Advertisment

Durga Puja 2024: মিরাকেল গার্ডেন, বুর্জ খলিফা থেকে রাজস্থানের রাজ প্যালেস, এবারও ঠাসা চমক বারুইপুরের পুজোয়!

Durga Puja 2024-Baruipur: প্রতি বছরই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে একাধিক পুজো রীতিমতো কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় কলকাতার তাবড় পুজোগুলিকে। এবারও তার অন্যথা হবে না। এবছরেও বারুইপুরের বিভিন্ন প্রান্তে বেশ কেয়কটি বড় পুজো দেবীপক্ষেই বিপুল সাড়া ফেলেছে।

author-image
Mina Mondal
New Update
Multiple Durga Pujas in Baruipur ready to challenge Kolkata,দুর্গাপুজো ২০২৪, বারুইপুর

বারুইপুরের প্রগতি সংঘের দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ চলছে। ছবি: মীনা মণ্ডল।

Durga Puja 2024: শারদোৎসবে কলকাতাকে ফি বছর থিমের অভিনবত্বে টেক্কা দেয় বারুইপুরের একাধিক দুর্গাপুজো (Durga Puja)। এবারও তার ব্যতিক্রম নয়। দুবাইয়ের মিরাকেল গার্ডেন সঙ্গে বুর্জ খলিফা থেকে শুরু করে রাজস্থানের রাজমহল প্যালেস, দক্ষিণ ভারতের মন্দির, মহাকাশে মা দুর্গা, মৌমাছির চাকে মধুবন, উমা আরাধনায় মহেশ্বর এমনই বেশ কিছু চমক নিয়ে হাজির বারুইপুরের বিভিন্ন পুজো কমিটি।    

Advertisment

বারুইপুর ২ নম্বর ওয়ার্ডে প্রগতি সংঘের পুজো প্রতি বছরেই নজর কাড়ে পুজোয়। দর্শনার্থীদের ভিড়ে নাজেহাল হতে হয় পুজো কমিটিকে। এবারে তাঁদের ৩২ বছর। পুজো কমিটির কর্তা কাউন্সিলর তাপস ভদ্র ও মুকুন্দ মুখোপাধ্যায়রা জানান, তাঁদের এবারের থিম প্রকৃতির মাঝে প্রাচুর্যের সাজে। দুবাইয়ের মিরাকেল গার্ডেন, বুর্জ খলিফা সবই ফুটে উঠবে মণ্ডপে। শিল্পী সত্যজ্যোতি রাজ  বলেন, "দুবাইয়ের বিভিন্ন স্থাপত্য, বাগানকে শিল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। মণ্ডপের ভিতরে সবুজের সমারোহ গাছ-গাছালি, সঙ্গে হাতি, জিরাফ, হাঁস সবই থাকবে। এরোপ্লেনের মাধ্যমেই এই দুবাইয়ে আসতে হবে মানুষকে।" 

এরই পাশাপাশি, বারুইপুর পদ্মপুকুর ইয়ুথ ক্লাব সার্বজনীন প্রতি বছরের মত এবারেও থিমে চমক এনেছে তাঁদের ১০৫ বছরে। দর্শনার্থীদের ঢল নামে এই পুজোতে। শিল্পী গৌরাঙ্গ কুইল্যার ভাবনায় এবারের থিম রাজমহল। পুজো কমিটির কর্তা তথা বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস বলেন, "রাজস্থানের রাজমহল প্যালেসের আদলে নির্মিত হবে মণ্ডপ। থাকবে বাহারি আলোর খেলা। পুরো লোহা ও ফাইবারের কাজ। এছাড়া আকর্ষণ ১০৮ বাতির ঝাড়বাতি। প্রতিমাও হবে ফাইবারের। বাড়তি চমক চন্দননগরের আলোকসজ্জায় সামাজিক বার্তা।"

আরও পড়ুন- Durga Puja 2024: গম্ভীরা গান থেকে পুতুল নাচ, মালদার পুজোয় এবারেও চমকের ছড়াছড়ি!

আরও পড়ুন- Durga Puja 2024: অভাবনীয় দক্ষতায় অভূতপূর্ব সৃষ্টি! মা দুর্গার মূর্তি গড়ে গিনেসবুকে নাম তুলতে চান জয়মাল্য

বারুইপুর স্টেশন সংলগ্ন উত্তর উকিলপাড়া ভাই ভাই সংঘের পুজোও এবার বিরাট চমক নিয়ে হাজির। তাঁদের পুজো এবার ৫৫ বছরে পড়েছে। এবারের থিম উৎসরণ। পুজো কমিটির কর্তা দেবরাজ মিত্র বলেন, "দক্ষিণ ভারতের কোনও এক মন্দিরের আদলে মণ্ডপে রাজবাড়ির প্রতিমা থাকবে। এছাড়াও মণ্ডপের দেওয়ালে প্রচুর পুরানো দেব দেবীর মূর্তি থাকছে। পাশাপশি, মণ্ডপের আশপাশে গঙ্গার দূষণ থেকে শুরু করে পরিবেশ রক্ষা সহ নানা সামাজিক সচেতনতার বার্তা থাকবে।" 

আরও পড়ুন- Durga Puja 2024: এই পুজো শুরুর নেপথ্যে ছিলেন সম্রাট শেরশাহ, স্বপ্নাদেশে মা দুর্গার আরাধনা শুরু এবাড়িতে

বারুইপুর স্টেশনের কাছে কিশোর সংঘের পুজো এবার ৪৮ বছরে পড়েছে। পুজো কমিটির কর্তা কাউন্সিলর স্বপন নস্কর বলেন, "এবারের থিম মহাকাশে দুর্গা। মূলত মহাকাশে চন্দ্রযান উৎক্ষেপন থেকে শুরু করে পৃথিবী, রকেটে মহাকাশচারী সবই থাকবে মণ্ডপে।" পালপাড়া সার্বজনীন দুর্গোৎসবের পুজো এবার ৫০ বছরে পড়েছে। পুজো কমিটির কর্তা সুমিত ঘোষ বলেন, "এবারে আমাদের ভাবনা মধুবন। মৌমাছির চাকের পাশে গুনগুন করছে মৌমাছির দল সবই ফুটিয়ে তোলা হবে।"

Durga Puja Baruipur Durga Puja 2024
Advertisment