তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করা হয়। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে এক ব্যক্তিকে রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন। ওই ব্যক্তিটি 'জয় বাংলা' বলায় শুভেন্দু পাল্টা তাঁকে 'জয় শ্রী রাম' বলতে বলছেন। এমনকী ওই ব্যক্তিকে মারধরের হুঁশিয়ারিও শোনা গিয়েছে বিরোধী দলনেতার মুখে। শুভেন্দু অধিকারীর এই আচরণের তীব্র প্রতিবাদে সোচ্চার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও তুলোধনা করেছেন তৃণমূল নেত্রী।
শুভেন্দু অধিকারীর আচরণ সম্পর্কে মহুয়া মৈত্র বলেছেন, "তৃণমূলের তরফে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বাংলার বিরোধী দলনেতা নিজের গাড়ি থেকে নেমেছেন, তাঁর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর যাঁরা আছেন তাঁরাও গাড়ি থেকে নেমেছেন। একজন গ্রামের লোক, সাধারণ মানুষ তিনি 'জয় বাংলা' বলছিলেন। বিরোধী দলনেতা গাড়ি থেকে নেমে তাঁকে বললেন তাঁর চামড়া তুলে দেব। সেখানে দেখা যাচ্ছে অমিত শাহের কেন্দ্রীয় বাহিনী যাঁদের কাজ নাকি দেশে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেটা দেখা, সেই বাহিনী সেই কাজ না করে একটি গ্রামের লোকে ধমকে তাঁকে সরিয়ে দিল, ভয় দেখাল।"
মহুয়া আরও বলেন, "অমিত শাহের কাছে আমার প্রশ্ন, এটা স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ? পহেলগাঁওয়ে যখন ২৬টি লোককে জঙ্গিরা এসে মেরে দিল, তখন ১ ঘণ্টা পর্যন্ত সুরক্ষা বাহিনীকে চোখে দেখলাম না। বলা হচ্ছে, অনুপ্রবেশ হচ্ছে, সীমান্তে নজরদারি করা কার কাজ? বাংলার বিরোধী দলনেতা যখন একটা গরিব মানুষকে বলছেন, তাঁর চামড়া গুটিয়ে দেবেন, তাতে আপনার বাহিনী তাঁকে মদত দিচ্ছে, এটা লজ্জাজনক! আপনার পদত্যগ করা উচিত।"
আরও পড়ুন- West Bengal News Live Updates: মমতার প্রশাসনকে ধন্যবাদ জানালেন শুভেন্দু, কারণ জোরদার চর্চায়!
উল্লেখ্য, তৃণমূলের তরফে প্রকাশ করা একটি ভিডিও-য় দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী তাঁর কনভয় নিয়ে একটি রাস্তা দিয়ে যাচ্ছেন। তখনই তাঁকে উদ্দেশ্য করে একটি লোক রাস্তার ধারে দাঁড়িয়ে 'জয় বাংলা' স্লোগান তুলছেন। তখন শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নিচে নামেন এবং সেই ব্যক্তির দিকে এগিয়ে যান। বিরোধী দলনেতাকে দেখে ওই ব্যক্তি আবার 'জয় বাংলা' বলতে থাকেন। তখনই তাঁকে থামিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "কেন? 'জয় বাংলা' কেন? জয় শ্রী রাম, জয় শ্রী রাম...হিন্দুর বাচ্চা!" এরপরেই তাঁর সঙ্গে থাকা সুরক্ষাকর্মীদের শুভেন্দু অধিকারী বলেন, "হঠাও একে। রোহিঙ্গা কোথাকার... চামড়া খুলে নেব, আমাকে চেনে না..মমতাকে হারিয়েছি।"
আরও পড়ুন- Post Office: এদিক-ওদিক নয়, টাকা রাখুন পোস্ট অফিসে, ৫ বাম্পার স্কিমে দুর্দান্ত রিটার্ন!