Blood Bank:স্বনামধন্য হাসপাতালের ব্লাড ব্যাংকে শূন্য রক্তের ভান্ডার, রোগীর পরিবার হন্যে হয়ে ডোনার খুঁজছে

blood supply crisis: রাজ্যের স্বনামধন্য এই মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের অভাব, ডিসপ্লে বোর্ডও বন্ধ। রোগীর পরিবার ডোনার খুঁজতে হন্যে হয়ে ঘুরছেন। স্বেচ্ছাসেবী সংগঠনগুলি রক্তদান শিবিরের মাধ্যমে সংকট মোকাবিলার চেষ্টা করছে।

blood supply crisis: রাজ্যের স্বনামধন্য এই মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের অভাব, ডিসপ্লে বোর্ডও বন্ধ। রোগীর পরিবার ডোনার খুঁজতে হন্যে হয়ে ঘুরছেন। স্বেচ্ছাসেবী সংগঠনগুলি রক্তদান শিবিরের মাধ্যমে সংকট মোকাবিলার চেষ্টা করছে।

author-image
Madhumita Dey
New Update
Malda Medical College, blood bank shortage, lack of blood, patient family difficulties, blood donation camp, patients from other districts and states, operation delayed, Principal Partha Pratim Mukhopadhyay, volunteer organization initiative, blood supply crisis,মালদা মেডিকেল কলেজ, ব্লাড ব্যাংক সংকট, রক্তের অভাব, রোগীর পরিবার সমস্যা, রক্তদান শিবির, ভিন জেলা ও রাজ্যের রোগী, অপারেশন আটকে, অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায়, স্বেচ্ছাসেবী সংস্থা উদ্যোগ, রক্ত সরবরাহ

Blood supply crisis: রক্তের ভাণ্ডার শূন্য নামী এই হাসপাতালে। যারপরনাই দুর্ভোগে রোগী ও তাঁদের পরিবার।

মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের ভান্ডার শূন্য। চালু নেই রক্ত মজুত থাকার ডিসপ্লে বোর্ডও। এই পরিস্থিতিতে চরম সমস্যায় পড়েছেন রোগীদের পরিবারের লোকজন। ডোনার খুঁজতে চরম হয়রানির শিকার রোগীর পরিজনেরা।

Advertisment

মালদা মেডিকেল কলেজে রোগীদের চাপ বরাবরই অনেক বেশি। মালদা জেলার পাশাপাশি ভিন জেলা ও ভিনরাজ্য থেকেও প্রতিদিন বহু মানুষ মালদা মেডিকেলে চিকিৎসা পরিষেবা নিতে আসেন। খোদ রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখেও সেকথা শোনা গিয়েছে। যেখানে প্রতিদিন এত মানুষ চিকিৎসা পরিষেবা নিতে আসছেন সেখানে রক্তের চাহিদাও বেশি থাকা স্বাভাবিক।

পর্যাপ্ত রক্তের জোগান না থাকায় মেডিকেলের ব্লাড ব্যাংকে বেশিরভাগ সময়ই রক্ত মজুত থাকছে না। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন আম আদমি। ডোনার না নিয়ে গেলে রক্ত মিলছে না বলে দাবি করছেন রোগীর পরিবারের লোকজন।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: দুর্গাপুরে মেডিক্যাল পড়ুয়াকে ধর্ষণকাণ্ডে ফের গ্রেফতারি! পুলিশের জালে কে জানেন?

দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা বাসিন্দা শীতল রাজবংশী। রক্তের অভাবে আটকে পড়েছে তার পরিবারের এক সদস্যের অপারেশন। ব্লাড ব্যাংক থেকে জানানো হচ্ছে কোন রক্ত নেই ডোনার নিয়ে আসার জন্য। এই পরিস্থিতিতে সকাল থেকে তিনি হন্ন হয়ে ঘুরছেন। আটকে পড়েছে অপারেশন। পুরাতন মালদার কালিতলার বাসিন্দা, জয়ন্ত রাজবংশী। বাবা সুরজ রাজবংশী ক্যান্সার আক্রান্ত। রক্তের অভাবে আটকে পড়েছে চিকিৎসা।

আরও পড়ুন- Police Harassment:কোর্টের রিলিজ অর্ডারেও টাকা দাবি পুলিশের, 'তোলাবাজি'র অভিযোগ ট্রাক মালিকদের, মুখ্যমন্ত্রীকে নালিশের ভাবনা

মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় বলেন, “মালদা মেডিকেলে ভিন জেলার পাশাপাশি ভিন রাজ্যের মানুষও পরিসেবা নিতে আসেন। সেক্ষেত্রে আমাদের রক্তের জোগানের থেকে চাহিদা অনেকটা বেশি হয়ে যায়। তাই অনেক সময়ই ব্লাড ব্যাংকে রক্ত মজুত থাকে না। সম্প্রতি ব্লাড ব্যাংক সংস্কারের কাজ শুরু হয়েছে। সিভিক, ইলেকট্রিক্যালের কাজ চলার কারণে আপাতত ডিসপ্লে বোর্ড চালু রাখা যাচ্ছে না। দ্রুত আমরা সেটা চালু করার ব্যবস্থা করছি।”

আরও পড়ুন-Operation Sindoor:'পহেলগাঁওকাণ্ডের পর ভারতের প্রতিক্রিয়া অবশ্যম্ভাবী ছিল', অপারেশন সিঁদুর নিয়ে বহু অজানা তথ্য প্রকাশ্যে

অন্যদিকে এই বিষয় জেলার স্বেচ্ছাসেবী সংস্থা গুলির দাবি রক্ত সংকট মোকাবিলায় তারা বরাবরই উদ্যোগ গ্রহণ করেছে। একাধিক জায়গায় রক্তদান শিবির করছেন। 

Bengali News Today blood supply crisis Malda medical College