Durga Puja 2024: দুর্গাপুজোর (Durga Puja) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। দেবীপক্ষের শুরু থেকেই কলকাতার একাধিক বড় পুজোর মণ্ডপে ভিড় চোখে পড়ছে দর্শনার্থীদের। ফি বারের মতো এবারও নজরকাড়া সব পুজোর আয়োজন তিলোত্তমা মহানগরীতে। তবে পিছিয়ে নেই জেলাগুলিও। উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এবারও বেশ কিছু বড় পুজো কলকাতার তাবড় পুজোর সঙ্গে টক্কর দিতে পুরোপুরি তৈরি। মালদা জেলাতেও বেশ কয়েকটি বড় মাপের দুর্গাপুজোর আয়োজন হয় প্রতিবছর। এবারেও তার অন্যথা হয়নি।
'শান্তির প্রতীক উমা' এই থিমকে সামনে রেখেই এবার মালদা শহরে শিবাজীর সংঘের বিগ বাজেটের পুজোমণ্ডপ সেজে উঠেছে। আঁখ এবং আখের ছোবড়া দিয়ে তৈরি হচ্ছে পুজোমণ্ডপ। সরাসরি কৃষকদের কাছ থেকেই আখ কিনেছেন পুজো উদ্যোক্তারা। সেই আঁখ এনেই পুজোমণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে। শিবাজি সংঘের দুর্গাপুজো এবছর ৪৮ বছরে পা দিয়েছে। মালদা শহরের ২৪ নম্বর ওয়ার্ডের বুড়াবুড়িতলা এলাকায় রয়েছে শিবাজি সংঘ। প্রতি বছর এই ক্লাব নজরকাড়া সব থিমের উপর নির্ভর করে পুজোমণ্ডপ সাজিয়ে তোলে। শিবাজি ক্লাবের পুজো দেখতে উৎসবের দিনগুলিতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে।
এবারেও 'শান্তির প্রতীক উমা' শীর্ষক থিমের উপর নির্ভর করে পুজোমণ্ডপ তৈরি হচ্ছে। ক্লাবের কর্তাদের আশা, পুজোর দিনগুলিতে অন্যবারের মতো এবারেও তাঁদের পুজোমণ্ডপে দর্শনার্থীদের ভিড় বাড়বে।
আরও পড়ুন- Durga Puja 2024: মণ্ডপজুড়ে আদিবাসীদের জীবনের প্রতিচ্ছবি, নারীশক্তির অনন্য আরাধনায় জেলার এই পুজো
আরও পড়ুন- Durga Puja 2024: মিরাকেল গার্ডেন, বুর্জ খলিফা থেকে রাজস্থানের রাজ প্যালেস, এবারও ঠাসা চমক বারুইপুরের পুজোয়!
আরও পড়ুন- Durga Puja 2024: একদিকে দুর্গা-দর্শন ও অন্যদিকে বাঘ দেখা, এ যেন রথ দেখার সঙ্গেই কলাবেচা!
পুজো কমিটির কর্মকর্তা সুদীপ্ত দে জানিয়েছেন, চন্দননগরের আলোকসজ্জা এবং বিভিন্ন ধরনের মডেলের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে পুজোমণ্ডপ। এছাড়াও বাঁশের পাশাপাশি আখ এবং আখের ছোবড়া দিয়েও পুরো প্যান্ডেলটি গড়ে তোলা হচ্ছে। তার মধ্যে থাকছে নানা ধরনের কারুকার্য। পুজোর চারদিন বিভিন্ন ধরনের সংস্কৃতি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে পুজো প্রাঙ্গণে।