Malda Minor Girl Rape: অভয়ার ন্যায় বিচারের লড়াইয়ের মাঝে বাংলায় বুক কাঁপানো ঘটনা,ধর্ষণের শিকার একরত্তি শিশুকন্যা

Malda Minor Girl Rape: শুক্রবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চাচোল থানা এলাকায়। এই ঘটনার পর রাতেই গুরুতর অসুস্থ হলে ওই কন্যা শিশুকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।

Malda Minor Girl Rape: শুক্রবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চাচোল থানা এলাকায়। এই ঘটনার পর রাতেই গুরুতর অসুস্থ হলে ওই কন্যা শিশুকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।

author-image
Madhumita Dey
New Update
Burdwan Gangrape,rape,burdwan incident,purba bardhaman,kalipuja 2024,police,গণধর্ষণ,পূর্ব বর্ধমান,বর্ধমান

প্রতীকী ছবি

Malda Minor Girl Rape: চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে সাড়ে চার বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল ১৫ বছরের এক কিশোরের বিরুদ্ধে।

Advertisment

নবান্ন অভিযানের পর কী এমন হল? বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ হাজার হাজার নেতা-কর্মীর

শুক্রবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চাচোল থানা এলাকায়। এই ঘটনার পর রাতেই গুরুতর অসুস্থ হলে ওই কন্যা শিশুকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।

Advertisment

পুরো বিষয়টি নিয়ে ওই কিশোরের বিরুদ্ধে চাচোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা কন্যা শিশুর পরিবার ।পুলিশ ওই নাবালককে গ্রেপ্তার করে শনিবার চাচোল জুভেনাইল আদালতে পেশ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় বাড়ির পাশের রাস্তায় খেলাধূলায় মত্ত ছিল সাড়ে চার বছরের ওই কন্যা শিশুটি। সেই সময় তাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই নাবালক বলে অভিযোগ।

এরপর ওই শিশুটি রক্তাক্ত অবস্থায় কান্না শুরু করলে প্রতিবেশীদের পাশাপাশি বাবা মাও ছুটে যান। বিষয়টি অভিযুক্ত ওই কিশোরের পরিবারকে জানাতে গেলে নির্যাতিত শিশুটির পরিবারের কথায় কান পাত্তা না দিয়ে ই প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ।

নির্যাতিতা কন্যা শিশুর অভিভাবকেরা জানিয়েছেন, অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে তাদের মেয়ে অসুস্থ হয়ে পড়ে। রাতেই মালদা মেডিকেল কলেজে তাকে ভর্তি করানো হয়।

চাচোল থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই নাবালককে গ্রেপ্তার করা হয়েছে।পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

AC লোকাল উদ্বোধনে রণক্ষেত্র দমদম! সুকান্ত মজুমদারকে ঘিরে বেনজির বিক্ষোভ

rape Malda