WBBSE West Bengal Board Class 10th Result 2025 Date, Time: কবে প্রকাশিত হবে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল? চূড়ান্ত দিনক্ষণ অবশেষে জানিয়েই দিল মধ্যশিক্ষা পর্ষদ।
জীবনের প্রথম বড় পরীক্ষার ফলাফল কবে তা নিয়ে দুশ্চিন্তায় লক্ষ লক্ষ পরীক্ষার্থী। অবশেষে সকলকে স্বস্তি দিয়ে মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড়সড় আপডেট দিল মধ্যশিক্ষা পর্ষদ।
পর্ষদের তরফে জানানো হয়েছে, চলতি বছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik 2025) ২ মে সকাল ৯ টায় প্রকাশিত হবে। ওই দিনই পরীক্ষার্থীরা অনলাইনে প্রকাশিত ফলাফল দেখতে পারবেন।
সামনেই দিঘায় জগন্নাথ মন্দিরে উদ্বোধন, পর্যটকদের সুরক্ষায় দুরন্ত পদক্ষেপ
পর্ষদ সূত্রে খবর আগামী ২ র মে ঠিক সকাল ৯ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে।
চলতি বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। তার মধ্যে ছাত্র সংখ্যা ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ এবং ছাত্রী সংখ্যা ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন।
কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল?
পর্ষদের তরফে জানানো হয়েছে মাধ্যমিকের ফল প্রকাশিত হওয়ার পর ছাত্র- ছাত্রীরা wbresults.nic.in / wbbse.wb.gov.in থেকে ফলাফল জানতে পারবেন। ফলাফল দেখার জন্য পরীক্ষার্থীদের তাদের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ এন্টার করতে হবে। পরীক্ষার্থীরা সকাল ৯:৪৫ থেকে অনলাইনে ফলাফল দেখার সুযোগ পাবেন। স্কুলগুলি থেকে ২ মে সকাল ১০:০০ টা থেকে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে পরীক্ষার্থীরা।