AC LOCAL: AC লোকাল উদ্বোধনে রণক্ষেত্র দমদম! সুকান্ত মজুমদারকে ঘিরে বেনজির বিক্ষোভ

AC LOCAL: এসি লোকালের উদ্বোধনে তপ্ত পরিস্থিতি। সুকান্ত মজুমদারকে ঘিরে স্লোগান-পালটা স্লোগানে দমদম স্টেশনে তুমুল উত্তেজনা।

AC LOCAL: এসি লোকালের উদ্বোধনে তপ্ত পরিস্থিতি। সুকান্ত মজুমদারকে ঘিরে স্লোগান-পালটা স্লোগানে দমদম স্টেশনে তুমুল উত্তেজনা।

author-image
IE Bangla Web Desk
New Update
sukanta majumder  AC local Train

শিয়ালদা-রানাঘাট এসি লোকাল

AC LOCAL: শিয়ালদা-রানাঘাট লোকাল ট্রেনের উদ্বোধনে তুমুল বিক্ষোভ। এসি লোকালের উদ্বোধনে তপ্ত পরিস্থিতি। সুকান্ত মজুমদারকে ঘিরে স্লোগান-পালটা স্লোগানে দমদম স্টেশনে তুমুল উত্তেজনা। বাঙালি হেনস্থার পরিপ্রেক্ষিপ্তে কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে চলে তুমুল বিক্ষোভ। সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে চলে স্লোগান। অভিযোগ INTTUC কর্মীরা বিজেপি মহিলা কর্মীদের সঙ্গে অশালীন আচরণ করেন। 'লুঠেরাদের বিক্ষোভ' পালটা সুকান্ত মজুমদার। 'সরকারি অনুষ্ঠানে গুন্ডামি চালাচ্ছ তৃণমূল, তোপ কেন্দ্রীয় মন্ত্রীর'। একই সঙ্গে এদিন শিয়ালদা স্টেশনের নাম বদলের প্রস্তাব কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। শিয়ালদা স্টেশনের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখার্জীর নাম রাখার প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রীর। তিনি তৃণমূলের সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, জমি জটে আটকে ৬০টির বেশি রেল প্রকল্প। এদিন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, "পশ্চিমবঙ্গের যাত্রীসাধারণের সুবিধার্থে ভারতীয় রেলের এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আজ শিয়ালদহ ও রানাঘাটের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত ইএমইউ ট্রেন পরিষেবার শুভ উদ্বোধন হলো। এই পরিষেবা নিঃসন্দেহে পশ্চিমবঙ্গবাসীর জন্য এক অনন্য উপহার। এই গুরুত্বপূর্ণ পরিষেবার সূচনায় উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বোধ করছি। ভারতের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী @narendramodiজি এবং ভারতের মাননীয় রেলমন্ত্রী শ্রী @AshwiniVaishnaw জিকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই"।

Advertisment

আরও পড়ুন- নবান্ন অভিযানের পর কী এমন হল? বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ হাজার হাজার নেতা-কর্মীর

লোকাল ট্রেনে ঘেমে-নেয়ে যাতায়াতের দিন শেষ। মুম্বইয়ের মত এবার এসি লোকাল ট্রেনের সোনালী সফর বাংলাতেও। আজই শিয়ালদা থেকে এসি লোকাল ট্রেনের শুভ সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আগামী সোমবার থেকেই যাত্রী পরিষেবা শুরু করবে এই এসি লোকাল। কম ভাড়া এই এসি লোকাল ট্রেন পরিষেবা যাত্রীদের কাছে ক্রমেই বিপুল জনপ্রিয়তা পাবে বলে আশা করছে রেলকর্তারা। জানা গিয়েছে, এসি লোকালের ন্যুনতম ভাড়া ৩৫ টাকা। মাসিক ভাড়া ন্যনুতম ৫৯০ টাকা। প্রতিটি কোচে থাকবে গড়ে ৯৬ আসন, মহিলা, প্রবীণ ও বিশেষভাবে সক্ষমদের জন্য নির্দিষ্ট আসনের ব্যবস্থা, স্বয়ংক্রিয় দরজা ও সিসিটিভি ক্যামেরা।

Advertisment

১২টি কোচ বিশিষ্ট ট্রেনগুলিতে স্টেইনলেস স্টিলের নির্মাণ থাকবে যা সিল করা ভেস্টিবুল গ্যাংওয়ের মাধ্যমে এন্ড-টু-এন্ড সংযোগ সহ, যা বগিগুলির মধ্যে অবাধ চলাচলের সুযোগ করে দেবে। প্রতিটি কোচে ড্রাইভার দ্বারা নিয়ন্ত্রিত প্রতিটি পাশে চারটি বৈদ্যুতিকভাবে চালিত স্লাইডিং দরজা, তিন আসন বিশিষ্ট স্টেইনলেস স্টিলের আসন। যাত্রীর জন্য উন্নত বায়ু সঞ্চালন ব্যবস্থা রয়েছে। অতিরিক্ত সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে সিসিটিভি নজরদারি, পরিধান-প্রতিরোধী রাবার মেঝে, অ্যালুমিনিয়াম এক্সট্রুডেড মডুলার লাগেজ র্যাক, জিপিএস-ভিত্তিক যাত্রী তথ্য প্রদর্শন এবং যাত্রীদের আরাম বাড়ানোর জন্য বড় ডাবল-সিল করা জানালা।

আরও পড়ুন-খাস কলকাতায় তৃণমূল নেতা খুনে নয়া মোড়, পুলিশের হাতে গ্রেফতার 'লাদেন

এক রেলকর্তা বলেন, "যাত্রীরা তাদের বাড়ি থেকে অফিসে মনোরম পরিবেশে যাতায়াত করতে পারবেন এবং ভ্রমণের সময় অফিসের কাজও করতে পারবেন, কারণ আসন এবং বাতাস চলাচল উন্নত হবে, যার ফলে দ্বিগুণ সুবিধা পাবেন।" পূর্ব রেলের কর্তারা ইঙ্গিত দিচ্ছেন যে এই পরিষেবাটি ক্রমবর্ধমান শহরতলির যাত্রী চাহিদা পূরণ করবে এবং কলকাতা মহানগর অঞ্চলে রেলপথে ভ্রমণকে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে আধুনিকীকরণ করবে। বর্তমান পরীক্ষামূলক এবং পরীক্ষামূলক কাজ শেষ হওয়ার পর বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

AC Local Train