EXCLUSIVE:মৃত্যুর কিছুদিন আগেই অভিনেতা চিরঞ্জিতকে ফোন, কী বলেছিলেন জয় বন্দ্যোপাধ্যায়? প্রকাশ্যে বড় খবর!

Joy Banerjee death: সোমবার সকালে প্রয়াত হয়েছেন প্রখ্যাত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। শ্বাসকষ্টের সমস্যা ভুগছিলেন তিনি।

Joy Banerjee death: সোমবার সকালে প্রয়াত হয়েছেন প্রখ্যাত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। শ্বাসকষ্টের সমস্যা ভুগছিলেন তিনি।

author-image
Anurupa Chakraborty
New Update
BJP leader Joy Banerjee death, Joy Banerjee death, Jay Banerjee passes away  ,Veteran BJP leader Bengal , West Bengal BJP leader demise,  BJP politician Jay Banerjee news,  Jay Banerjee obituary,  BJP leader dies Bengal,  West Bengal political leader death  ,BJP Bengal mourning  ,Jay Banerjee latest news,Chiranjeet Chakraborty, প্রয়াত বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়  ,জয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু, চিরঞ্জিত চক্রবর্তী, বিজেপি নেতার প্রয়াণ,পশ্চিমবঙ্গ বিজেপি নেতা প্রয়াত,  বিজেপি রাজনীতিক জয় বন্দ্যোপাধ্যায় খবর,  জয় বন্দ্যোপাধ্যায় আর নেই,  বিজেপি নেতার মৃত্যু ,পশ্চিমবঙ্গ  ,বাংলার রাজনীতিক প্রয়াণ সংবাদ  ,বিজেপি শোকস্তব্ধ পশ্চিমবঙ্গ,  জয় বন্দ্যোপাধ্যায় সর্বশেষ খবর

Joy Banerjee death: প্রয়াত জয় বন্দ্যোপাধ্যায়।

সোমবার সকালেই প্রয়াত হয়েছেন রাজনীতিক তথা অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। COPD-র রোগী ছিলেন তিনি। টানা কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকার পর সোমবার সকালেই সব শেষ। জয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে অন্যান্য অনেকের মতোই শোকাহত বাংলা সিনেমার প্রখ্যাত অভিনেতা তথা তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। মৃত্যুর কিছুদিন আগেই তাঁকে ফোন করেছিলেন জয় বন্দ্যোপাধ্যায়।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রতিনিধিকে বারাসাতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী বলেন, "ওর শরীর খারাপ ছিল, আমাকে ফোন করেছিল। ওর কিছু টাকার প্রয়োজন ছিল। কিন্তু আমার কাছে অত টাকা ছিল না। আমি বলেছিলাম, আমি BJP-কে বলব। আমি বলেওছিলাম। তাঁরা পৌঁছেওছিল। কিন্তু বড্ড তাড়াতাড়ি চলে গেল। অনন্যা (জয় বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী) আমাকে লিখল 'ও চলে গেল আজকে।'  ও নাকি আরেকটা বিয়ে করেছে, সেটাও বলেছিল আমায়। এটা খুব দুঃখের ঘটনা। ও আমার সঙ্গে কোনও ছবি করেনি। তবে তখন ওর ছবি লাগছিল, সবাই দেখছিল। ও যে কবে থেকে অসুস্থ হয়ে পড়ল জানি না। আমাকে প্রায় ৪০ বছর পর ও ফোন করে বলেছিল আমার টাকার দরকার।"

আরও পড়ুন- Joy Banerjee: প্রয়াত BJP-র তারকা নেতা জয় বন্দ্যোপাধ্যায়

উল্লেখ্য, সোমবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন তিনি। গত বেশ কয়েক দিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। শেষমেষ সোমবার সকালেই সব শেষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘ কয়েক দশক ধরে সাফল্যের সঙ্গে অভিনয় জীবন কাটিয়ে ২০১৪ সালের আগে তিনি BJP-তে যোগ দিয়েছিলেন। 

Advertisment

আরও পড়ুন- West Bengal news Live Updates: হঠাৎ হাইকোর্টে অভিষেক, কারণ ঘিরে জোরদার জল্পনা!

বিজেপি তাঁকে বীরভূম থেকে টিকিটও দিয়েছিল। তৃণমূলের শতাব্দী রায়ের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছিলেন তিনি। পরে ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও উলুবেড়িয়া কেন্দ্র থেকে জয় বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছিল গেরুয়া শিবির। সেবারেও হার স্বীকার করতে হয়েছিল প্রখ্যাত অভিনেতাকে। যদিও পরবর্তী সময়ে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে জয় বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব তৈরি হয়।

আরও পড়ুন- TMC MLA: ED ঢুকতেই ফোন পুকুরে ফেলে পাঁচিল টপকে পালানোর চেষ্টা, তৃণমূলের ডাকাবুকো বিধায়ক গ্রেফতার

tmc bjp Chiranjeet Chakraborty Joy Banerjee death