Malda News: দেড় কোটির বাঁধ টিকল না দেড় মাসও, গঙ্গার জলে বানভাসি পরিস্থিতি, ঠিকাদারের উপর চড়াও গ্রামবাসীরা

Malda News: ওই ঠিকাদারের সঙ্গে রীতিমতো তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ভুতনির এলাকার একাংশ বাসিন্দারা। এই পরিস্থিতিতে পুলিশকে ঘটনাস্থলে এসে ওই ঠিকাদারকে বিক্ষোভের মুখ থেকে উদ্ধার করতে হয়।

Malda News: ওই ঠিকাদারের সঙ্গে রীতিমতো তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ভুতনির এলাকার একাংশ বাসিন্দারা। এই পরিস্থিতিতে পুলিশকে ঘটনাস্থলে এসে ওই ঠিকাদারকে বিক্ষোভের মুখ থেকে উদ্ধার করতে হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

ঠিকাদারকে ঘিরে ধরে ধুন্ধুমার

Malda News: ভুতনির বাঁধের কাজের সঙ্গে যুক্ত এক ঠিকাদারকে বানভাসি এলাকার শতাধিক বাসিন্দরা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন। শুধু তাই নয়, ওই ঠিকাদারের সঙ্গে রীতিমতো তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ভুতনির এলাকার একাংশ বাসিন্দারা। এই পরিস্থিতিতে পুলিশকে ঘটনাস্থলে এসে ওই ঠিকাদারকে বিক্ষোভের মুখ থেকে উদ্ধার করতে হয়। গত বৃহস্পতিবারের এমন ঘটনার ছবি ভূতনি থেকেই কেউ বা কারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে। আর তারপর থেকেই ওই ঠিকাদারেরকে ঘেরাও করে বিক্ষোভের এমন ভাইরাল হওয়া ভিডিও রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে মালদায়।

Advertisment

আরও পড়ুন- কন্ঠরোধের চেষ্টা! প্রখ্যাত পরিচালকের নিশানায় মমতা, পালটা 'নাটক' বলে কটাক্ষ কুণালের

এদিকে ভুতনির বাঁধ নির্মাণের প্রথম থেকে যে দুর্নীতি হচ্ছিল এবং যে ঠিকাদার এই কাজের সঙ্গে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে এফআইআর করে পুলিশের হস্তক্ষেপের দাবি করেছে বিজেপি এবং স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ইশাখান চৌধুরি বলেন, দীর্ঘদিন ধরেই ভুতনির মানুষ গঙ্গার ভাঙ্গন ও বন্যা সমস্যা নিয়ে জেরবার হয়ে রয়েছেন। প্রতিবছর কোটি কোটি টাকার কাজ হচ্ছে। কিন্তু একাংশ ঠিকাদারেরা সরকারের টাকা তছরূপ করছে। কোন সময়ের জন্য ভাঙ্গন প্রতিরোধের ভালো কাজ করা হচ্ছে না। কয়েক মাস আগে প্রায় দেড় কোটি টাকার ভুতনির বাঁধ নির্মাণ হয়েছিল। কিছুদিনের মধ্যেই সেই বাঁধ গঙ্গার জলে ভেঙে গেল। এই ঘটনায় কয়েকজন ঠিকাদারের আর্থিক দুর্নীতির অভিযোগের কথা জানতে পেরেছি।পুরো বিষয়টি নিয়ে পুলিশ সুপারের সঙ্গে দেখা করে অভিযোগ জানাবো।

Advertisment

বিজেপির জেলার সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মন্ডল বলেন, 'আনন্দ ঘোষ নামে ওই ঠিকাদার দীর্ঘ কয়েক দশক ধরেই মানিকচক এবং ভুতনির ভাঙ্গন প্রতিরোধের কাজ করে আসছে। কাজের নামে সরকারি কোটি কোটি টাকা তছরূপ করেছে। আমরা ওই ঠিকাদারের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর পাশাপাশি জেলা প্রশাসনকেও জানাবো'। 

তৃণমূলের জেলার মুখপাত্র আশীষ কুন্ডু বলেন ভুতনির প্রায় ১৪ কিলোমিটার এলাকার ভাঙ্গন প্রতিরোধের কাজের দায়িত্ব ছিল কেন্দ্রের অধীনস্থ ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ। কিন্তু তারা কয়েক বছর আগে হাত গুটিয়ে চলে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর  উদ্যোগেই ভাঙ্গন প্রতিরোধের কাজ করছে সেচ দপ্তর। তবে কোথাও কোনরকম যদি অনিয়ম হয়ে থাকে, তারজন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

আরও পড়ুন-ট্রাম্প-পুতিন বৈঠকে ভারতের প্রথম প্রতিক্রিয়া,কী জানালো বিদেশ মন্ত্রক?

এদিকে সেই ভাইরাল হওয়া ভিডিওতেই দেখা যাচ্ছে ওই ঠিকাদারের ছবি সামনে তুলে এবং তাকে রীতিমতো ভুতনি বাঁধ তৈরির ক্ষেত্রে আর্থিক দুর্নীতির দোষারোপ করা হচ্ছে। শুধু তাই নয়, ভুতনির বানভাসি মানুষদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গোটা এলাকায় একমাত্র সেচ দপ্তরের অধীনস্ত ঠিকাদার আনন্দ ঘোষ কাজ করে চলেছেন। রীতিমতো একটি সিন্ডিকেট তৈরি করেই ভাঙ্গন ও বন্যার কাজের নামে সরকারি অর্থ তছরূপ করছে। গত কয়েক মাস আগে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ভুতনির যে বাঁধটি তৈরি করা হয়েছিল। তার কান্ডারী ছিল ওই ঠিকাদার আনন্দ ঘোষ। তাকেই এদিন সামনে পেয়ে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়েছে। এরকম ঠিকাদারদের জন্যই আজকে ভুতনির বেহাল অবস্থা  বলে অভিযোগ তুলেছেন বানভাসি এলাকার মানুষেরা।

এদিকে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ঠিকাদার আনন্দ ঘোষ বলেন , 'যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন । আমি অনেকদিন আগেই এসব ঠিকাদারির কাজ ছেড়ে দিয়েছি। কিছু মানুষ আমাকে ওই দিন  আমাকে নানান অভিযোগের কথা জানিয়েছেন। এর পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে'।জেলাশাসক নীতিল সিংহানিয়া জানিয়েছেন, বাঁধের যে অংশটি ভেঙে গিয়েছিল সেটি আপাতত জরুরি ভিত্তিতে মেরামতি করা হয়েছে নদীর জল এখন আর প্রবেশ করছে না। পরিস্থিতির উপর নজর রয়েছে। 

Malda