Malda Death: বন্ধুদের সঙ্গে স্নানে গিয়েই চরম বিপত্তি, মর্মান্তিক ঘটনা বুক কাঁপিয়ে দেবে

Malda Death: পুরাতন মালদায় মর্মান্তিক দুর্ঘটনা। মহানন্দা নদীর জলে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে গেল অষ্টম শ্রেণির এক ছাত্র।

Malda Death: পুরাতন মালদায় মর্মান্তিক দুর্ঘটনা। মহানন্দা নদীর জলে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে গেল অষ্টম শ্রেণির এক ছাত্র।

author-image
Madhumita Dey
New Update
cats

পুরাতন মালদায় মর্মান্তিক দুর্ঘটনা

Malda Death: পুরাতন মালদায় মর্মান্তিক দুর্ঘটনা। মহানন্দা নদীর জলে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে গেল অষ্টম শ্রেণির এক ছাত্র। শনিবার দুপুরে পুরাতন মালদা থানার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের রাহুতগ্রাম কদমতলী এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ছুটে যায় পুরাতন মালদা থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। ইতিমধ্যেই স্পিডবোট নামিয়ে ছাত্রের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

Advertisment

চুলের মুঠি ধরে বিজেপি নেতাদের বাংলাদেশে পুশব্যাক! ভয়ঙ্কর হুঁশিয়ারি দাপুটে শাসক বিধায়কের

নিখোঁজ ছাত্রের নাম আসিফ শেখ (১৪)। সে স্থানীয়  কালাচাঁদ হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরে আসিফ বন্ধুদের সঙ্গে মহানন্দার ভরা নদীতে স্নান করতে যায়। স্নানের সময় একটি গাছ থেকে নদীতে লাফ দেওয়ার পর আর ওপরে উঠতে পারেনি সে। মুহূর্তেই বন্ধুরা বুঝতে পেরে চিৎকার শুরু করে। তৎক্ষণাৎ এলাকাবাসীরা ছুটে আসে এবং স্থানীয় মাঝিদের সাহায্যে খোঁজ শুরু হয়। কিন্তু দীর্ঘক্ষণ চেষ্টার পরও আসিফের সন্ধান মেলেনি।

Advertisment

ঘটনার খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। তবে স্থানীয়দের অভিযোগ, বিপর্যয় মোকাবিলা দপ্তরকে খবর দেওয়ার পরও তারা ঘটনাস্থলে দেরিতে পৌঁছায়। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় দ্রুত উদ্ধার অভিযান না চালালে মৃতদেহ উদ্ধারের সম্ভাবনা কমে যাবে বলে দাবি এলাকাবাসীর।

নিখোঁজ কিশোরের বাবা ঈমানী শেখ, যিনি ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন, ভেঙে পড়া গলায় জানান—“আজ ছেলের স্কুল ছুটি ছিল। তাই বন্ধুদের সঙ্গে স্নান করতে এসেছিল। গাছ থেকে লাফ দেওয়ার সময় যে এমন দুর্ঘটনা ঘটবে, তা কল্পনাও করিনি। এখনো ছেলের দেহ উদ্ধার হয়নি। প্রশাসনের কাছে আমার আবেদন, দ্রুত উদ্ধারকর্মী নামিয়ে যেন ছেলেকে খুঁজে বের করা হয়।”

দেড় কোটির বাঁধ টিকল না দেড় মাসও, গঙ্গার জলে বানভাসি পরিস্থিতি, ঠিকাদারের উপর চড়াও গ্রামবাসীরা

পুলিশ জানিয়েছে, মহানন্দা নদীতে নিখোঁজ ছাত্রকে খুঁজে বের করতে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ইতিমধ্যেই স্পিডবোট নিয়ে তল্লাশি চালাচ্ছেন।

Malda