Maha Shivratri 2025: আজ মহা শিবরাত্রি, ভক্তদের জন্য সারারাত খোলা তারকেশ্বর মন্দির

Maha Shivratri 2025: প্রতি বছরের মতো এবার তারকেশ্বর মন্দিরে শিবরাত্রিতে বিশেষ পুজোর আয়োজন। সকাল থেকে মন্দিরে ভিড় অগণিত ভক্তের। পুণ্যার্থীদের সুবিধার্থে একগুচ্ছ ব্যবস্থা মন্দির কর্তৃপক্ষের।

author-image
Uttam Dutta
New Update
Maha Shivratri 2025, Tarakeshwar Mandir open all night for devotees, মহা শিবরাত্রি ২০২৫,তারকেশ্বর মন্দির

Maha Shivratri 2025: শিবরাত্রিতে তারকেশ্বর মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়।

Maha Shivratri 2025, Tarakeshwar Mandir open all night for devotees: শিবরাত্রি (Maha Shivratri 2025) উপলক্ষে সারারাত তারকেশ্বর মন্দির খোলা। যুগ যুগ ধরে সারা ভারতবর্ষে মহা ধুমধাম করে ভগবান শিবের পুজো হয়ে আসছে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, শিবরাত্রির দিনে ভগবান শিব এবং মাতা পার্বতীর বিয়ে হয়েছিল। তাই এই দিনটিকে শিব এবং শক্তির মিলন হিসেবেও পালিত হয়। এছাড়াও এই দিনে ভগবান শিব প্রথমবারের মতো অগ্নিস্তম্ভ অর্থাৎ শিবলিঙ্গের আকারে আবির্ভূত হন বলেও বিশ্বাস ভক্তদের। যা তাঁর নিরাকার রূপকে প্রতিফলিত করে বলে মনে করা হয়।

Advertisment

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহা শিবরাত্রির দিনে ভগবান শিব এবং মাতা পার্বতীর উদ্দেশ্যে জানানো মনস্কামনা পূরণ হয়। শিবরাত্রির দিন প্রতিবার হুগলির তারকেশ্বর মন্দিরে বিপুল ভক্তের সমাগম হয়। এবারও তার অন্যথা হয়নি। শিবরাত্রিতে হাজার হাজার ভক্তের সমাগম শৈবতীর্থ তারকেশ্বরে। 

তিথি অনুযায়ী, এবছর শিবরাত্রির তিথি পড়েছিল বুধবার সকাল ৯.৪১ মিনিটে। শিবরাত্রির তিথি শেষ হবে বৃহস্পতিবার সকাল ৮.২৮ মিনিটে। শিবরাত্রির পুজো উপলক্ষে ভক্তদের সুবিধার্থে প্রত্যেক বছরেই মন্দির কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন, পুরসভা এবং মন্দির পরিচালিত পুরোহিতমণ্ডলী বিশেষ ভূমিকা নিয়ে থাকে। এবছরেও ভক্তদের মন্দিরে এসে জল ঢালার সুবিধার্থে নিরাপত্তা সহ একগুচ্ছ পরিষেবার পাশাপাশি সারারাত মন্দির খোলা থাকবে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন- Maha shivratri 2025: বর্ণময় লোককথায় গাঁথা বাংলার মোটা শিবের কাহিনী! স্বর্ণালী সেই ইতিহাস আজও চর্চায়

Advertisment

বেলা ১১ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভক্তদের শিবলিঙ্গে জল ঢালার সুযোগ রয়েছে। শিবরাত্রি উপলক্ষে মহাদেবের বিশেষ পুজোর আয়োজন তারকেশ্বর মন্দিরে। রাত ১০টা পর আবারও মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। রাত ১০টা থেকে সারারাত ভক্তরা মহাদেবের মাথায় জল ঢালতে পারবেন।

আরও পড়ুন- Maha Shivratri 2025: বর্গী হামলা থেকে বাঁচতেই বাংলাজুড়ে শিব মন্দির তৈরির আগ্রহ বাড়ে, মত বিশিষ্ট ইতিহাসবিদের

Bengali News Today Tarakeshwar maha shivratri news in west bengal news of west bengal