Malda Dulal Sarkar Murder Case: দাপুটে তৃণমূল নেতা তথা কাউন্সিলর দুলাল সরকার খুনে পুলিশ ইতিমধ্যে মোট ৫ জনকে গ্রেফতার করলেও এখনো খুনের ঘটনায় জড়িত সন্দেহে আরও দুই অভিযুক্তের হদিস পেতে মরিয়া পুলিশ। ইতিমধ্যে দুই অভিযুক্তের সন্ধানে পুরস্কারের ঘোষণা করল মালদা জেলা পুলিশ। পাশাপাশি দুই অভিযুক্তের ছবি সহ পোস্টারও সামনে আনা হয়েছে। ইংরেজ বাজারের রেলওয়ে ব্যারাক-কলোনির বাসিন্দা কৃষ্ণা রজক ওরফে রোহন ও মহানন্দা পল্লীর বাসিন্দা বাবলু যাদবের সন্ধান পেতে ২ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। দুলাল সরকার খুনে এখনো অধরা এই দুই অভিযুক্ত। ইতিমধ্যে তাদের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে তদন্তকারী আধিকারিকরা।
পোরবন্দরে ভয়াবহ দুর্ঘটনা, ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর কপ্টার, মৃত কমপক্ষে ৩
এদিকে খুনের ঘটনায় নিরাপত্তা প্রত্যাহার নিয়ে সরব হয়েছে মৃত কাউন্সিলারের স্ত্রী চৈতালি ঘোষ সরকার। তিনি জানান, 'খুনের ঘটনায় আসল লোকেদের যাতে আড়াল না করা হয় সেটা নিশ্চিত করাটা জরুরি । পুলিশি তদন্তে আমি সন্তুষ্ট নয়। আমি চাই অতি দ্রুত এই ঘটনার সমাধান হোক বড় মাথারা সামনে আসুক। একই সঙ্গে স্বামীর ন্যায় বিচার ছিনিয়ে আনার দাবিতে সরব হয়ে বলেন, 'আমি আর দুদিন অপেক্ষা করব। আমার স্বামীর কাজ মিটে যাওয়ার পর আমি সশরীরে গিয়ে দিদিকে জানাব সমস্তটা। সাধারণ মানুষ বা গ্রেফতার হওয়া এই ছেলেরা এ ধরনের ঘটনা ঘটাতে পারে না বলেও দাবি করেছেন তিনি।
ভারতের সঙ্গে চরম উত্তেজনার মাঝেই সাঁজোয়া যান কিনছে বাংলাদেশ, সীমান্ত সংঘাতের আশঙ্কা?
এদিকে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বাবলু যাদবের স্ত্রী সুচরিতা যাদব সংবাদ মাধ্যমের সামনে জানান, ' আমার স্বামী বাবলা সরকার খুনের ঘটনায় জড়িত ভাবতেই অবাক লাগছে। তার সাথে আমার কোন সম্পর্ক নেই। আমি যদি আগে টের পেতাম তাহলে ওকে আগেই ধরিয়ে দিতাম। তার আসল বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে। ও কিছুই করত না। তবে সম্ভবত তৃণমূল করত। কৃষ্ণ রজক ওরফে রোহন মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো। এক তারিখের পর থেকে তাকে আর দেখা যায়নি। বাবলু যাদব ইংরেজবাজার পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দুলাল সরকারের বাড়ি থেকে ঢিল ছুড়া দূরত্বে মহানন্দা পল্লী এলাকায় তার বাড়ি।
HMPV-এর ভয়ঙ্কর দাপট...! তথ্য লুকাচ্ছে চিন? দেখুন হাড়হিম ভিডিও
এলাকার বাসিন্দা রেখা সরকার ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, পাড়ার ভিতরে থেকে এইরকম কাজ করবে ভাবতে পারছিনা। খুব খারাপ লাগছে চোখে জল চলে আসছে। একজন ভালো মানুষকে খুন করে দিল। আপদ বিপদে দাদা আমাদের পাশে দাঁড়াতে। দাদার পার্টি অফিস থেকে মিটিং মিছিলেও যেত এই বাবলু যাদব। কিন্তু সে যে এভাবে ওঁকে খুন করবে আমরা ভাবতেও পারছিনা।