Malda kidnap: অজয় দেবগনের একটি হিন্দি সিনেমা দেখে পরিকল্পনা-মাফিক অপহরণ-কাণ্ডে খুড়তুতো ভাইকে ফাঁসানোর ছক কষেছিল দাদা। তদন্তে এই নাটকীয় ঘটনা সামনে আসায় রীতিমতো চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। সোমবার রাতে মালদার পুখুরিয়া থানার পুলিশ নিখোঁজ যুবক আজহারউদ্দিন শেখকে উদ্ধারের পর গোটা ঘটনাটি সামনে এসেছে। পুলিশ জানতে পারে, নিজের অপহরণের গল্প ফেঁদে নিজেরই খুড়তুতো ভাইকে ফাঁসানোর ছক কষেছিল আজহারউদ্দিন। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করেন তদন্তকারীরা।
অভিযুক্তের বিরুদ্ধে অপহরণের ষড়যন্ত্র, পরিবারের লোকেদের ফাঁসানোর চেষ্টা এবং প্রতারণার অভিযোগ দায়ের করেছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে পুখুরিয়া থানার আড়াইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের নিচগা এলাকায়। ধৃতকে মঙ্গলবার চাঁচোল মহকুমা আদালতে পেশ করেন তদন্তকারী পুলিশকর্তারা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার রাতে মোটর বাইক সারানোর নাম করেই আচমকায় নিরুদ্দেশ হয়ে যায় নিচগা এলাকার বাসিন্দা, আজহারউদ্দিন শেখ নামে ওই যুবক। এরপর অভিযুক্ত একটি অচেনা মোবাইল থেকে বাড়ির লোকেদের ফোন করে বলেছিল যে তাঁরই এক খুড়তুতো ভাই তাঁকে অপহরণ করে আটকে রেখেছে। প্রাণনাশের হুমকিও দিচ্ছে। অপহরণকারীরা মোটা টাকার দাবিও করেছে বলে অভিযোগ করেছিল আজহারউদ্দিন।
- ঘটনাটি ঘটেছে পুখুরিয়া থানার আড়াইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের নিচগা এলাকায়।
- বাইক সারানোর নাম করেই আচমকায় নিরুদ্দেশ হয়ে যায় আজহারউদ্দিন শেখ নামে ওই যুবক।
- অপহরণকারীরা মোটা টাকার দাবি করেছে বলেও অভিযোগ উঠেছিল।
যেভাবে ঘটনাটি তদন্তকারীদের সামনে আসে
এই বিষয়ে নিখোঁজ যুবকের পরিবার শনিবার রাতেই পুখুরিয়া থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। মোবাইল ফোনকলের সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। এরপরই সোমবার রাতে নিখোঁজ আজহারউদ্দিন শেখকে একটি ডেরা থেকে উদ্ধার করেন তদন্তকারীরা। পরে পুলিশি জেরায় অভিযুক্ত যুবক শিকার করে যে, সে স্বেচ্ছায় বাড়ি থেকে গা ঢাকা দিয়েছিল। আর, অপহরণের মিথ্যা কথা বলে তাঁর খুড়তুতো ভাইকে ফাঁসানোর পরিকল্পনা করেছিল।
আরও পড়ুন- কোন কোন নেতাকে বাড়িতে ঢুকতেই দিলেন না কেষ্ট?
পুলিশ জানিয়েছে, আজহারউদ্দিন শেখদের সঙ্গে তাঁর কাকা বদরুদ্দিন শেখদের পুরোনো একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে গোলমাল চলছে। আর সেই বিবাদের বদলা নিতেই আজহারউদ্দিন শেখ তাঁর খুড়তুতো ভাইকে অপহরণ-কাণ্ডে ফাঁসানোর ছক কষছিল। যদিও অভিযুক্ত যুবক যে মিথ্যা নাটক করছে, তা মোবাইলের সূত্র ধরে পুলিশ প্রাথমিক তদন্তেই জানতে পেরে যায়। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।