Malda Blast News Update: রতুয়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি। মালদার রতুয়ার চাঁদমনি-২ গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি-সহ তিন তৃণমূল কর্মী। চাঁদমনি-২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আবদুল তোওয়াপের বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করা বলে খবর। আর এই ঘটনাকে ঘিরেই রীতিমতো শোরগোল জেলার রাজনৈতিক মহলে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মহম্মদ কাশেম। তিনি বুথ সভাপতি। জাকির শেখ, মনিরুল শেখ এই দুইজন তৃণমুল কর্মী। তবে কী কারণে এই বোমা ভুট্টার জমিতে মজুদ করেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য,বৃহস্পতিবার দুপুরে মালদার রতুয়া থানার চাঁদমুণি-২নং গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি এলাকায় বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গুরুতর জখম হয় দুই নাবালত। তাদের আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ঘটনার তদন্তে নেমে রতুয়া থানার পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন মালদায় ফের বিস্ফোরণ! জমিতে ঘাস কাটার সময় ফাটল বোমা, গুরুতর জখম দুই নাবালক
স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি ভুট্টার জমিতে ঘাস কাটতে গিয়েছিলেন এই দুই নাবালক। তখনই জোরালো বোমা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন দুই নাবালক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কী কারণে বোমা এলাকায় মজুত করেছিল এখনও জানা যায়নি। খবর শুনে ঘটনাস্থলে ছুটে যায় রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু বলেন, 'এই রাজ্যে আইনের শাসন আছে। তাই কেউ অপরাধ করলে আইন অনুযায়ী শাস্তি হয়। বিজেপি শাসিত রাজ্যে হয় না। ফলে অপরাধী তো অপরাধী হয়। তাদের কোনও রং হয় না। তাই আইন অনুযায়ী ব্যবস্থা হবে।'
আরও পড়ুন জমির দখলদারি নিয়ে রণক্ষেত্র, মালদহে খুন, গুরুতর আহত ২, তুমুল চাঞ্চল্যে দিনভর তোলপাড়
দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, 'শিশুকে বোমার আঘাত-সহ একাধিক বোমা-পিস্তলের আস্ফালন দেখাচ্ছে শাসকদল তৃণমুল। আর তাই বেশির ভাগ ক্ষেত্রে তৃণমুলের লোক গ্রেফতার হচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে তৃণমুল বোমা পিস্তল আগ্নেয়াস্ত্র মজুদ করে সন্ত্রাস চালাচ্ছে। যে কোনও ঘটনায় তৃণমূল যুক্ত আছে বলেই পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। পুলিশ নীরব তাই আজ জেলার সাধারণ মানুষ আতঙ্কে।'