Post Office: এদিক-ওদিক নয়, টাকা রাখুন পোস্ট অফিসে, ৫ বাম্পার স্কিমে দুর্দান্ত রিটার্ন!

India Post: ভারতীয় ডাকঘরের নজরকাড়া কয়েকটি স্কিমে টাকা রেখে ভালো অংকের রিটার্ন মিলতে পারে। বিশেষ এই প্রতিবেদনে পোস্ট অফিসের তেমনই পাঁচটি প্রকল্পের ব্যাপারে তথ্য মিলবে।

India Post: ভারতীয় ডাকঘরের নজরকাড়া কয়েকটি স্কিমে টাকা রেখে ভালো অংকের রিটার্ন মিলতে পারে। বিশেষ এই প্রতিবেদনে পোস্ট অফিসের তেমনই পাঁচটি প্রকল্পের ব্যাপারে তথ্য মিলবে।

author-image
Nilotpal Sil
New Update
Sukanya Samriddhi Yojana (SSY),সুকন্যা সমৃদ্ধি যোজনা,Senior Citizen Savings Scheme (SCSS),প্রবীণ নাগরিক সেভিংস স্কিম,Public Provident Fund (PPF),পাবলিক প্রবিডেন্ট ফান্ড,National Savings Certificate (NSC), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট,Post Office Monthly Income Scheme (POMIS), মাসিক আয় স্কিম,NSC,MIS, India post,post office,ভারতীয় ডাকঘর

India Post: প্রতীকী ছবি।

ভারতীয় ডাকঘর বা Post Office-এ এমন বেশ কয়েকটি স্কিম রয়েছে যেখানে টাকা বিনিয়োগ করে ভালো অঙ্কের সুদ মেলে। সাধারণ মানুষ তাঁদের বহু কষ্টের টাকা ব্যাংক হোক বা পোস্ট অফিসে বিভিন্ন স্কিমে জমা রেখে রিটার্নের অংক নিয়ে প্রায়ই হিসাব-নিকাশ করতেই থাকেন। বিশেষ এই প্রতিবেদনে পোস্ট অফিসের বেশ কয়েকটি জনপ্রিয় স্কিম সম্পর্কে বিশদে তথ্য মিলবে।

Advertisment

পোস্ট অফিসে NSC, PPF, MIS, SCSS, SSA মতো বেশ কয়েকটি নজরকাড়া স্কিমে আপনি টাকা রেখে নির্দিষ্ট সময়ে ভালো রিটার্ন পেতেই পারেন।

NSC বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট:

Advertisment

পোস্ট অফিসে এনএসসি অত্যন্ত জনপ্রিয় একটি সঞ্চয় প্রকল্প। চাকরিজীবী কিংবা অন্যান্য পেশার সঙ্গে যুক্ত অনেকেই লাভজনক এই স্কিমের মাধ্যমে বিনিয়োগ করে ভালো রিটার্ন পেয়ে থাকেন। পোস্ট অফিসের এই প্রকল্পে আপনি নির্দিষ্ট সময়ের জন্য একটি টাকা বিনিয়োগ করে তা থেকে লাভজনক রিটার্ন পেতে পারেন।

SCSS বা প্রবীণ নাগরিক সঞ্চয় প্রকল্প :

প্রবীণ নাগরিক যাঁরা অর্থাৎ যাদের ৬০ বছরের বেশি বয়স, তাঁরা পোস্ট অফিসে এই দারুণ স্কিমটির মাধ্যমে বিনিয়োগ করে নির্দিষ্ট হারে সুদ পেতে পারেন। বয়স্কদের মধ্যে পোস্ট অফিসের এই স্কিমটি দারুন সাড়া ফেলেছে।

আরও পড়ুন- weekend getaway:কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার পথ, বর্ষায় এতল্লাটের শোভা এককথায় অনবদ্য! যাবেন নাকি?

MIS বা মাসিক আয় প্রকল্প :

পোস্ট অফিসের এমআইএস স্কিমে একটি নির্দিষ্ট অংকের টাকা রেখে প্রতি মাসে তা থেকে সুদ মেলে। ভারতীয় ডাকঘরের এই প্রকল্পটি স্বল্প মেয়াদি একটি বিনিয়োগ প্রকল্প। আপনি যদি প্রতি মাসে একটি নির্দিষ্ট অংকের টাকা পেতে চান তাহলে এই স্কিম অত্যন্ত লাভজনক।

PPF বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড: 

পাবলিক প্রভিডেন্ট ফান্ড একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রকল্প। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই প্রকল্পে আপনাকে টাকা জমা রেখে যেতে হবে। এই প্রকল্পে বছরে একটি নির্দিষ্ট পরিমাণ টাকার বেশি আপনি রাখতে পারবেন না। এই প্রকল্পে কর ছাড়ের সুবিধা মেলে।

আরও পড়ুন- weekend getaway:সবুজে সাজানো কোলাহলহীন এই প্রান্ত নিমেষে ভোলাবে ক্লান্তি! উইকেন্ড ট্রিপে পারফেক্ট চয়েজ

SSA বা সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট:

পোস্ট অফিসের এই স্কিমটিতে ১০ বছরের কম বয়সী কন্যা সন্তানের জন্য আপনি বিনিয়োগ করতে পারেন। এই প্রকল্পটিতে ৮০-সি অনুযায়ী আয়কর ছাড় মিলবে। ২১ বছর কিংবা কন্যা সন্তানের বিয়ে হওয়া পর্যন্ত এই স্কিমে টাকা রাখা যায়। সুদের হার বার্ষিক ৮ শতাংশ।

আরও পড়ুন-weekend getaway:দিন দুয়েকের ছুটিতেই বাজিমাত! বর্ষায় কলকাতার কাছের এপ্রান্তের তাকলাগানো শোভার প্রেমে পড়ে যাবেন

ভারতীয় ডাকঘর বা পোস্ট অফিসের উপরোক্ত প্রতিটি স্কিম বা প্রকল্প যথেষ্ট লাভজনক। তবে এই ব্যাপারে বিশদে তথ্য জানতে আপনার নিকটবর্তী পোস্ট অফিসের শাখায় যান। সেখানে গিয়ে এই ব্যাপারে প্রয়োজনীয় বিস্তারিত তথ্য জেনে তারপর বিনিয়োগের সিদ্ধান্ত নিন।

post office Income