/indian-express-bangla/media/media_files/2025/10/15/hospital-2025-10-15-12-04-35.jpg)
Blood supply crisis: রক্তের ভাণ্ডার শূন্য নামী এই হাসপাতালে। যারপরনাই দুর্ভোগে রোগী ও তাঁদের পরিবার।
মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের ভান্ডার শূন্য। চালু নেই রক্ত মজুত থাকার ডিসপ্লে বোর্ডও। এই পরিস্থিতিতে চরম সমস্যায় পড়েছেন রোগীদের পরিবারের লোকজন। ডোনার খুঁজতে চরম হয়রানির শিকার রোগীর পরিজনেরা।
মালদা মেডিকেল কলেজে রোগীদের চাপ বরাবরই অনেক বেশি। মালদা জেলার পাশাপাশি ভিন জেলা ও ভিনরাজ্য থেকেও প্রতিদিন বহু মানুষ মালদা মেডিকেলে চিকিৎসা পরিষেবা নিতে আসেন। খোদ রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখেও সেকথা শোনা গিয়েছে। যেখানে প্রতিদিন এত মানুষ চিকিৎসা পরিষেবা নিতে আসছেন সেখানে রক্তের চাহিদাও বেশি থাকা স্বাভাবিক।
পর্যাপ্ত রক্তের জোগান না থাকায় মেডিকেলের ব্লাড ব্যাংকে বেশিরভাগ সময়ই রক্ত মজুত থাকছে না। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন আম আদমি। ডোনার না নিয়ে গেলে রক্ত মিলছে না বলে দাবি করছেন রোগীর পরিবারের লোকজন।
দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা বাসিন্দা শীতল রাজবংশী। রক্তের অভাবে আটকে পড়েছে তার পরিবারের এক সদস্যের অপারেশন। ব্লাড ব্যাংক থেকে জানানো হচ্ছে কোন রক্ত নেই ডোনার নিয়ে আসার জন্য। এই পরিস্থিতিতে সকাল থেকে তিনি হন্ন হয়ে ঘুরছেন। আটকে পড়েছে অপারেশন। পুরাতন মালদার কালিতলার বাসিন্দা, জয়ন্ত রাজবংশী। বাবা সুরজ রাজবংশী ক্যান্সার আক্রান্ত। রক্তের অভাবে আটকে পড়েছে চিকিৎসা।
মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় বলেন, “মালদা মেডিকেলে ভিন জেলার পাশাপাশি ভিন রাজ্যের মানুষও পরিসেবা নিতে আসেন। সেক্ষেত্রে আমাদের রক্তের জোগানের থেকে চাহিদা অনেকটা বেশি হয়ে যায়। তাই অনেক সময়ই ব্লাড ব্যাংকে রক্ত মজুত থাকে না। সম্প্রতি ব্লাড ব্যাংক সংস্কারের কাজ শুরু হয়েছে। সিভিক, ইলেকট্রিক্যালের কাজ চলার কারণে আপাতত ডিসপ্লে বোর্ড চালু রাখা যাচ্ছে না। দ্রুত আমরা সেটা চালু করার ব্যবস্থা করছি।”
অন্যদিকে এই বিষয় জেলার স্বেচ্ছাসেবী সংস্থা গুলির দাবি রক্ত সংকট মোকাবিলায় তারা বরাবরই উদ্যোগ গ্রহণ করেছে। একাধিক জায়গায় রক্তদান শিবির করছেন।