/indian-express-bangla/media/media_files/2025/08/19/blast-2025-08-19-19-35-18.jpg)
IED bomb blast: বিস্ফোরণস্থল ঘিরে রেখেছে পুলিশ।
রবিবার মধ্যরাতে মধ্যমগ্রামে এক ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে একাধিক জল্পনা তৈরি হয়। সচ্চিদানন্দ মিশ্র নামের এক যুবক যিনি উত্তরপ্রদেশের বাসিন্দা, হঠাৎই রবিবার রাতে আইইডি নিয়ে হাজির হয় মধ্যমগ্রামে এবং সেই বোমারই বিস্ফোরণের জেরে আহত হয় সেই যুবক। মধ্যমগ্রাম হাই স্কুলের পাশে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় সচ্চিদানন্দকে। তাঁকে ভর্তি করা হয় বারাসাত জেলা হাসপাতালে। সোমবার সকালে হাসপাতালে মৃত্যু হয় তার।
সেই ঘটনায় পুলিশ তদন্তে নামলে জানা যায়, সোশ্যাল মিডিয়ায় এক মহিলার সঙ্গে ওই যুবকের প্রেমের সম্পর্ক তৈরি হয়। ওই মহিলা ছিলেন মধ্যমগ্রামের বাসিন্দা ও বিবাহিত। প্রেমিকার জন্য বারবার ওই যুবক ছুটে আসতেন মধ্যমগ্রামে।
এছাড়াও পুলিশ জানায়, ওই প্রেমিকার স্বামীকে খুন করতেই নাকি বোমা নিয়ে মধ্যমগ্রামে হাজির হয়েছিলেন ওই যুবক। হাসপাতালে মৃত্যুর আগে সেই যুবক স্বীকার করেছেন তিনি ব্যাগে করে বোমা এনেছিলেন এবং সেই বোমা তিনি নিজেই বানিয়েছিলেন। উক্ত মহিলা ও তার স্বামীকে আটক করে এসটিএফ-এর টিম জিজ্ঞাসাবাদ করছে।
আরও পড়ুন- West Bengal News Live Updates:স্কুটি চালানো শিখতে গিয়ে নিখোঁজ, শেষমেশ খালে মিলল তরুণ-তরুণীর দেহ
জানা গিয়েছে সচ্চিদানন্দের জন্য তার স্বামীর সঙ্গে বারবার মনোমালিন্য হয় সেই মহিলার। পুলিশের অনুমান, নিজের প্রেমিকার 'অপমান', 'অত্যাচার' সহ্য করতে না পেরেই তার স্বামীকে খুন করার প্ল্যান নিয়ে মধ্যমগ্রামে চলে আসেন সচ্চিদানন্দ। এছাড়াও আন্দাজ করা হচ্ছে সেই মহিলাও সাহায্য করেছেন এই যুবককে।
আইটিআই-তে পড়াশোনা করে সচ্চিদানন্দ নিজেই বানিয়েছিলেন ওই বিস্ফোরক। পুলিশ জানায়, একটি পেনের মতন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে তিনি বিস্ফোরকটি বানান কিন্তু ভুল বাটনে চাপ দিতেই ঘটে যায় অঘটন। বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায় যুবক।
এর আগেও চলতি বছরের গত এপ্রিল মাসে এসে বেশ কিছুদিন মধ্যমগ্রামে থেকে গেছেন ওই যুবক। জানা যায় মহিলার স্বামী যখনই কাজের জন্য বাইরে যেতেন তখনই মধ্যমগ্রামে এসে থাকতেন যুবক। রবিবার রাতেই মহিলার স্বামীকে শেষ করে দেওয়ার প্ল্যান ছিল তার। কিন্তু শেষ পর্যন্ত নিজের ফাঁদে নিজেরই মৃত্যু হল সচ্চিদানন্দের।
ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মধ্যমগ্রাম চৌমাথায় ব্যাপক বিক্ষোভ হয়। আইইডি বিস্ফোরণে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে BJP যুব মোর্চা যশোর রোডের মধ্যমগ্রাম চৌমাথা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়।
দু'দিন পর কলকাতায় মেট্রো উদ্বোধন সহ প্রশাসনিক সভায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তার আগে মধ্যমগ্রামের আইইডি বিস্ফোরণের এই ঘটনা এখন জোরদার চর্চায়। এই ঘটনার প্রতিবাদের পাশাপাশি পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ জানিয়ে পথে নেমেছেন বিজেপি যুব মোর্চার দল। এদিন টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ কর্মসূচি। মধ্যমগ্রাম চৌমাথায় সৃষ্টি হয় যানজট।