/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/TEACHERS.jpg)
News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Latest Kolkata News Highlights:SSC চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানাতে রাজ্যের রিভিউ পিটিশনের খসড়া তৈরি হয়ে গেছে। বিকাশ ভবনে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে এমনই জানিয়েছে রাজ্য সরকার। আগামী ৩১ মের মধ্যে নতুন নিয়োগ সংক্রান্ত পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের কথা। রাজ্যের রিভিউ পিটিশনের বিষয়টির ফয়সালা না হওয়া পর্যন্ত যাতে ওই বিজ্ঞপ্তি প্রকাশ প্রক্রিয়া স্থগিত থাকে এ ব্যাপারে রাজ্যকে উদ্যোগী হতে আবেদন চাকরিহারাদের। তবে নতুন করে তারা আর পরীক্ষায় বসতে রাজি নন, সে কথা আজ আবারও রাজ্য সরকারকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল। পরীক্ষা না দিয়েই যাতে তাদের চাকরি ফিরিয়ে আনা যায়, সে ব্যাপারে রাজ্যকেই উদ্যোগ নিতে ফের আবেদন জানিয়েছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা।
আবারও গ্রেফতার পাক গুপ্তচর। এবার জাতীয় তদন্ত সংস্থা (NIA) পাকিস্তানের গোয়েন্দা কর্তাদের সংবেদনশীল তথ্য দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (CRPF) একজন কর্মীকে গ্রেফতার করেছে। NIA জানিয়েছে, দিল্লি থেকে সিআরপিএফ-এর ওই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাকে দফায় দফায় জেরা চলছে। কেন্দ্রীয় সংস্থা আরও জানিয়েছে, মোটা টাকার বিনিময়ে পাকিস্তানের গোয়েন্দা বাহিনীকে ওই CRPF কর্মী নানা গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছেন। ওই ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গ্রেফতার করার পর CRPF-এর ওই কর্মীকে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের তোলা হয়েছিল। বিচারক তাকে ৬ জুন পর্যন্ত কেন্দ্রীয় সংস্থার হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর সাংসদদের বেশ কয়েকটি প্রতিনিধি দল গোটা বিশ্ব সফর করছে। সন্ত্রাসের আঁতুরঘর পাকিস্তানের বিরুদ্ধে নাশকতার একাধিক তথ্য-প্রমাণ হাতে নিয়ে বিশ্ব সফর করছে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রতিনিধি দল। জাপান থেকে এবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে সাংসদদের এমনই একটি দল। সেই দলেই আছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- India Corona: করোনার ভয়ঙ্কর দাপট! দেশে আক্রান্তে সংখ্যা হাজার পার! বাংলাতেও বাড়ছে উদ্বেগ
সিওল থেকে পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে অভিষেক বলেন, "পহেলগাঁওয়ে হামলার ২৪ ঘন্টা পর TRF দায় স্বীকার করেছে। TRF হল লস্কর-জইশদের ছায়া সংগঠন। সেই লস্কর-জইশদের যখন ভারত মারলো তখন ওদেরই শেষকৃত্যে হাজির পাক সেনার কর্তারা। হাজারও প্রমাণ থাকা সত্ত্বেও পাকিস্তানের বিরুদ্ধে ভারত যুদ্ধে নামেনি। শুধু সে দেশে থাকা জঙ্গি ঘাঁটিগুলো নষ্ট করা হয়েছে। আমরা যুদ্ধ চাই না, অশান্তিও চাই না। তবে আমাদের নম্রতাকে দুর্বলতা ভেবে ভুল করবেন না।"
অন্যদিকে, নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট। সম্প্রতি এ রাজ্যেও কয়েকজনের শরীরে মিলেছে এই নয়া ভাইরাস। তবে এখনই এই ব্যাপারে আতঙ্ক বা উদ্বেগের কোনও কারণ নেই বলেই মনে করছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সম্প্রতি মগরাহাটে দু'জন কোভিড আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁরা ছাড়াও রাজ্যের আরও কয়েকজনের শরীরে কোভিডের সংক্রমণ ধরা পড়েছে।
আরও পড়ুন- CBI Raid: দুর্নীতির বিরাট পর্দা ফাঁস! নামি চিকিৎসকের কীর্তিতে স্তম্ভিত বাংলার চিকিৎসক মহল
-
May 26, 2025 19:09 IST
'তদন্তে সহযোগিতা করেছি, আগামীদিনেও করব', বললেন চাকরিহারা শিক্ষক চিন্ময়
আজ বিধান নগর দক্ষিণ থানায় হাজিরা দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি চিন্ময় মন্ডল। পুলিশের ডাকে হাজিরা দিয়ে বেরোনোর পর চিন্ময় মন্ডল বলেন, "আজ আমাকে ডেকেছিল, একাধিক প্রশ্ন করেছিল সেদিনের ঘটনার সম্পর্কে। সমস্ত রকম ভাবে সহযোগিতা করেছি, আগামী দিন ডাকলে একই রকম ভাবে সহযোগিতা করব। ভিডিও ফুটেজ দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ভিডিও রেকর্ড করা হয়েছে, আজকে আমি আমার পুরো বিষয়টা জানিয়েছি।"
-
May 26, 2025 19:06 IST
Kolkata News Live Update:'রিভিউ পিটিশনের খসড়া তৈরি', চাকরিহারাদের জানিয়েছে রাজ্য
SSC চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানাতে রাজ্যের রিভিউ পিটিশনের খসড়া তৈরি হয়ে গেছে। বিকাশ ভবনে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে এমনই জানিয়েছে রাজ্য সরকার। আগামী ৩১ মের মধ্যে নতুন নিয়োগ সংক্রান্ত পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের কথা। রাজ্যের রিভিউ পিটিশনের বিষয়টির ফয়সালা না হওয়া পর্যন্ত যাতে ওই বিজ্ঞপ্তি প্রকাশ প্রক্রিয়া স্থগিত থাকে এ ব্যাপারে রাজ্যকে উদ্যোগী হতে আবেদন চাকরিহারাদের। তবে নতুন করে তারা আর পরীক্ষায় বসতে রাজি নন, সে কথা আজ আবারও রাজ্য সরকারকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল। পরীক্ষা না দিয়েই যাতে তাদের চাকরি ফিরিয়ে আনা যায়, সে ব্যাপারে রাজ্যকেই উদ্যোগ নিতে ফের আবেদন জানিয়েছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা।
-
May 26, 2025 15:36 IST
Kolkata News Live Update:চাকরিহারাদের সঙ্গে বৈঠকে রাজ্য
আলোচনার জন্য আজ সোমবার পর্যন্তই সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন SSC-এর চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। সেই ডেডলাইন পেরনোর আগেই সরকারের তরফে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকাদের আলোচনায় বসার বার্তা দেওয়া হয়। সোমবার দুপুরে বিকাশ ভবনে বৈঠকের প্রস্তাব দেয় রাজ্য। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু না থাকলেও চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে এই বৈঠকে রাজ্যের শিক্ষাসচিব। চাকরিহারাদের দাবি, "আমরা প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার। আমাদের চাকরি যাওয়ার দায় সরকারকেই নিতে হবে। আমাদের চাকরি ফেরাতেও যাবতীয় ব্যবস্থা সরকারকেই করতে হবে।" এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী ৩১ মের মধ্যে নতুন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিতে হবে সরকারকে। তবে চাকরিহারাদের দাবি, তাঁরা নতুন করে পরীক্ষায় বসতে চান না।
-
May 26, 2025 15:24 IST
Kolkata News Live Update:স্বাস্থ্য ভবনে বিস্ফোরণের হুমকি
সল্টলেকের স্বাস্থ্য ভবন বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি। স্বাস্থ্য ভবনে বিস্ফোরক রাখা আছে বলে হুমকি মেল আসে। ভোর ৪:২০টে নাগাদ এই হুমকি ইমেল আসে। পুলিশকে জানানো হয় বেলা ১২ টার পরে। ইমেলে জানানো হয়েছে ১ :১৩ নাগাদ বিস্ফোরণ হবে। তারপরেই পুলিশের তরফে চিরুনি তল্লাশি শুরু হয় স্বাস্থ্য ভবনে। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে এখনও কিছু মেলেনি বলেই পুলিশ সূত্রে খবর। ওই ইমেলের প্রথমেই 'পাক জিন্দাবাদ' বলে লেখা। ইমেলে লেখা ছিল, ৪টি RDX রাখা রয়েছে।
বিস্তারিত পড়ুন- Bomb threat: কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি ভবন বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি! চূড়ান্ত সতর্কতা
-
May 26, 2025 14:35 IST
Kolkata News Live Update:এলোপাথাড়ি গুলি যুবককে...
মালদায় ফের শুটআউট (Shootout)। কালিয়াচকের লিচুবাগান থেকে রক্তাক্ত গুলিবিদ্ধ অবস্থায় যুবককে উদ্ধার করা হয়। কালিয়াচক থানার মোজমপুর এলাকার ঘটনা। করিম খান নামে ওই যুবকের শারীরিক পরিস্থিতি বর্তমানে আশঙ্কাজনক। তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্তারিত পড়ুন- Malda Shootout: মালদায় ফের রোমহর্ষক শুটআউট! এলোপাথাড়ি গুলি যুবককে...
-
May 26, 2025 14:02 IST
Kolkata News Live Update:গাঁজা বাজেয়াপ্ত
ভাঙড়ের শোনপুরে তল্লাশিতে আবারও বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার পুলিশের। সূত্র মারফত খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ শোনপুর এলাকায় তল্লাশি চালায়।তল্লাশির পরেই প্রায় ৪০ কেজি গাঁজা উদ্ধার হয়। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। ধৃত তিনজনের বাড়ি নদিয়ায় বলে জানা গিয়েছে। দিন কয়েক আগে তল্লাশি চালিয়ে ভাঙড়ের হাতিশালা থেকে প্রায় ৪০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছিল পুলিশ। আবারও এদিন প্রায় ৪০ কেজি গাঁজা বাজেয়াপ্ত হয়েছে।
-
May 26, 2025 14:01 IST
Kolkata News Live Update:করোনা নিয়ে আতঙ্কের কারণ নেই: চন্দ্রিমা
স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, কোভিড নিয়ে এখনই আশঙ্কা বা আতঙ্কের কোনও কারণ নেই। রাজ্য সরকার সব পরিস্থিতির দিকে নজর রেখেছে। সকলকেই সাবধান থাকতে হবে। পশ্চিমবঙ্গ ছাড়াও দক্ষিণের কেরল, কর্ণাটক, তামিলনাড়ুতে নতুন করে করোনার সংক্রমণ ধরা পড়েছে। দিল্লি, গুজরাট, হরিয়ানা, রাজস্থানেও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে।
-
May 26, 2025 12:25 IST
Kolkata News Live Update:মদের দোকানের প্রতিবাদে বিক্ষোভ
এলাকা থেকে মদের দোকান সরানোর দাবিতে ঝাঁটা হাতে বিক্ষোভ গ্রামের মহিলাদের। এলাকায় মদের দোকানের জেরে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, তাই কোনওভাবেই মদের দোকান এলাকায় চলতে দেওয়া যাবে না, এই দাবি তুলে তুমুল বিক্ষোভে ফেটে পড়েছিলেন মালদার ভূতনি থানার ডোমনটোলা এলাকার মহিলারা।
বিস্তারিত পড়ুন- liquor shop protest: 'লোকালয়ে কিছুতেই চলবে না মদের দোকান', ব্যাপক বিক্ষোভে এই মহিলারা যা করলেন...
-
May 26, 2025 11:46 IST
Kolkata News Live Update:থানায় তলব আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডলকে
সরকার-পক্ষের কারও কথা না হলে আন্দোলন আরও বৃহৎ আকারে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। এদিকে, আজ সোমবারই বিধাননগর নর্থ থানায় তলব করা হয়েছে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডলকে। সূত্রের খবরে জানা গিয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মচারীদের আটকে রাখার অভিযোগ-সহ একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে।
-
May 26, 2025 11:24 IST
Kolkata News Live Update:স্কিপিংয়ের দড়ির ফাঁস গলায় আটকে মৃত্যু
স্কিপিংয়ের দড়ির ফাঁস গলায় আটকে মর্মান্তিক মৃত্যু ১২ বছরের এক নাবালকের। ঘটনাটি ঘটেছে কলকাতার তপসিয়া এলাকায়। জানা গিয়েছে, ঘরেই ভাইয়ের সঙ্গে খেলছিল ওই নাবালক। সিঁড়ির রেলিংয়ের সঙ্গে স্কিপিংয়ের দড়ি আটকে ভাইয়ের সঙ্গে ঝোলাঝুলি খেলতে শুরু করে দেয় ওই নাবালক। কোনওভাবে সেই দড়ি তার গলায় আটকে যায়। তারই জেরে তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
-
May 26, 2025 11:17 IST
Kolkata News Live Update:দেবকে নিয়ে স্পষ্ট কথা
বড় পর্দায় দ্বিতীয়বারের মতো সুযোগ পেয়েছিলেন তিনি। আর তারপরই হাত খুলে মন দিয়ে অভিনয় করলেন এবং ছিনিয়ে নিলেন পুরস্কার। তিনি যীশু সেনগুপ্তর ছেলের ভূমিকায় অভিনয় করলেন। শুধু তাই নয়, তাঁকে দেখা গেল অনবদ্য এক অ্যাকশন সিকোয়েন্সে। দেবের সঙ্গে কাদা মাটি গায়ে মেখে তিনি অভিনয় করলেন। শুধু তাই নয়, সকলের মনের কাছের হয়ে উঠলেন তিনি।
-
May 26, 2025 11:17 IST
Kolkata News Live Update:IPL ইতিহাসে লজ্জার হার রাহানেদের
সানরাইজার্স হায়দরাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স (SRH vs KKR) এর মধ্যে অনুষ্ঠিত শেষ ম্যাচে কেকেআরকে ১১০ রানে লজ্জার হার স্বীকার করতে হয়েছে। হেনরিখ ক্লাসেনের দুর্দান্ত সেঞ্চুরি এবং ট্রাভিস হেডের হাফসেঞ্চুরির দৌলতে হায়দরাবাদ রবিবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র তিন উইকেট হারিয়ে ২৭৮ রান তোলে, যা আইপিএল ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ টিম স্কোর।
-
May 26, 2025 10:28 IST
Kolkata News Live Update:থানায় অভিযোগ
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার গোঁসাইবেড় এলাকায় চিপস চুরির দায় মাথায় নিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল সপ্তম শ্রেণীর ছাত্রটি। এক দোকানদারের (পেশায় সিভিক ভলান্টিয়ার) বিরুদ্ধে অভিযোগ তুলেছে মৃত ছেলেটির পরিবার। ওই সিভিক ভলান্টিয়ার সহ তাঁর পরিবারের মোট চার জনের বিরুদ্ধে পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ করলেন মৃত সপ্তম শ্রেণীর ছাত্রটির মা সুমিত্রা দাস।
-
May 26, 2025 09:09 IST
Kolkata News Live Update:IPL-এ আজ মুখোমুখি পঞ্জাব-মুম্বই
আইপিএলে আজ মুখোমুখি পাঞ্জাব কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলের কাছেই এই হাইভোল্টেজ ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচে পাঞ্জাব জিতে গেলে প্রথম দুইয়ে তাদের জায়গা নিশ্চিত হবে। অন্যদিকে মুম্বই জিতলে তারাও প্রথম দুইয়ে শেষ করার দৌড়ে ঢুকে পড়বে। আজ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পঞ্জাব ও মুম্বাইয়ের ম্যাচ শুরু।
-
May 26, 2025 09:06 IST
Kolkata News Live Update: সময়ের আগেই বাংলায় বর্ষা?
বঙ্গোপসাগরে নিম্নচাপের জোরালো সম্ভাবনা। তারই জেরে সপ্তাহভর রাজ্যের জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। মৎস্যজীবীদের ক্ষেত্রেও জারি হয়েছে সতর্কতা। নিম্নচাপের জেরেই বাংলায় আগেভাগে ঢুকে পড়বে বর্ষা? কী বলছেন আবহাওয়াবিদরা?
বিস্তারিত পড়ুন- Kolkata Weather Update today: দানা বাঁধছে নিম্নচাপ, কাঁপানো দুর্যোগ কোন কোন জেলায়? সময়ের আগেই বাংলায় বর্ষা?