/indian-express-bangla/media/media_files/2025/07/07/jagannath-2025-07-07-10-30-21.jpg)
Jagannath Chattopadhyay: বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়।
Jagannath Chattopadhyay: একটি ইমেইলকে কেন্দ্র করে তোলপাড় করে যায় রাজ্য রাজনীতিতে। রাজ্য BJP-র সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। তাঁর সম্পত্তির পরিমাণ খতিয়ে দেখতে রাষ্ট্রপতি ভবনের সচিবালয় থেকে নবান্নকে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। রোডে যায়। তবে এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন জগন্নাথ চট্টোপাধ্যায় নিজেই।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা র কাছে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের দাবি, " রাষ্ট্রপতি ভবন থেকে আসা ইমেইলটি ভুয়ো।" উল্লেখ্য, দিন কয়েক আগেই বঙ্গ বিজেপির নতুন সভাপতি হয়েছেন শমীক ভট্টাচার্য। কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে মহা সমারোহে শমীক ভট্টাচার্যকে সংবর্ধনা জ্ঞাপন করেছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা।
দায়িত্ব নিয়েই '২৬-এর লড়াইয়ে ঝাঁপাতে ঘর গুছোতে শুরু করে দিয়েছেন শমীকও। ঠিক এই আবহে এবার দলেরই রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের আয় বহির্ভূত সম্পর্কের অভিযোগে তোলপাড় পড়ে যায়।
কারও অভিযোগের ভিত্তিতে রাষ্ট্রপতি ভবন থেকে জগন্নাথ চট্টোপাধ্যায়ের সম্পত্তি খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয় বলে একটি দাবি ছড়িয়ে পড়ে। তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়।
যদিও বিজেপির দাবি, রাষ্ট্রপতি ভবনের তরফে এই ধরনের ইমেল যায় না। কোনও বিষয়ে জানার হলে, রাষ্ট্রপতির সচিবালয় অন্য ইমেল আইডি থেকে নোটিস পাঠায়। বিজেপি নেতৃত্বেরও দাবি, "গোটা ইমেলটি ভুয়ো। তার জন্য দলগত ভাবে যা অবস্থান যা নেওয়ার তা নেওয়া হবে।"