Malda News: নাবালিকা ধর্ষণ মামলায় স্কুল শিক্ষকের যাবজ্জীবন সাজা, আদালতের রায়ে খুশির হাওয়া পরিবারে

Malda News: কোর্টের এই রায় খুশি নির্যাতিতার পরিবার। ওই নির্যাতিতা নাবালিকার মা জানিয়েছেন, বিচার ব্যবস্থার প্রতি আমাদের ভরসা ছিল। আসামির যাবজ্জীবন সাজা হয়েছে এতে আমরা খুশি।

Malda News: কোর্টের এই রায় খুশি নির্যাতিতার পরিবার। ওই নির্যাতিতা নাবালিকার মা জানিয়েছেন, বিচার ব্যবস্থার প্রতি আমাদের ভরসা ছিল। আসামির যাবজ্জীবন সাজা হয়েছে এতে আমরা খুশি।

author-image
Madhumita Dey
New Update
IMG-20250704-WA0015

সাজা ঘোষণার পর ধৃতকে নিয়ে যাওয়া হচ্ছে জেল হেফাজতে

Malda News: বিধানসভা ভোট পরবর্তী হিংসায় সিবিআইয়ের দায়ের করা মামলায় রাজ্যে প্রথম মালদায় নাবালিকা ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন সাজা শোনালো আদালত। 

Advertisment

আরও পড়ুন: উত্তাল বাংলা, TMC নেতাকে খুনের চেষ্টা, গ্রেফতার দাপুটে BJP বিধায়কের ছেলে!

শুক্রবার ধৃত প্রাক্তন সরকারি স্কুল শিক্ষক রফিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করল অতিরিক্ত দায়রা আদালতের দ্বিতীয় বিচারক রাজীব সাহা। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমান করা হয়েছে। অনাদায় ছয় মাসের কারাদন্ডের নির্দেশ দিয়েছে বিচারক। পাশাপাশি ওই নির্যাতিতা পরিবারকে স্টেট ফান্ড থেকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের ৫ জুন মালদার মানিকচক থানা এলাকায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে চকলেট দেওয়ার প্রলোভন দিয়ে ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে। সিবিআইয়ের আইনজীবী অমিতাব মৈত্র বলেন, হাইকোর্টের নির্দেশে ৫৫টি মামলার দায়িত্ব নিয়েছিল সিবিআই। তার মধ্যে প্রথম এই রাজ্যের মালদায় এদিন সাজা ঘোষণা হলো।

Advertisment

এদিন আসামির যাবজ্জীবন সাজা হয়েছে। ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায় ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বিচারক। এদিকে কোর্টের এই রায় খুশি নির্যাতিতার পরিবার। ওই নির্যাতিতা নাবালিকার মা জানিয়েছেন, বিচার ব্যবস্থার প্রতি আমাদের ভরসা ছিল। আসামির যাবজ্জীবন সাজা হয়েছে এতে আমরা খুশি। 

আরও পড়ুন: 'ছাত্রীটি হিম্মত না দেখালে মনোজিৎ তৃণমূলের বিপ্লবী হয়েই থাকত', শাসকদলকে ধুয়ে দিলেন অধীর

 

Malda