীতের সোনার পাখি হয়ে নয়, ভবিষ্যতের সিংহ হয়ে উঠতে হবে।

Advertisment

আরও পড়ুন-বিহারের মতো পশ্চিমবঙ্গেও SIR চান শুভেন্দু, এবার তুললেন মারাত্মক অভিযোগ!

কোচিতে 'জ্ঞানসভা' নামে জাতীয় শিক্ষা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ভাগবত বলেন, “শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি নয়। শিক্ষা এমন হওয়া উচিত, যা একজন মানুষকে আত্মনির্ভর করে তোলে, যাতে সে যে কোনও পরিস্থিতিতে নিজের মতো করে টিকে থাকতে পারে।”

Advertisment

আরএসএস প্রধান বলেন, “যদি আপনি নিজের জাতীয় পরিচয় হারান, তাহলে আপনার যত গুণই থাকুক না কেন, এই পৃথিবীতে আপনি কখনও সম্মান ও সুরক্ষা পাবেন না। এটাই মৌলিক নিয়ম।”

আরও পড়ুন- আজও ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়, সকালেই আঁধারে ডুবল কলকাতা!

একটি উদাহরণ টেনে তিনি বলেন, “সার্কাসে হাতি ফুটবল খেলে, বানর সাইকেল চালায়। আমরা টাকা দিয়ে টিকিট কেটে তাদের দেখি। কিন্তু আমরা তাদের সম্মান করি না। কারণ তারা তাদের আসল পরিচয় হারিয়েছে। জঙ্গলের সিংহকেও আমরা সম্মান করি, কিন্তু সার্কাসে নয়।”

ভারতীয় শিক্ষার মূল দর্শন: ত্যাগ ও মানবতার জন্য বাঁচা

মোহন ভাগবতের কথায়,“ভারতীয় প্রাচীন শিক্ষা ব্যবস্থা মানুষকে ত্যাগ স্বীকার ও অন্যের জন্য বাঁচতে শেখায়। আজকের শিক্ষায় যদি স্বার্থপরতা থাকে, তবে তা শিক্ষা নয়।”তিনি বলেন, শিক্ষা এমন হওয়া উচিত যা সমাজের উপকারে আসে। শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত স্বাবলম্বিতা ও মূল্যবোধে সমৃদ্ধ হওয়া।

আরও পড়ুন- বিহারের মতো পশ্চিমবঙ্গেও SIR চান শুভেন্দু, এবার তুললেন মারাত্মক অভিযোগ!

বিশ্বগুরু ভারত’ কখনও যুদ্ধের কারণ হবে না

ভারতের ইতিহাস ও বৈদেশিক নীতি প্রসঙ্গে মোহন ভাগবত বলেন,“ভারত কখনও কারও এলাকা দখল করেনি, কখনও কারও শাসন ছিনিয়ে নেয়নি। বরং ভারত মেক্সিকো থেকে সাইবেরিয়া পর্যন্ত সভ্যতা, সংস্কৃতি ও মানবিকতা ছড়িয়ে দিয়েছে।” তিনি আরও বলেন, “বিকশিত ভারত বা বিশ্বগুরু ভারত কখনও যুদ্ধের কারণ হবে না, শোষণ করবে না। বরং শিক্ষা, শান্তি ও সংস্কৃতির মাধ্যমে পৃথিবীকে পথ দেখাবে।”

আরও পড়ুন- BJP শাসিত রাজ্যে হেনস্থার মুখে বাঙালিরা, প্রতিবাদে আজ 'ভাষা আন্দোলনের' সূচনায় মমতা

RSS Mohan Bhagwat