/indian-express-bangla/media/media_files/2025/02/12/XG8pv25lguFlCOYgPIEY.jpg)
Toto: প্রতীকী ছবি।
traffic control: রাজ্যের শহর থেকে জেলা সর্বত্র গত কয়েক বছরে টোটোর সংখ্যা ব্যাপকভাবে বেড়েই চলেছে। পরিবেশবান্ধব এই যানের উপর কার্যত যেন প্রশাসনের কোনও নিয়ন্ত্রণ নেই। যত্রতত্র টোটো দাঁড়িয়ে পড়ার জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তায় যানজট এখন নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার রাজ্যের প্রতিটি টোটোকে রেজিস্ট্রেশনের আওতায় আনতে চায় রাজ্য সরকার। প্রতিটি টোটোকে এবার দেওয়া হবে অস্থায়ী এনরোলমেন্ট নম্বর সহ নম্বর প্লেট। টোটোর গায়ে লাগানো থাকবে কিউআর কোড যুক্ত একটি স্টিকার।
টোটো নিয়ে দুরন্ত ভাবনা রাজ্য সরকারের। শুক্রবার সাংবাদিক বৈঠকে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, টোটোকে একটা নিয়ম-নীতির মধ্যে আনতেই রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে।
আরও পড়ুন- TMC: পঞ্চায়েত বৈঠকে হুলস্থুল! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে প্রধানের মুখে কালি
আগামী ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বরের মধ্যে টোটো চিহ্নিতকরণের কাজ শেষ করে ফেলা হবে। নির্দিষ্ট করে দেওয়া হবে টোটো চলাচলের পথ। সেই পথ পথ ছাড়া টোটো কোনও ভাবেই যাতায়াত করতে পারবে না। টোটো গুলিকে ৩০ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক করা হচ্ছে। এই রেজিস্ট্রেশনের জন্য এক হাজার টাকা এবং ৬ মাস পর থেকে প্রতি মাসে ১০০ টাকা করে দিতে হবে।
এছাড়াও রাজ্যের টোটো চালকদের বীমার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা অনলাইনের পাশাপাশি নির্দিষ্ট সরকারি সহায়তা কেন্দ্র থেকে করা যাবে। রাজ্যের সমস্ত টোটো নির্দিষ্ট নম্বর পেয়ে যাওয়ার পর পরবর্তী সময়ে রাস্তায় যানজট মুক্ত রাখতে 'জোড় বিজোড়' নম্বরভিত্তিক টোটো চলাচলের নিয়ম-নীতি আনার সিদ্ধান্ত নিতে পারে সরকার।