Advertisment

Malda News: ঝাড়খণ্ডের কলেজে যাওয়ার পথে আচমকা নিখোঁজ মালদার তরুণী, অপহরণের অভিযোগ পরিবারের

Malda News: ঝাড়খণ্ডের দুমকার একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পাঠরতা ওই তরুণী। কলেজে যাওয়ার পথে আচমকা ওই তরুণী নিখোঁজ হয়ে যান। উৎকণ্ঠায় পরিবার।

author-image
IE Bangla Web Desk
New Update
Malda News,Girl Missing,West Bengal News,মালদার খবর,তরুণী নিখোঁজ,পশ্চিমবঙ্গের খবর

Malda News: থানায় অপহরণের অভিযোগ পরিবারের।

Malda girl suddenly goes missing on her way to college in Jharkhand: ঝাড়খণ্ডে যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হলো মালদার হরিশ্চন্দ্রপুরের এক ইঞ্জিনিয়ারিং ছাত্রী। ফরাক্কা স্টেশনের কাছাকাছি একটি জায়গা থেকেই ওই ইঞ্জিনিয়ারিং ছাত্রীর বই, পড়ার ব্যাগ, মোবাইল ফোন, ট্যাব উদ্ধার হয়েছে। এই ঘটনার পরেই নিখোঁজ ওই ছাত্রীর পরিবার তাঁদের মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। সেই সঙ্গে পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। 

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ওই ছাত্রীর নাম দীপ্তি ভগত। তাঁর বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর থানার বারোদুয়ারির এলাকায়। মেয়েটি ঝাড়খন্ডের (Jharkhand) দুমকার (Dumka) একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পাঠরত। রবিবার হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে কুলিক এক্সপ্রেসে চেপে তাঁর কলেজের উদ্দেশে রওনা দিয়েছিলেন তরুণী। ঠিক ছিল রামপুরহাট স্টেশনে নামবেন তিনি। সেখান থেকে আরও একটি ট্রেন ধরে যাবেন দুমকা। মালদা টাউন (Malda Town) স্টেশনে ঢোকার আগেও পরিবারের সঙ্গে ফোনে তাঁর কথা হয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু তারপরেই আচমকা ওই তরুণী নিখোঁজ হয়ে যান বলে দাবি তাঁর পরিবারের সদস্যদের। 

এদিকে ফারাক্কা ব্রিজে পাওয়া গিয়েছে দীপ্তির ব্যাগ, মোবাইল ফোন সহ অন্যান্য সরঞ্জাম। এক ব্যক্তি সেই সব জিনিস NTPC ফাঁড়িতে জমা দিয়েছেন। ফাঁড়ি থেকেই খবর আসে দীপ্তির পরিবারের কাছে।

আরও পড়ুন- West Bengal News Live Updates: CBI তদন্তে অসঙ্গতির দাবি, আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টের দ্বারস্থ নির্যাতিতার পরিবার

Advertisment

স্বাভাবিকভাবেই সেই খবরে মুহূর্তে চরম দুশ্চিন্তায় পরিবারের লোকজন। কী হল তাঁদের মেয়ের? প্রবল উৎকণ্ঠায় সময় কাটছে পরিবারের। সেই সঙ্গে ক্রমশ দানা বাঁধছে রহস্য। পরিবারের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

আরও পড়ুন- India-Bangladesh Border:বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, কাঁটাতার লাগানো ঘিরে বচসায় জড়াল BSF-BGB

তদন্তে নেমে তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁর বন্ধুবান্ধবদের সঙ্গেও যোগাযোগ পুলিশের। সব দিক খতিয়ে দেখেই এগোচ্ছে তদন্তের কাজ। সেই সঙ্গে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তরুণীর কোনও খোঁজ নেই। তাঁর পরিবারের সদস্যদের দাবি, তাঁদের মেয়েকে কেউ বা কারা অপহরণ করেছে। যদিও বিষয়টি এখনও স্পষ্ট হয়নি। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। 

আরও পড়ুন- Gangasagar Mela 2025:মকর সংক্রান্তিতে পুণ্যস্নান করতে চান? কীভাবে যাবেন গঙ্গাসাগরে? রইল সব হালহদিশ

Maldah Bangla News girl missing news of west bengal news in west bengal Malda Bengali News Today
Advertisment