Malda murder: পুত্রবধূর হাতে শ্বশুর খুন, আঘাত ও কামড়ের হাড়হিম কাণ্ডে তোলপাড়!

father-in-law killed: ঘটনাটি প্রকাশ্যে আসতেই রীতিমতো তোলপাড় পড়ে যায় গোটা গ্রামে। খবর পেয়ে পুলিশ যায় এলাকায়। গ্রেফতারির পর পুলিশি জেরায় কী জানাল অভিযুক্ত?

father-in-law killed: ঘটনাটি প্রকাশ্যে আসতেই রীতিমতো তোলপাড় পড়ে যায় গোটা গ্রামে। খবর পেয়ে পুলিশ যায় এলাকায়। গ্রেফতারির পর পুলিশি জেরায় কী জানাল অভিযুক্ত?

author-image
Madhumita Dey
New Update
Malda murder, father-in-law killed, daughter-in-law Sultana Bibi, family dispute, property dispute, brutal killing, Sahapur village, Madhaipur area, local unrest, police operation, daughter-in-law arrested, father-in-law murder case,পুরাতন মালদা খুন, শ্বশুর খুন, পুত্রবধূ সুলতানা বিবি, পারিবারিক বিবাদ, জমি বিবাদ, হাড়হিম হত্যাকাণ্ড, সাহাপুর গ্রাম, মাধাইপুর এলাকায় হত্যা, স্থানীয় উত্তেজনা, পুলিশি অভিযান, গ্রেপ্তার পুত্রবধূ, শ্বশুর হত্যার অভিযোগ

Malda murder: ঘটনার তদন্ত শুরু পুলিশের। জেরায় কী জানাল অভিযুক্ত?

পারিবারিক বিবাদের জেরে শ্বশুরের পুরুষাঙ্গে ঘুষি মেরে কামড়ে খুনের অভিযোগ উঠল বড় ছেলের স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় হাড়হিম করা এই হত্যাকাণ্ডটি ঘটেছে পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের মাধাইপুর এলাকায়। এই ঘটনার বিষয়টি জানাজানি হতেই ক্ষিপ্ত জনতার রোষের মুখে পড়ে অভিযুক্ত ওই গৃহবধূ। এমনকী গ্রামের একাংশ মহিলারা উত্তেজিত হয়ে ঘাতক গৃহবধূকে কিল, চর, ঘুষি মারে বলে অভিযোগ। 

Advertisment

 পরে ঘটনার খবর পেয়ে ওই এলাকায় পৌঁছায় পুরাতন মালদা থানার বিশাল পুলিশবাহিনী। ক্ষিপ্ত জনতার হাত থেকে পুলিশ অভিযুক্ত মহিলা সুলতানা বিবিকে উদ্ধারের পর গ্রেপ্তার করে নিয়ে যায়। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত সুলতানা বিবি তার শ্বশুরকে পুরুষাঙ্গে আঘাত করেই খুনের কথা স্বীকার করেছে।

আরও পড়ুন- West Bengal News Live Updates: রাজ্যে আবারও ধর্ষণের শিকার ডাক্তারি পড়ুয়া, ক্যাম্পাসের পাশেই পাশবিক অত্যাচার

Advertisment

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , মৃত বৃদ্ধের নাম নুরু শেখ (৬১) । তার স্ত্রীর নাম আরকেস বিবি। ওই বৃদ্ধ দম্পতির পরিবারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ছোট মেয়ের দীর্ঘদিন আগেই অন্যত্র বিয়ে হয়েছে। বাকি দুই ছেলে তাদের পরিবার নিয়ে পাশাপাশি বাড়িতে আলাদা থাকে। নুরু শেখ ও তার পরিবারের সদস্যরা কৃষিকাজ ও ভিন রাজ্যে দিনমজুরির কাজের সঙ্গে যুক্ত রয়েছে। 

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, বেশ কিছুদিন ধরে শ্বশুরের সঙ্গে পারিবারিক বিবাদ চলছিল বড় ছেলে আব্দুল্লার স্ত্রী সুলতানা বিবির। আব্দুল্লাহ বর্তমানে ভিন রাজ্যের শ্রমিকের কাজে রয়েছে। এদিন ফাঁকা বাড়িতে শশুরকে একা পেয়েই অতর্কিত হামলা চালায় পুত্রবধূ সুলতানা বিবি। শ্বশুরের গোপনাঙ্গে বাড়ি মেরে এরপর কামড়িয়ে ছিঁড়ে খুন করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। 

আরও পড়ুন-Kashmir avalanche: দেশরক্ষায় সর্বোচ্চ বলিদান: কাশ্মীরে তুষারঝড়ে দুই বাঙালি সেনা শহিদ

মৃতের এক ভাই আলি হোসেন বলেন, আব্দুল্লার স্ত্রী সুলতানা বিবি অত্যন্ত দজ্জাল। আমার ভাই নুরু শেখের কিছু জমি রয়েছে। সেগুলো হাতিয়ে নেওয়ার জন্যই এভাবেই দীর্ঘদিন ধরে অত্যাচার চালিয়ে আসছিল। এই সম্পত্তির বিবাদ নিয়েই পারিবারিক গোলমাল শুরু হয় । আর তারপরেই এদিন এভাবেই নুরুর গোপনাঙ্গে আঘাত করে কামড়ে ছিঁড়ে খুন করে সুলতানা বিবি,ষ। পুরো বিষয়টি নিয়ে পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মৃতের এক ভাইজি রাইসান খাতুন বলেন, পারিবারিক বিবাদ অনেক পরিবারের রয়েছে। তা বলে সামান্য গোলমালের জেরে কাকুকে এভাবে খুন করা হবে তা ভাবতেই অবাক লাগছে। পুলিশ এসে সুলতানা বিবিকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে।

আরও পড়ুন-Toto: টোটো নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্যের! দিন কয়েকেই শুরু বড়সড় পদক্ষেপ

স্থানীয় এক তৃণমূল নেতা আব্দুল সালাম বলেন, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা বিষয়টি জানার পর ওই এলাকায় গিয়েছিলাম। বড় ছেলের স্ত্রীর এমন হামলার ঘটনায় ওই বৃদ্ধ বাড়িতেই মারা যায়। পরে পুলিশ এসে অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে।

পুরাতন মালদা থানার পুলিশ জানিয়েছে, পারিবারিক বিবাদকে কেন্দ্র করে শ্বশুরের গোপনাঙ্গে আঘাতের পর খুন করার অভিযোগ উঠেছে  সুলতানা বিবির বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জেরায় ওই মহিলা শ্বশুরকে খুনের কথা স্বীকার করেছে। 

Arrested police Murder Malda