/indian-express-bangla/media/media_files/2025/02/11/ADGdnQTw6D9D6Xv8m2E2.jpg)
Madhyamik Exam 2025: ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা।
Madhyamik Exam 2025:মাধ্যমিক (Madhyamik) পরীক্ষার প্রথম দিনের প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে পুলিশের দারস্থ হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করে দিয়েছে বিধান নগর কমিশনারেট এবং কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। গতকাল অর্থাৎ সোমবার থেকে শুরু হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষা চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। মাধ্যমিকের প্রথম পরীক্ষার আগেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে বলে তুমুল বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে পরীক্ষা শুরুর আগে রীতিমতো বিতর্কও তৈরি হয়।
অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে বিতর্ক বাড়তেই সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা ওই প্রশ্নপত্র খতিয়ে দেখে পর্ষদ। পর্ষদের দাবি, সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা ওই প্রশ্নপত্র গত বছরের। শুধুমাত্র বিভ্রান্তি ছড়াতেই এই কাজ করা হয়েছে বলে দাবি মধ্যশিক্ষা পর্ষদের।
এই ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে এবার পুলিশের দারস্থ হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বিধান নগর কমিশনারেটের পাশাপাশি কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগও অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে দিয়েছে। যদিও এখনও পর্যন্ত এই বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে কাউকেই গ্রেফতার করা যায়নি।
উল্লেখ্য, গতকাল অর্থাৎ ১০ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। গতকাল ১০ তারিখ ছিল মাধ্যমিকের বাংলা পরীক্ষা, ১১ ফেব্রুয়ারি ইংরেজি, ১৫ ফেব্রুয়ারি হবে অংক পরীক্ষা, আগামী ১৭ ফেব্রুয়ারি মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা, ১৮ তারিখ ভূগোল, ১৯ তারিখ জীবন বিজ্ঞান, ২০ ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান এবং সবশেষে আগামী ২২ ফেব্রুয়ারি মাধ্যমিকের ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। এবছরের মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।
মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে একগুচ্ছ পদক্ষেপ করেছে রাজ্য প্রশাসন। মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা সংক্রান্ত যে কোনও সমস্যায় পড়লে হেল্পলাইন নম্বরে ফোন করে সাহায্য চাইতে পারবেন। মাধ্যমিক পরীক্ষার জন্য আলাদা করে কন্ট্রোল রুম খুলেছে প্রশাসন। ২৪ ঘন্টা কার্যকর থাকবে সেই কন্ট্রোলরুম থেকে।
কন্ট্রোলরুমের ফোন নম্বরগুলি হল, ০৩৩-২৩২১ ৩৮১৩, ০৩৩-২৫৩৯২২৭৭। এছাড়াও কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বরেও যোগাযোগ করা যাবে, সেই নম্বর হল-৯৪৩২৬১০০৩৯।
আরও পডুন-Madhyamik Exam 2025: আজ থেকে শুরু এই বছরের মাধ্যমিক, পরীক্ষার্থীদের সুবিধার্থে যুগান্তকারী পদক্ষেপ