Offbeat Destination: পাহাড়-নদীর অপূর্ব মেলবন্ধন! উত্তরবঙ্গের তাকলাগানো এই তল্লাটের দুরন্ত শোভা ভাষায় প্রকাশ কঠিন

Offbeat destinations in North Bengal: দিন কয়েকের ছুটিতে বেড়িয়ে আসতেই পারেন অপূর্ব এই তল্লাট থেকে। অনন্য সাধারণ এক অভিজ্ঞতা হবেই হবে।

Offbeat destinations in North Bengal: দিন কয়েকের ছুটিতে বেড়িয়ে আসতেই পারেন অপূর্ব এই তল্লাট থেকে। অনন্য সাধারণ এক অভিজ্ঞতা হবেই হবে।

author-image
Nilotpal Sil
New Update
Darjeeling North Bengal Offbeat Destination Bijanbari,দার্জিলিং বিজনবাড়ি

Offbeat destinations in North Bengal: উত্তরবঙ্গের অপূর্ব এই এলাকায় বেড়ানোর ষোলোআনা মজা নিন।

Offbeat Destination: দিন কয়েকের অবসর পেলে বেড়াতে যেতে পছন্দ করেন না এমন বাঙালির খোঁজ পাওয়া বেশ কঠিন। বেড়ানোর তালিকায় ভ্রমণপিপাসু বাঙালির একটা বড় অংশের বেশ পছন্দ উত্তরবঙ্গ। তবে উত্তরবঙ্গে বেড়াতে গেলেও অনেকেই ইদানিং একটু নিরিবিলি জায়গার খোঁজ করছেন। বিশেষ এই প্রতিবেদনে তেমনই একটি অফবিট ডেস্টিনেশনের হদিশ মিলবে। সবুজ পাহাড়ে ঘেরা অনন্য অসাধারণ এই তল্লাটে কাটানো দিন কয়েকের অবসর সারাজীবন আপনার এক মধুর স্মৃতি হয়ে রয়ে যাবে।

Advertisment

দিন কয়েকের ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন দার্জিলিঙের (Darjeeling) কাছেই বিজনবাড়ি (Bijanbari) থেকে। দার্জিলিঙের ঘুম স্টেশন রোড থেকে এই এলাকার দূরত্ব বড়জোর ২২ কিলোমিটারের মতো। এই এলাকার চারদিক ঘিরে রয়েছে সবুজ পাহাড়। অপরূপ এক উপত্যকার মাঝেই রয়েছে বিজনবাড়ি।

ভূপৃষ্ঠ থেকে এই তল্লাটের উচ্চতা প্রায় আড়াই হাজার ফুটের মতো। প্রকৃতি যেন নিজে হাতে সাজিয়েছে উত্তরবঙ্গের এই অপরূপ প্রান্তকে। সবুজে সবুজ পরিবেশে অসাধারণ এক স্নিগ্ধতার পরশ মিলবে। বিজনবাড়ির পথে পাহাড়ের গা বেয়ে নেমে চলা জলপ্রপাত ও দুই পাশে চোখ জুড়িয়ে দেওয়া চা বাগান এক অসাধারণ এক অনুভূতির স্বাদ এনে দেবে।

আরও পড়ুন- Kolkata News Live Updates: ডেডলাইন শেষ আজই, চাকরিহারাদের সঙ্গে কথা বলবে সরকার? থানায় তলব আন্দোলনকারী চিন্ময় মণ্ডলকে

Advertisment

বিজনবাড়ির পাশ দিয়েই বয়ে চলেছে ছোটা রঙ্গীত নদী। সেই কারণেই এই তল্লাটে চাষ-আবাদে খানিক সুবিধা মেলে বাসিন্দাদের। নানা সবজির পাশাপাশি কমলালেবু ও আনারসেরও চাষ হয় এখানে। এছাড়াও বিজনবাড়ি এলাকাটির নানা দিকে রয়েছে রঙবেরঙের নানা পাহাড়ি ফুল। যা এখানকার শোভা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। দার্জিলিঙের প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাত্রা কাছ থেকে চাক্ষুস করতে হলে এজায়গা একেবারে পারফেক্ট চয়েজ।

আরও পড়ুন- Offbeat destination: মন্ত্রমুগ্ধকর প্রাকৃতিক শোভায় মন মজবেই! ঢুঁ মারুন দার্জিলিঙের নাকের ডগার এই ফাটাফাটি গন্তব্যে

পাহাড়ি আঁকা বাঁকা পথ বেয়ে চাইলে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে চাইলে বসতেই পারেন ছোটা রঙ্গীত নদীর ধারে। এমনকী ইচ্ছে থাকলে ছিপ হাতে মাছ ধরতেও পারেন। অসাধারণ এক অনুভূতি মিলবে। এখানকার শান্ত-স্থির কোলাহলমুক্ত পরিবেশে মন পাবে বিশ্রাম, প্রাণ পাবে আরাম। অপূর্ব প্রাকৃতিক পরিবেশে দিন কয়েকের অবসর ভুলিয়ে দেবে যাবতীয় স্ট্রেস। অ্যাডভেঞ্চার যাঁরা ভালোবাসেন চাইলে তাঁরা এখানে ট্রেকিংও করতে পারেন।

কীভাবে যাবেন বিজনবাড়ি?

দার্জিলিঙের খবু কাছেই রয়েছে এই এলাকা। দার্জিলিং বাসস্ট্যান্ড থেকে বিজনবাড়ি যাওয়ার বাস ছাড়ে। ঘুম থেকেও বিজনবাড়ি পৌঁছনোর গাড়ি পেয়ে যাবেন। এছাড়াও নিউ জলপাইগুড়ি বা এনজেপি স্টেশন থেকে বিজনবাড়ি যাওয়ার গাড়ি মিলবে।

আরও পড়ুন- Kolkata Weather Update today: দানা বাঁধছে নিম্নচাপ, কাঁপানো দুর্যোগ কোন কোন জেলায়? সময়ের আগেই বাংলায় বর্ষা?

বিজনবাড়িতে কোথায় থাকবেন?

বিজনবাড়িতে থাকার জন্য একাধিক সুদৃশ্য হোম স্টে রয়েছে। স্থানীয়রাই সেগুলি পরিচালনা করেন। থাকা-খাওয়া হিসেবে হোম স্টে গুলিতে খরচ নেওয়া হয়। পর্যটকদের সুবিধার্থে কয়েকটি হোম স্টের নাম ও ফোন নম্বর দেওয়া হল।

বিজ্জু ভিলেজ রিট্রিট- ৯৭৩৫৫৮৫৫৫৫
রেলিং সঙ্গীত রিসর্ট- ৯৮০০৩১৫৩৪০
মেগিটার হোম স্টে- ৯৯৩২১৭৮১১৩

offbeat destination Bijanbari darjeeling Offbeat Darjeeling