Advertisment

Malda News: ফরাক্কা স্টেশন থেকে হঠাৎ উধাও, ৮ দিন পর ইঞ্জিনিয়ারিং ছাত্রীর পচাগলা দেহ উদ্ধার, রহস্যমৃত্যুর তদন্তে পুলিশ

Engineering students body found after 8 days: রবিবার ওই ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনার বিষয়টি জানতে পেরে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা। তবে এটি খুন না আত্মহত্যা তা পরিষ্কার করে জানাতে পারেনি পুলিশ।

author-image
Madhumita Dey
New Update
Malda News: রবিবার সকালে ফরাক্কা থানার শংকরপুর গঙ্গা নদীর ঘাট থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধার করে পুলিশ

Malda News: রবিবার সকালে ফরাক্কা থানার শংকরপুর গঙ্গা নদীর ঘাট থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধার করে পুলিশ

Missing Engineering students body found after 8 days: ঝাড়খণ্ডে যাওয়ার পথে ৮ দিন ধরে নিখোঁজ মালদার ইঞ্জিনিয়ারিং পাঠরত ছাত্রীর পচাগলা মৃতদেহ উদ্ধার হল ফরাক্কায়। রবিবার সকালে ফরাক্কা থানার শংকরপুর গঙ্গা নদীর ঘাট থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধার করে পুলিশ। রবিবার ওই ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনার বিষয়টি জানতে পেরে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা। তবে এটি খুন না আত্মহত্যা তা পরিষ্কার করে জানাতে পারেনি পুলিশ। মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানাতে পারবে বলেও জানিয়েছে পুলিশ। 

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম দীপ্তি ভগত (২০)। তাঁর বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার বারোদুয়ারি এলাকায়। ব্যবসায়ী পরিবারের ওই তরুণী ঝাড়খণ্ডের দুমকা এলাকার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথম বর্ষে পাঠরত ছিল। নতুন বছরের ছুটি কাটাতে গত ১ জানুয়ারি মালদার হরিশ্চন্দ্রপুরের বাড়িতে এসেছিলেন ওই ছাত্রী। গত ৫ জানুয়ারি ডাউন কলকাতাগামী কুলিক এক্সপ্রেস ট্রেনে করে রামপুরহাট যাওয়ার কথা ছিল ছাত্রীর। হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে ওই ট্রেনে চেপে‌ যাওয়ার সময় ফরাক্কা স্টেশন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় ওই ছাত্রী। ফারাক্কা স্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত জায়গায় ওই ছাত্রীর মোবাইল এবং ব্যাগ উদ্ধার হয়। পুলিশ সেটি উদ্ধারের পর ছাত্রীর পরিচয় জানতে পেরে বাড়ির লোকেদের খবর দেয়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাউন কুলিক এক্সপ্রেসে করে রামপুরহাট পর্যন্ত যাওয়ার কথা ছিল ওই ছাত্রীর। এরপর রামপুরহাট থেকে দুমকা যাওয়ার লোকাল ট্রেন ধরতেন তিনি। কিন্তু তার আগেই ফরাক্কা স্টেশন থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান ওই ইঞ্জিনিয়ারিং ছাত্রী। ৮ দিন পর তাঁর দেহ ফরাক্কার গঙ্গার ঘাটে উদ্ধার হয়েছে। 

আরও পড়ুন তালেবানি কায়দায় শাস্তি, ৮০ ছাত্রীকে শার্ট খোলাতে বাধ্য করল প্রিন্সিপ্যাল, চরম অস্বস্তিতে বিরাট নির্দেশ মুখ্যমন্ত্রীর

Advertisment

মৃত ছাত্রীর বাবা দেবচরণ ভগত জানিয়েছেন, '৫ জানুয়ারি কুলিক এক্সপ্রেসে যখন আমার মেয়ে মালদা টাউন স্টেশনে ছিল, তখন শেষ একবার মোবাইলে কথা হয়। তারপর থেকে মেয়ের কোনও সন্ধান পাওয়া যায়নি। গত সপ্তাহের শুক্রবার আমার মোবাইলে একটি উড়ো ফোন আসে। সেখানে মেয়ের সন্ধান দেওয়ার জন্য ২ লক্ষ টাকা দাবি করা হয়। বিষয়টি পুলিশকে জানিয়েছিলাম। আমার মেয়ে আত্মহত্যা করতে যাবে কেন। ওর তো কোনও অভাব এবং সমস্যা ছিল না। বেশ হাসিখুশি ছিল।' 

আরও পড়ুন বিয়ের পরও মেলেনি স্বীকৃতি! স্ত্রী মর্যাদার দাবিতে শ্বশুরবাড়িতে ধর্না মহিলার

পুলিশ জানিয়েছে, ফরাক্কা স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ওই ইঞ্জিনিয়ারিং ছাত্রী সেই স্টেশনে নেমেছিলেন। তারপর থেকে নিখোঁজ ছিলেন। এরপর এদিন ওই ইঞ্জিনিয়ারিং ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে গঙ্গা থেকে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

West Bengal Malda West Bengal Police West Bengal News Engineer Students
Advertisment