পড়শি রাজ্য ওড়িশায় রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে মালদার এক পরিযায়ী শ্রমিকের। জানা গিয়েছে, কোনভাবে বিদ্যুৎপৃষ্ট হয়েছিলেন ওই যুবক। তড়িদাহত হই তার মৃত্যু বলে জানা যায় ময়নাতদন্তের রিপোর্টে। অবশেষে ওড়িশা থেকে মালদার ওই পরিযায়ী শ্রমিকের মৃতদেহ এসে পৌঁছেছে তার বাড়িতে।
ওড়িশায় মালদার ১৯ জন শ্রমিকের আটকে রাখার ঘটনার জের কাটতে না কাটতেই এবার মালদার এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত রবিবার ওই পরিযায়ী শ্রমিকের মৃতদেহ উদ্ধারের পর বুধবার সকালে ওড়িশা থেকে কফিনবন্দি দেহ নিয়ে আসা হয় মালদার গ্রামের বাড়িতে। যদিও ময়নাতদন্তের পর পুলিশ জানিয়েছে, বিদ্যুৎপৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে ওই শ্রমিকের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নিরঞ্জন মুদি (৩৫)। তাঁর বাড়ি পুরাতন মালদা থানার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের নিমুয়া কামারপাড়া এলাকায়। সংসারের অভাব মেটাতেই গত দুই মাস আগে ওড়িশার কটকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন নিরঞ্জন।
আরও পড়ুন- GK-Indian Railways:বর্তমানে পশ্চিমবঙ্গের অন্যতম সবচেয়ে ব্যস্ত ৫টি রেলস্টেশনের নাম কী? জানলে অবাক হবেন!
গত রবিবার সকালে কর্মস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে রেললাইন পার হয়ে শৌচক্রিয়া করতে যাচ্ছিলেন তিনি। সেখানে হাই ভোল্টেজের বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল। সেই তারে পা পড়তেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান নিরঞ্জন মুদি।
মৃতের এক আত্মীয় সন্ধ্যা মুদি জানিয়েছেন, তাঁর পরিবারে স্ত্রী সহ তিন এবং চার বছরের দুই নাবালক ছেলে রয়েছে। নিরঞ্জনই ছিলেন বাড়ির একমাত্র উপার্জনশীল ব্যক্তি। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ও প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছে গোটা পরিবার।
আরও পড়ুন- weekend getaway:দিন দুয়েকের ছুটিতেই বাজিমাত! বর্ষায় কলকাতার কাছের এপ্রান্তের তাকলাগানো শোভার প্রেমে পড়ে যাবেন