Advertisment

Aliah University: আলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য, খুন বলে দাবি পরিবারের

Aliah University-Student Death: আলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারী অফিসাররা।

author-image
IE Bangla Web Desk
New Update
Malda student dies in Aliah University,আলিয়া বিশ্ববিদ্যালয়, মালদা, ছাত্রের মৃত্যু

আলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যমৃত্যু।

Malda student dies in Aliah University: আলিয়া বিশ্ববিদ্যালয়ে (Aliah University) এক ছাত্রের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মালদার বাসিন্দা ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে। তবে এখনও পর্যন্ত ওই ছাত্রের মৃত্যুর কারণ স্পষ্ট হয়নি। পরিবারের দাবি, আবদুল রহমান নামে ওই ছাত্রকে খুন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত ছাত্রের সহপাঠীদের সঙ্গে কথা বলেছে পুলিশ। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা। 

Advertisment

শহর কলকাতার উপকণ্ঠে আলিয়া বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রের রহসম্যৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মালদার বাসিন্দা BSC তৃতীয় বর্ষের ওই ছাত্রের নাম আবদুল রহমান। তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হস্টেল থেকে। টেকনোসিটি থানার পুলিশ গিয়ে দেহটিকে উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃতীয় বর্ষের ওই ছাত্র আবদুল রহমানের বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার শাহাবানচক গ্রাম পঞ্চায়েতের কালিনগর গ্রামে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে টেকনোসিটি থানার পুলিশ। 

এদিকে, মৃতের পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে। যদিও এব্যাপারে এখনও কিছু স্পষ্ট করেনি পুলিশ। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই মৃত ছাত্রের সহপাঠীদের সঙ্গে কথা বলেছেন পুলিশ আধিকারিকরা। মৃত ছাত্রের বাবা এজাবুল মিঞা জানিয়েছেন, ছোটবেলা থেকে মেধাবী ছাত্র ছিলেন আবদুল।

আরও পড়ুন- West Bengal News Live: বাঘাযতীনে বাড়িতে বিধ্বংসী আগুন, গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া

 আরও পড়ুন- RG Kar Incident: বিধানসভায় আরজি করের নির্যাতিতার বাবা-মা, চোখের জল মোছালেন শুভেন্দু

বৈষ্ণবনগররের ভগবানপুর হাইস্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন আবদুল। এরপর থেকে ওই যুবক আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। সম্প্রতি তাঁর মালদার বাড়িতে ফেরার কথা ছিল। তবে তার আগেই সব শেষ। প্রতিভাবান যুবকের এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে। 

আরও পড়ুন- Operation Sewa: সাক্ষাৎ ঈশ্বরের ভূমিকায় রেল! অকল্পনীয় তৎপরতায় যন্ত্রণাক্লিষ্ট অশীতিপর বৃদ্ধ পেলেন নয়া জীবন

Maldah Student Death Aliah University Malda Bengali News Today Bengali News West Bengal News
Advertisment