Malda News: চুলের মুঠি ধরে বিজেপি নেতাদের বাংলাদেশে পুশব্যাক! ভয়ঙ্কর হুঁশিয়ারি দাপুটে শাসক বিধায়কের

Malda News: স্বাধীনতা দিবসের উদযাপন মঞ্চ থেকে বিজেপির নেতাদের চুলের মুঠি ধরে বাংলাদেশে পাঠানোর মন্তব্য করলেন তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি।

Malda News: স্বাধীনতা দিবসের উদযাপন মঞ্চ থেকে বিজেপির নেতাদের চুলের মুঠি ধরে বাংলাদেশে পাঠানোর মন্তব্য করলেন তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি।

author-image
Madhumita Dey
New Update
cats

ভয়ঙ্কর হুঁশিয়ারি দাপুটে শাসক বিধায়কের

Malda News: স্বাধীনতা দিবসের উদযাপন মঞ্চ থেকে বিজেপির নেতাদের চুলের মুঠি ধরে বাংলাদেশে পাঠানোর মন্তব্য করলেন তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি। তাঁর এই মন্তব্যকে ঘিরেই রীতিমতো রাজনৈতিক শোরগোল পড়ে গিয়েছে মালদায়। 

Advertisment

শুক্রবার রাতে ইংরেজবাজার শহরের রথবাড়ি এলাকায় জেলা তৃণমূলের পক্ষ থেকে ৭৯তম স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠান পালিত হয়। সেখানেই তৃণমূলের জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন দলের সহ-সভাপতি প্রসূন ব্যানার্জি,জেলা তৃণমূলের চেয়ারম্যান চৈতালি সরকার, জেলা যুব তৃণমূলের সভাপতি প্রসেনজিৎ দাস সহ বিশিষ্টজনেরা। 

আরও পড়ুনঃ দেড় কোটির বাঁধ টিকল না দেড় মাসও, গঙ্গার জলে বানভাসি পরিস্থিতি, ঠিকাদারের উপর চড়াও গ্রামবাসীরা

Advertisment

সেই অনুষ্ঠান মঞ্চেই বিজেপিকে ঘিরে একের পর এক বেলাগাম মন্তব্য করেন তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি। এদিন বক্তব্য রাখতে গিয়ে রহিম বক্সি বলেন,  বিজেপি তোমাদেরও চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে বাংলাদেশ পুশ করে দিব। পরে আমিও ক্ষমা চেয়ে নেব হাত ধরে। আমার ভুল হয়ে গেছিল। কারণ, কিছুদিন আগেই রাজস্থানের বিজেপি সরকার জোর করে মালদার কালিয়াচকের আমির শেখকে বাংলাদেশি তকমা দিয়েই বিএসএফের-এর মাধ্যমে  ওপারে পাঠিয়ে দেয়। এরপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগেই সেই আমির শেখ কালিয়াচকের বাড়িতে ফিরে আসে। 

ভারতীয় নাগরিকত্ব থাকা সত্ত্বেও আমির শেখের ওপর এইভাবে নির্যাতন চালানো হয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে যখন বাংলার শ্রমিকেরা যাচ্ছে, তখনই তাদের বাংলাদেশি তকমা দিয়েই সীমান্তের ওপারে পুশব্যক করা হচ্ছে, দাবি তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি। তিনি আরও বলেন, বাংলার শ্রমিকদের বাংলাদেশী সন্দেহে মারধর, অত্যাচার করা এবং সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়াটা  মেনে নেব না । তাই বিজেপি নেতাদের এই অত্যাচারের প্রতিবাদেই এরকম ভাবেই মন্তব্য করেছি। শ্রমিকদের ওপর বাংলাদেশের তকমা দেওয়া হলে পাল্টা বিজেপি নেতাদের চুলের মুঠি ধরেই ওপারে পাঠিয়ে দেব আমরা। 

আরও পড়ুনঃ ট্রাম্প-পুতিন বৈঠকে ভারতের প্রথম প্রতিক্রিয়া,কী জানালো বিদেশ মন্ত্রক?

এদিকে তৃণমূল বিধায়কের এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিজেপির জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি বলেন, আমরাও হাতে চুরি পড়ে বসে নেই। হিম্মত থাকলে করে দেখাক। তবে আমির শেখকে ভারতে ফিরিয়ে আনার ক্ষেত্রে  কেন্দ্র সরকার হস্তক্ষেপ না করলে সম্ভব হতো না । অথচ ওরা কেন্দ্রের সরকারের বিরুদ্ধেই অকথ্য ভাষায় কথা বলছে। 

tmc bjp