Malda Crime News: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বাবাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে গাজোল থানার সালাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ইদাম এলাকায়। এই ঘটনার পর অভিযুক্ত মদ্যপ ছেলে গ্রামবাসীদের ধাওয়া খেয়ে এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে। অভিযুক্ত ছেলে অজয় মন্ডলের বিরুদ্ধে তার মা ভাদুড়ি মন্ডল গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গণেশ মণ্ডল (৫৯) । তিনি পেশায় দিনমজুর। এদিন রাতে মদ্যপ অবস্থায় অজয় বাড়িতে এসে তার বৃদ্ধ বাবার সাথে ঝগড়া শুরু করে। সম্পত্তি লিখে দেওয়া নিয়েই মূলত শুরু হয় ছেলে ও বৃদ্ধ বাবার মধ্যে বিবাদ। সেই সময় বাড়িতে রাখা মোটা লাঠি দিয়েই বৃদ্ধ বাবাকে মারতে শুরু করে অভিযুক্ত ছেলে। ছেলের এই কান্ড দেখে ছুটে আছেন বৃদ্ধা ভাদুরি মন্ডল। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। সেই মুহূর্তে ক্ষিপ্ত গ্রামবাসীদের ধাওয়া খেয়ে পালিয়ে যায় অভিযুক্ত অজয়। রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধকে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দেয়।
ঘটনার খবর পেয়ে এদিন রাতেই মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। এরপরই মৃতদেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে তদন্তকারী পুলিশ কর্তারা। মৃতের স্ত্রী ভাদুড়ি মন্ডল জানিয়েছেন , তাদের কয়েক কাঠা জমি এবং বসতবাড়ি রয়েছে। একমাত্র ছেলে অজয় প্রতিদিনই মদ্যপ অবস্থায় বাড়িতে এসেই সম্পত্তি লিখে দেওয়ার জন্য তার বাবাকে চাপ দিচ্ছিল। সম্পত্তি লিখে না দেওয়ার কারণেই এভাবেই বৃদ্ধ বাবাকে খুন করেছে ছেলে। গাজোল থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত অজয় মণ্ডলের খোঁজ চালানো হচ্ছে।